আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।
আমি অনেকটা ব্যস্ত সময় কাটাচ্ছি। তন্মদ্ধেও চেষ্টা করে কিছু সফটওয়্যার হ্যাক/তৈরি/এডিট করেছি।
তার মধ্যে একটি হল আমার নিজেরই অভিজ্ঞতায় তৈরি ইন্টারনেট ব্রাউজার
আমার ডিপ্লোমা সেমিস্টার পরীক্ষার কিছু পড়া ভারি মনে হচ্ছে বিধায় বর্তমানে কোন প্রজেক্টে হাত দিতে পারছি না (অর্থাৎ সফটওয়্যার গুলোতে অসংখ্য ভুল আছে/থাকতে পারে, তাই প্রথমেই কমেন্ট পাওয়া/ সাহায্য বা ধারনা বা পরামর্শ চাই।)
https://www.dropbox.com/s/nq40kj3yhpvqqo2/internet-browser%20v1.1.2.jpg
https://www.dropbox.com/s/l3l7gvt3mbmsr0d/techtunes.jpg
পরবর্তী আকর্শন
১। অভ্র’র টিউটোরিয়াল (তৈরি হয়ে গেছে)
২। উইন্ডোজ মিডিয়া প্লেয়ার (হ্যাকড করেছি ও পাশাপাশি আমিও আছি)
৩। ওয়ালিউল্যাহ’র বাংলা ডিকশনারি ২/৪ (হ্যাকড)
৪। সিডি বা ডিভিডি ড্রাইভ বের করা ঢুকানোর সফটওয়্যার (তৈরি হয়ে গেছে)
৫। বাংলা ডিকশনারি (কাজ চলবে...)
৬। পবিত্র আল-কুরআন (সিফারা, সূরা নাবা- সূরা নাস পর্যন্ত)- (কাজ চলবে)
৭। কম্পিউটার টুইক টুলস (কাজ চলবে)
৮। ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও (কাজ চলছে) (বর্তমানে অভ্র, ও হ্যাকিং এর চলছে)
৯। সাধারণ জ্ঞানের সফটওয়্যার (কাজ চলবে)
*** ১০। সহীহ হাদিস অনুসারে নামাজ শিক্ষা (কাজ চলবে)
১১। সহীহ হাদিস অনুসারে দৈনিক পঠিতব্য দোয়া (কাজ চলবে) ও ইসলামিক আরোও....
১১। ছোট শিশুদের জন্য বর্ণমালা শিক্ষা (তৈরি হয়ে গেছে)
এর মধ্যে দু একটি আমার ব্লগে পাবেন
http://www.mdmamunur.blogspot.com
ইত্যাদি ইত্যাদি..............
আমার জন্য দোয়া করবেন......
আমি মোঃ মামুনুর রশিদ নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য ।
আর পরবর্তী আকর্ষণের অপেক্ষায় রইলাম ।