এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব
[posts-by-tag tags = "C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ"]
সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি। শুধু মাত্র সাধারন ইউজারদেরকে প্রোগ্রামিং লেনগুয়েজ সম্বন্ধে ধারনা দেওয়ার জন্য আমার এই চেষ্টা।
আজকে আমি সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ডাটা টাইপ সম্পর্কে আলচনা করব।
অনেক প্রকারের ডাটা টাইপ আছে। তার মধ্য প্রধান চারটি হচ্ছেঃ
১. Int data type
২.char data type
৩.float data type
৪. double data type
Int data type বলতে integer quantity(অবিভাজ্য সংখা যেমনঃ ১, ২, ৩ ইত্যাদি) বুঝায়। এর সাইজ ২ বাইট বা ১৬ বিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ -৩২৭৬৮ থেকে +৩২৭৬৭ পর্যন্ত।
char data type বলতে single character( একটি বর্ন যেমন a, b, z, A, N ইত্যাদি) বুঝায়। এর সাইজ ১ বাইট বা ৮ বিট।বিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ -১২৮ থেকে +১২৭ পর্যন্ত।
float data type বলতে floating point number( দশমিক সংখা যেমনঃ ১০.৫, ১.৮, ৫.৬ ইত্যাদি) বুঝায়।এর সাইজ ৪ বাইট বা ৩২ বিটবিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ ৩.৪ e-৩৮ থেকে ৩.৪ e+৩৮ পর্যন্ত।এখানে e দ্বারা exponent বা power বুঝানো হয়।
double data type বলতে Double precition floating point number বুঝায়।এটা float data type এর মতোই তবে সাইজ বিশাল। এর সাইজ ৮ বাইট বা ৬৪ বিট।বিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ ১.৭ e-৩০৮ ১.৭ e+৩০৮পর্যন্ত।
আজকের মত এতটুকুই পরবর্তিতে আপনাদের সামনে সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের কনস্ট্যান্ট এবং প্র্যজনীয় বই ও সফটওয়ার নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
ভাল কাজ। চালিয়ে যান। প্রোগ্রামিং জানতে হলে প্রথমে সি জানা দরকার। কারণ সকল প্রোগ্রামের মাতা হচ্ছে “সি”