ভিজুয়্যাল বেসিকের অনেকগুলা এডিশন আছে। এডিশনগলো হচ্ছে-
প্রিমিয়াম এডিশন।
এক্সপ্রেস এডিশন।
আলটিমেট এডিশন।
প্রফেশনাল এডিশন।
এক্ষেত্রে আমি সাজেস্ট করব এক্সপ্রেস এডিশনটা ডাউনলোড করতে। কারণ এটা মাইক্রোসফটের একটা ফ্রি ভার্সন। এটাতে আপনি প্রয়োজনীয় সকল টুলসই পাবেন।
ভিজুয়্যাল বেসিকের অনেকগুলা ভার্সন আছে। ভার্সনগুলো হচ্ছে (যে ভার্সনগলোতে বর্তমানে প্রোগ্রামিং করতে পারবেন)
১. ভিজুয়্যাল বেসিক ০৬: এটাতে আমি আমার ভিজুয়্যাল বেসিকের প্রথম প্রোগ্রাম তৈরি করি। এটা অপেক্ষাকৃত কম উন্নত এবং এটাতে টুলস কম। এটার সাইজ খুব কম।ডাউনলোড করুন এখান থেকে। যাদের মেগাবাইট কম এবং বড় বড় সাইজের ভার্সন নামাতে পারবেন না তারা এটি ডাউনলোড করতে পারেন। এই প্রোগ্রামটির পোটএবল সাইজ খুব খুবই কম। যা যে কেউ ডাউনলোড করতে পারবে। তবে পোর্টএবলটাতে অনেক ফিয়েচার নেই এবং তেমন মজা পাবেন না। কিন্তু কোড লিখে ঠিকই প্রোগ্রাম রান করতে পারবেন। কিন্তু এটুকু বলতে পারছি না আমার সাথে সবগুলো এপ তৈরি করতে পারবেন কিনা। তবে বেশিরভাগই হবে ইনশাল্লাহ।
২. ভিজুয়্যাল বেসিক ০৮: ভিজুয়্যাল বেসিক ০৬ এর তুলনায় অনেক উন্নত এবং অনেক পরিবর্তন নিয়ে আসে ভিজুয়্যাল বেসিক ০৮ ভার্সন। এটির সাইজ অনেক বড়। ডাউনলোড করুন এখান থেকে। তাই ১০০ এমবির পোর্টএবল ডাউনলোড করতে পারেন। কিন্তু এটুকু বলতে পারছি না আমার সাথে সবগুলো এপ তৈরি করতে পারবেন কিনা। তবে বেশিরভাগই হবে ইনশাল্লাহ।
৩. ভিজুয়্যাল বেসিক ১০: আমি নিজেই ব্যবহার করি এই ভার্সনটি ভিজুয়্যাল বেসিক ০৮ থেকে অপেক্ষাকৃত বেশি উন্নত। এটার সাইজও অনেক বড়। কিন্তু আপনি চাইলেই পারবেন। শুধু একটু সময় দিন। এটা ডাউনলোড করুন এখান থেকে। আপনি এটাতে অনেক কিছুই পাবেন। বলা হয়ে থাকে যে, ভিজুয়্যাল বেসিকের সবচেয়ে স্ট্যান্ডার্ড ভার্সন হল ২০১০. নিচের চিত্র দেখে ডাউনলোড সিলেক্ট অনলাইন ইনস্টল করুন।
ডাউনলোড শেষে ইনস্টল করার পর Microsoft Visual Basic 2010 Express চালু করুন। (এক্ষেত্রে আপনি যে ভার্সন ইনস্টল করেছেন সেটা ওপেন করে দেখুন।) নিচের মত ইউন্ডো পাবেন।
৪. ভিজুয়্যাল বেসিক ১২/১৩: এটি সম্পকর্কএ আর কিচু বলার অপেক্ষা রাখে না। এটি হল সবচেয়ে ল্যাটেস্ট ভার্সন। ডাউনলোড করুন এখান থেকে।
কোর্সএর ধারাবাহিক টিউটরিয়ালের লিস্ট দেখতে এখানে ক্লিক করুন।
সৌজন্যে: বিডি-প্রোগ্রামার। আপনার প্রোগ্রামিং-এর অভিজ্ঞতা এবং সমস্যা জানাতে এই গ্রোপটিতে জয়েন করেতে পারেন। যদি মন চায় তাহলে বিডি-প্রোগ্রামার এর অফিসিয়াল পেইজে একটি লাইক দিতে ভুলবেন না।
যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভাল লাগে তাহলেও কমেন্ট করবেন দয়া করে। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার সব। আপনাদের ফিডব্যাক পেলেই পরবর্তী টিউন করতে আগ্রহ পাই।
আপনারা শুনে খশি হবেন যে, এ পর্যন্ত বিডি-প্রোগ্রামার এ ভিজুয়্যাল বেসিক নিয়ে চারটি টিউটরিয়াল প্রকাশিত হয়ে গেছে। টিউটরিয়ালগুলো আপনি পাবেন বাংলা ও ইংরেজিত উভয় ভাষাতেই। এডভান্সরা বিডি-প্রোগ্রামার এ গিয়ে পরবর্ত-ই টিউটরিয়াল অনুশীলন করতে পারেন। তবে সময় সল্পতা ও ব্যস্ততার করনে সাথে সাথেই টিটিতে প্রকাশ করতে পারছি না। সেজন্য দু:খিত। তবে আস্তে আস্তে সবগুলো টিউটরিয়ালই টিটিতে দেওয়া হবে ইনশাল্লাহ।
আমি ehjewel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
wonderfull…..carry on brother….waiting