শিখেনিন C++ এর A to Z,[পর্ব-০৩] :: ব্যাসিক ভেরিয়েবল

হ্যালো বন্ধুরা কেমন আছ সবাই?? আশা করি নতুন কিছু শেখার প্রত্যয়ে ভালোই যাচ্ছে দিন গুলো।

আজকে আমার ৩য় c++ tutorial পর্বে আমি variable নিয়ে আলোচনা করবো। c++  এর একটা বড় অংশই variable নিয়ে। যেটা হয়তোবা আমি ব্যাখ্যা করে শেষ করতে পারবোনা। যদি তোমরা আগের টিউটোরিয়াল গুলো স্মরণ করো তাহলে বুঝতে অবশ্যই কোন সমস্যা নাই স্টেটমেন্ট এর ব্যাপারে। variable টি ব্যাসিকালি একটি অবস্থানের অর্ডার মাত্র।

উদাহরণ স্বরূপ যদি আমি বলি
x=hemel
এর পরে আমি বলতেছি
i love x

তখন প্রোগ্রামটি সরাসরি বুঝতে পারবে যে  x  মানে এখানে  hemel  কে  বুঝানো  হচ্ছে। ওকে বিষয়টা সহজ করার জন্যে আরও একটা উদাহরণ দিচ্ছি

আমি বলতেছি যে
x=10
এখন এবার বলতেছি যে
5+x

তার মানে এখানে 5+x এ 10 এর অবস্থান অর্ডার মাত্র। ওকে বন্ধুরা তাহলে চলো দেখি কিভাবে c++ এ variable এর ব্যবহার করবো।

c++  এ variable ব্যবহার করতে প্রথমে আমাদের উল্লেখ করতে হবে আমরা কোন ধরনের variable ব্যবহার করতে চাচ্ছি। ডাঁটা টাইপ অবশ্যই ব্যাক্ষার দাবি রাখে।আমি পরবর্তী টিউটোরিয়াল এ এ বিসয় নিয়ে আলচনা করবো।

আমি আজকে intiger data type ব্যবহার করে variable তৈরি করবো। intiger data type মানে হচ্ছে পূর্ণ সংখ্যার ব্যবহার। কোন দশমিক সংখা নয়। intiger data type কে c++ এ int হিসেবে ব্যবহার করা হয়। int এর পরে আমরা আমাদের variable এর নাম বসাবো। তো আমি variable টির নাম দিচ্ছি nilpakhi

এখন আমি বলতেছি  nilpakhi= 7

এখন c++ এ লিখলে নিচের মত হবে।

#include<iostream>

using namespace std;
int main()
{
int nilPakhi = 7;
cin.get();
return 0;
}

ওকে এখন আমাদের একটি  variable আছে যেটার  নাম nilpakhi আর c++  জানে এটা intiger  যার ভ্যালু হচ্ছে 6

এখন আমরা যদি  variable টিকে display করতে চাই

তাহলে

#include<iostream>
using namespace std;
int main()
{
int nilPakhi=6;
cout<<"i love "<<nilPakhi<<endl;
cin.get();
return 0;
}

এভাবে লিখে প্রোগ্রাম টি রান করলে ডিসপ্লে টে আমরা variable টি দেখতে পাবো।

তো বন্ধুরা চল ছোট একটা ক্যালকুলেটর বানিয়ে ফেলি। একি ভাবে আমরা  দুইটি variable নিব।

উদাহরণ স্বরূপ আমরা  int x;

int y;

নিলাম। আর এদের মান  যথাক্রমে  30,40
এখন আমরা আরও একটি variable নিব

int sum;

এখন আমরা যদি যোগ এর ক্যালকুলেটর বানাতে চাই তাহলে নিচের মত কোড টাইপ করো।

#include<iostream>
using namespace std;
int main()
{
int x=30;
int y=40;
int sum;
sum=x+y;
cout<<sum<<endl;
cin.get();
return 0;
}

এখন প্রোগ্রামটি রান করলেই আমরা ডিসপ্লে  তে x+y এর মান দেখতে পাবো।

থিক একি ভাবে আমরা বিওগ,ভাগ ও করতে পারব। যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে শুধু x+y এর + এর জায়গায় - বসিয়ে দিলেই হয়ে যাবে;

আশা করি টিউটোরিয়াল টি বুঝতে কার অসুবিধা হবেনা। এরপরেও যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবে।

Level 0

আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice , carry on bro

Level 0

🙂 🙂

Level 0

very good

Level 0

@Asraful thanks 🙂

Level 0

Tnx

cout<<“i love “<<nilPakhi<<endl;
cin.get(); ae line ta bojtey parsi na jodi etto clear korey bolten valo hoto

Delam i love ar agey peshoney &alt; aeguley delam R commet ar por choley ashlo arek ta jae hok jodio paren &alt; aegulo cout<< <<……….<<endl;
cin.ge jodi clear korey bolen valo hoto thanks for your C++ programing