C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট-২)

এটি একটি ধারাবাহিক টিউন। পড়ুন, সব গুলো পর্ব
[posts-by-tag tags = "C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ"]

সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি। শুধু মাত্র সাধারন ইউজারদেরকে প্রোগ্রামিং লেনগুয়েজ সম্বন্ধে ধারনা দেওয়ার জন্য আমার এই চেষ্টা।
আজকে আমি সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের ডাটা টাইপ সম্পর্কে আলচনা করব।
অনেক প্রকারের ডাটা টাইপ আছে। তার মধ্য প্রধান চারটি হচ্ছেঃ
১. Int data type
২.char data type
৩.float data type
৪. double data type
Int data type বলতে integer quantity(অবিভাজ্য সংখা যেমনঃ ১, ২, ৩ ইত্যাদি) বুঝায়। এর সাইজ ২ বাইট বা ১৬ বিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ -৩২৭৬৮ থেকে +৩২৭৬৭ পর্যন্ত।
char data type বলতে single character( একটি বর্ন যেমন a, b, z, A, N ইত্যাদি) বুঝায়। এর সাইজ ১ বাইট বা ৮ বিট।বিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ -১২৮ থেকে +১২৭ পর্যন্ত।
float data type বলতে floating point number( দশমিক সংখা যেমনঃ ১০.৫, ১.৮, ৫.৬ ইত্যাদি) বুঝায়।এর সাইজ ৪ বাইট বা ৩২ বিটবিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ ৩.৪ e-৩৮ থেকে ৩.৪ e+৩৮ পর্যন্ত।এখানে e দ্বারা exponent বা power বুঝানো হয়।
double data type বলতে Double precition floating point number বুঝায়।এটা float data type এর মতোই তবে সাইজ বিশাল। এর সাইজ ৮ বাইট বা ৬৪ বিট।বিট(১বাইট=৮বিট)এবং রেঞ্জঃ ১.৭ e-৩০৮ ১.৭ e+৩০৮পর্যন্ত।
আজকের মত এতটুকুই পরবর্তিতে আপনাদের সামনে সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজের কনস্ট্যান্ট এবং প্র্যজনীয় বই ও সফটওয়ার নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ।

এরকম আরো জানতে ক্লিক করুন।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল কাজ। চালিয়ে যান। প্রোগ্রামিং জানতে হলে প্রথমে সি জানা দরকার। কারণ সকল প্রোগ্রামের মাতা হচ্ছে “সি”

I know that.thank you

I know about datatype.thank you for your tune.

প্রশ্নঃ আপনার ১ম পার্ট এর এই টিউন( https://www.techtunes.io/programming/tune-id/24810/ ) দেখছি ১৯ তারিখ প্রকাশিত হয়েছে । ঐ টিউনটি “হারিয়ে যেতে বসা কিছু প্রযুক্তি – পর্ব ১” এবং “সুন্দরী রমণীদের নিয়ে যত চিন্তা” এর মাঝখানে আজ এল কিভাবে ? কারণ আমি ১৯ তারিখ “C প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখুন (পার্ট-১)” নামে কোন টিউন দেখি নি। অথচ আজ দেখি ঐ টিউন নিজে নিজে আবির্ভাব হয়েছে।

আসলে ভাই সি/সি++ এর বেসিক টা ভালো ভাবে না বুঝালে এত টা সহজ মনে হয় না । আশা করি বেসিক টা ভাল ভাবে লিখবেন …………

Level 2

Thanks a lot. I’m eager to learn C language…

Level 0

ধন্যবাদ।

ভাই অনেক আশা নিয়ে পেজ টা দেখলাম। সি নিয়ে আরেকটু লিখতেন।

    জাকির ভাই, সি এর জন্য কী Visual Studio 2010 Ultimate ব্যাবহার করা যাবে? আমি পারছিনা, যে কোনো স্ক্রিপ্ট লিখলে কাজ করেনা, কিন্তু ওইটা কপি করে অন্য কম্পাইলারে লিখলে ঠিকই কাজ করে 🙁

    যাবে। কোড গুলো সি এর লিখলেও .cpp extension দিয়ে দেখুন।

    ধন্যবাদ ভাই, চেষ্টা করে দেখব 😛

    দেখুন, 🙂

Level 0

আমি একটা সমস্যায় পড়েছি ।ভুল করে নেট থেকে একটা বিজ্ঞাপন ড়াউনলোড করেছি।এখন এটা ডিলিট করতে পারছিনা।
ডিলিট করতে গেলে নিচের এই বক্স আসছে,
Error Deleting file or folder
Cannot delete (file name):Access is denied make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
ok

আপানর জানা থাকলে হেল্প করেন প্লিজ।

Level 0

Good tutorial.

vhai ami c programing a akebare NEW..
apnar tunes guli amar jonno onek helpful hobe.
amar 1st Que holo-
রেঞ্জঃ -১২৮ থেকে +১২৭ পর্যন্ত, aitar mane ki ?

Level 0

sanaullah arif vai uni shudhu copy paste martesen .Uni aigular ans dite parben na