আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সি শার্প শিক্ষার্থী আজ আমরা একটা নতুন ধরুনের প্রোগ্রাম তৈরি করবো। আমাদের অনেক সময়ই কম্পিউটার এ সাউন্ড রেকর্ড করতে হই। কিন্তু উইন্ডোজ এর যে বিল্ট-ইন সফটওয়্যার আছে তা ভালো কাজ করে না। আর অন্য কোম্পানি এর সফটওয়্যার তো কিনতে হয়। তাই এই সমসসা সমাধানের জন্য আজ আমরা একটি সাউন্ড রেকর্ডার তৈরি করবো। চলুন শুরু করা যাক।
কন্ট্রোলের নাম | কন্ট্রোলের টেক্সট |
button1 | Record |
Button2 | Stop and Save |
Button3 | Play |
label1 | Recording ... |
</div> <div>using System;</div> <div>using System.Collections.Generic;</div> <div>using System.ComponentModel;</div> <div>using System.Drawing;</div> <div>using System.Text;</div> <div>using System.Windows.Forms;</div> <div>
</div> <div>using System;</div> <div>using System.Collections.Generic;</div> <div>using System.ComponentModel;</div> <div>using System.Data;</div> <div>using System.Drawing;</div> <div>using System.Linq;</div> <div>using System.Text;</div> <div>using System.Windows.Forms;</div> <div>using System.Runtime.InteropServices;</div> <div>
আর যদি বুজতে না পারেন তবে ফেসবুক https://www.facebook.com/aminul01681। যত দ্রুত সম্ভব আপনার উত্তর দেয়ার চেষ্টা করবো।
আমি ইসলাম আমিনুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউন যেহেতু প্রোগ্রামিং সংক্রান্ত টিউন ও টিউনে কোডের ব্যবহার রয়েছে তাই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনস কোড হাইলাইটার ব্যবহার করার জন্য Code Escape করার প্রয়োজন নেই।
টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি দেখুন।
নিয়মিত টিউন করুন ধন্যবাদ আপনাকে।