শিখেনিন C++ এর A to Z, [পর্ব-০২] :: ব্যাসিক

হ্যালো বন্ধুরা কেমন আছো  সবাই?? আশা করছি প্রোগ্রামিং কে সাথে নিয়ে নতুন কিছু শেখা ভালই চলছে। তোমাদের অধির আগ্রহের অবসান ঘটিয়ে আবারও  হাজির হলাম ২য় পর্ব নিয়ে।

তাহলে চলো আজকে আরও কিছু শিখে নেই c++  প্রোগ্রামিং সম্পর্কে। গত পরবে আমি শিখিয়েছিলাম কিভাবে কোন লেখা উইন্ডো টে ডিসপ্লে করতে করতে হয়।

আজকের পর্বটিও প্রাথমিক পর্যায়ের ব্যাসিক নিয়ে সাজানো। পূর্বের টিউটোরিয়াল থেকে ইতি মধ্যেই তোমরা জেনেছ যে আমরা cout নামের এই গুরুত্বপূর্ণ  কোডটি ইউজ করতে পারি। যেটাকে বলা হয় output object এবং দুইটি লেছদেন লেছদেন (<<) যেটাকে বলা হয় শ্ত্রিম সারশন অপারেটর। এবং আমরা যেভাবে করেছিলাম তা হল (“ ”) ডাবল কোটেশন এর মাঝে আমরা কিছু লিখেছিলাম যেটা আমরা ডিসপ্লে করতে চাই।

তো আমরা যদি লিখি

#include<iostream>

using namespace std;

int main()

{

cout<<" Woo hemel is a cool boy";

cin.get();

return 0;

}

যখন আমরা এই প্রোগ্রামটি রান করব,তখন আমরা ডিসপ্লে টে দেখতে পাব

আর অবশ্যই একটা বিষয় মনে রাখবে প্রত্যেকটি স্টেটমেন্টস শেষ হয় সেমিকোলন(;) দিয়ে। এখন আমরা যদি আরও কিছু লেখা যোগ করতে চাই তাহলে কি করতে হবে??

হম খুবি সোজা একি ভাবে টাইপ করো

#include<iostream>

using namespace std;

int main()

{

cout<<" Woo hemel is a cool boy";

cout<<" and i love him";

cin.get();

return 0;

}

এখন প্রোগ্রামটি রান করলেই দেখা যাবে এরকম

খুব এ সহজ তাইনা??

তো এখন যদি আমি চাই যে লেখাটা এক লাইন এ না রেখে দ্বিতীয় লাইন এ রাখতে তাহলে কি করতে হবে??

একদমই সহজ শুধু লেখার শেষে <<endl; লিখলেই হবে।  এরকম ভাবে লেখো

cout<<" Woo hemel is a cool boy"<<endl;

cout<<" and i love him";

তাহলে ডিসপ্লে টে দেখতে পাবে এরকম

তুমি অন্নভাবেও লেখা নতুন লাইন এ নিতে পার সে জন্যে কোটেশন এর ভিতরে টাইপ করো \n

cout<<" Woo hemel is a cool boy \n";

cout<<" and i love him";

এখন তুমি যদি দুইটা লাইন এর মাঝে একটা ব্লাঙ্ক লাইন তৈরি করতে চাও তাহলে টাইপ করো এভাবে

cout<<" Woo hemel is a cool boy \n\n";

cout<<" and i love him";

তাহলে দুইটা লাইন এর মাঝে একটা ব্লাঙ্ক লাইন তৈরি হবে। এখন তুমি যদি কোন লেখাকে এইভাবে ডিসপ্লে করতে চাও??

I

Love

Hemel

তাহলে বেশি কিছু করতে হবেনা এইভাবে টাইপ করো

#include<iostream>

using namespace std;

int main()

{

cout<<" I \n love \n hemel";

cin.get();

return 0;

}

এরপরে রান করলেই ডিসপ্লে টে দেখতে পাবে

আমি আশা করছি কথাও বুঝতে তোমাদের কোন সমস্যা হবেনা। যদি প্রোগ্রামিং নিয়ে কোন প্রশ্ন থাকে।কিম্বা কোন সমস্যা হয় তাহলে অবশ্যই টিউমেন্ট করে জানাবে।

Level 0

আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রোগ্রামিং নিয়ে টিউন টা খুব ই ভালো হইছে। ধন্যবাদ

Level 0

u r welcome 🙂 🙂

supper hoitece vai..caliye jan

Level 0

🙂 🙂