হেলো ফ্রেন্ড! আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা সবাই । আজকে আমি টেকটউনসে ৩য় পোষ্ট করছি । আজকে আমি বাংলা ভাষার দারুন এক সফটওয়ার অভ্র নিয়ে আলোচনা করছি । অভ্র হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাংলা লেখার নাম্বার ওয়ান কিবোর্ড। এই কিবোর্ড ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে মাউসের রাইট কি চেপে ট্যাব দিন ।
অভ্র কিবোর্ড ৫ এর ব্যবহার নিদেশিকা
বাংলা লেখার সবচেয়ে সহজ পদ্ধতি নিয়ে এসেছে অভ্র মাউস। এর সুবিধা গুলো নিম্নরূপ:
১) এটি একটি সব্য়ংসম্পূর্ণ Onscreen Keyboard। যেসব সফটওয়্যার এর আপনি সাধারণভাবে কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখতে পারেন, তাদের সবটাতেই অভ্র মাউস ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কোন কিবোর্ড লেআউট মুখস্থ করার প্রয়োজন নেই।
আরও অনেক সুবিধা রয়েছে যা আপনারা সফটওয়ার ইন্সটল করার পর কিবোর্ড এর হেল্প বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন বেশ কয়েকটা PDF ফাইল। ওগুলো দেখলেই আপনারা শিখতে পারবেন অভ্র এর শহজ ব্যবহার। আপনারা ভালো থাকবেন এই আশায় শেষ করছি আজকে।
বাই বাই!!
আমি software World। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।