এই সিরিজের পূর্বের টিউটোরিয়াল গুলঃ
সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা এবং একই সাথে আবারো শুভেচ্ছা ও স্বাগতম sql টিউটোরিয়ালে। গত পর্বে আমরা sql এর ইন্টেজার ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম দিকে যখন কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখা হয় তখন এসব ডাটা টাইপ সহ আরো কিছু বিষয় ইম্পর্টেন্ট মনে হয় না কিন্তু আসলেই বিষয় গুলো অনেক ইমপর্টেন্ট। আপনি যখন একটি ডাটাবেজের টেবিল তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে ডাটা টাইপ নির্ধারন করে দিতে হবে। ধরুন আপনি একটি টেবিল তৈরি করবেন আর টেবিলের একটি ফিল্ড থাকবে ইমেইল এড্রেস ষ্টোর করার জন্য। আপনি টেবিল তৈরি করার সময় প্রথম ফিল্ডটি ইন্টেজার বলে দিলেন। ফলে আপনি যখন ঐ ফিল্ডে ইমেল এড্রেস ষ্টোর করবেন কিন্তু কোন ইমেইল এড্রেস ষ্টোর হবেনা কারন ইন্টেজার টাইপ ডাটা শুধু মাত্র নাম্বার সাপোর্ট করে কিন্তু রিয়েল অথবা টেক্সট টাইপ ডাটা ষ্টোর করতে পারেনা। তাই ফলাফল “0” দেখাবে। আশা করি ডাটা টাইপ এর প্রয়োজনিয়তা নবীনদের কাছে স্পষ্ট হয়েছে। পরবর্তী পর্বে আমরা যখন টেবিল নিয়ে কাজ করা হবে তখন একই সাথে ডাটা টাইপ এর উদাহরন দেওয়া হবে। ডাটা টাইপের পূর্বের টিউটোরিয়াল পর্বে ইন্টেজার নিয়ে আলোচনা করা হয়েছে। এই পর্বে আরো কিছু ডাটা টাইপ নিয়ে আলোচনা করা হবে।
String Type : টেক্স টাইপ ডাটা ষ্টোর করার জন্য এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। String টাইপ ডাটা ৪ প্রকার। যথা-
Large Storage Type : বড় ধরনের ফাইল অথবা ডকুমেন্ট ষ্টোর করার কাজে Large Storage Type ব্যবহার করা হয়। Large Storage Type ২ প্রকার। -
Date and time Type: Date and time ধরনের ডাটা ষ্টোর করার কাজে ব্যবহার করা হয়। ইহা চার প্রকার।–
Bit Values Type : বাইনারি বিট (0 , 1) টাইপ ডাটা ষ্টোর করার জন্য Bit Values ব্যবহার করা হয়।
BOOLEAN Types : sql এ মূলত বুলিয়েন টাইপ নেই। তবে Boolean Type হিসেবে TinyInteger ব্যবহার করা হয়। সাধারনত True এর জন্য Integer ‘1’ এবং False এর জন্য Integer ‘0’ ব্যবহার করা হয়ে। সবচেয়ে ভাল হয় যদি Bit values Type ব্যবহার করা হয়।
Enumeration Type : বিষেশ কিছু ক্ষত্রে এই Enumeration ব্যবহার করা হয়। যেমনঃ কিছু নির্বাচিত ডাটা সেট করা থকবে ঐ নির্বাচিত ডাটা ছাড়া অন্য কোন ডাটা ষ্টোর করবেনা। উদাহরন হিসেবে বলা যায়। লিঙ্গ (পুরুষ / মহিলা) নির্বাচন করা। একটি বিষয় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি Enumeration ব্যবহার করে থাকনে এবং পূর্বে থেকে সেট করা ডাটা ছাড়া অন্য কোন ডাটা ষ্টোর করার জন্য রিকোয়েষ্ট করেন তাহলে আপনি কোন Error পাবেনা কিন্তু ওয়ার্নিং পাবেন। এতে করে আপনি এই লজিকাল Error ধরতে পারবেনা না। ধরুন আপনি Sex এর টেক্সট বক্স Enumeration করে দিলেন এবং উক্ত sex কলামে নিদিষ্ট ডাটা হিসেবে ‘Male’ এবং ‘Female’ সেট করে দিলেন। এখন কেউ যদি Male / Femail ছড়া অন্য কোন ডাটা ষ্টোর করতে যায় তাহলে কোন ডাটা ষ্টোর হবেনা। Enumeration ২ ভাবে সেট করা যায় – ENUM অথবা SET কী ওয়ার্ড ব্যবহার করে।
উপরক্ত প্রতিটি বিষয়ে আলোচনার সাথে সাথে উহাদরন দেওয়া সম্ভাব ছিল কিন্তু বিবেচনার বিষয় ছিল শুধু মাত্র উপরক্ত বিষয়ে উদাহরন দেওয়া হলে কিছুই বোধগম্য হবেনা বরং বৃথা হবে। তাই পরের পর্ব গুলোতে আমরা যখন টেবিল তৈরি করা নিয়ে আলোচনা করব তখন ডাটা টাইপ নিয়ে কাজ করব এবং বোধগম্য হবে। সামগ্রীক বিষয় গুল বুঝার জন্য আপনাকে অবশ্যই এর সিরিজের বিগিত টিউটোরিয়াল গুল পড়তে হবে।
সবাই ভাল থাকবেন ও সুস্থ থাকবেন এবং টিউটোরিয়ালবিডির সাথে থাকুন।
টিউনটি পূর্বে এখানে প্রকাশিত। টিউনটির মূল লেখক ইমরান। উন্নত মানের হোস্টিং সেবার জন্য টিউটোহোস্ট
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
Helpful tutorial . Thanks for sharing a nice tune 🙂