এবার হোক প্রোগ্রামিং এর হাতেখড়ি, সি প্রোগ্রামিং এর উপর চমৎকার একটি বই নিন, ধারাবাহিক টিউটোরিয়ালের অপেক্ষায় না থেকে শুরু করুন নিজে নিজেই

জানি সবাই ভাল আছ, এবং সবসময় ভালোরই দলে। তো, যারা ভাল আছ কেবলমাত্র তাদেরই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

প্রোগ্রামিং সম্পর্কে কমবেশি জানে সবাই। আর বর্তমানে আইটির উপর দখল রাখতে হলে প্রোগ্রামিং জানার বিকল্প নেই। আর তাই তোমাদের জন্য সি প্রোগ্রামিং এর উপর নিয়ে এলাম চমৎকার একটি বই। লেখক স্যার মুহাম্মদ জাফর ইকবারলের ছাত্র তামিম শাহরিয়ার সুবিন ভাইয়া। বলে রাখি, বইটি cpbook.subeen.com থেকে নেয়া হয়েছে এবং এটি মূলত একটি অনলাইন বই। কিন্তু সবার কাছে সবসময় তো আর নেট কানেকশন থাকে না। তাই তোমাদের কথা চিন্তা করেই বইটাকে পিডিএফ আকারে নিয়ে আসার এই ছোট্ট প্রয়াস।

ডাউনলোড লিংকঃ
http://storage.fusionbd.com/149361

আর হ্যাঁ, সি এর পাশাপাশি যারা পাইথনও জানতে আগ্রহী তারা এটা নিতে পারো (শুধুমাত্র নবীনদের জন্য, অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং না, একদমই ব্যাসিক)। এই পিডিএফটা অবশ্য কতগুলো ওয়েবপেজের পোর্টেবল ফরম্যাট। মূল ওয়েবসাইট এটাঃ hukush-pakush.appspot.com

ডাউনলোড লিংকঃ
http://storage.fusionbd.com/149364

আমি নিশ্চিত বইগুলো তোমাদের কাজে আসবে। সদিচ্ছা থাকলে শুরু করা যেতে পারে এখনই, দিনের পর দিন কোন ব্লগে কোন ধারাবাহিক টিউটোরিয়ালের অপেক্ষায় সময় নষ্ট না করেই।

#বিগিনার লেভেল##আগে শুরুতো করো#

Level 0

আমি Central Cyber Intelligence। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.