বাংলায় ভিজুয়্যাল বেসিক ৬---Beginner To Advanced
পর্ব ১
প্রোগ্রামঃ
দৈনন্দিন জীবনে অনেক কাজে আমরা কম্পিউটার ব্যবহার করি। কম্পিউটার দ্বারা বিভিন্ন কাজ সম্পন্ন করি। কাজ সম্পন্ন করার জন্য অর্থাৎ কাজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার (প্রোগ্রাম) ব্যবহার করি। যেমনঃ অপারেটিং সিস্টেম (Windows, Mac, Linux), Office। প্রোগ্রাম ছাড়া কোন কাজ সম্পন্ন হয় না। প্রত্যেকটা প্রোগ্রাম নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়ে থাকে। এক প্রোগ্রাম দিয়ে অন্য প্রোগ্রাম এর কাজ করা যায় না। যেমনঃ VLC Player দিয়ে Office Word এর কাজ করা যায় না।
সুতরাং আমরা বলতে পারি, নির্দিষ্ট কাজের জন্য কতগুলো নির্দেশ (Instruction) এর সমষ্টিকে প্রোগ্রাম বলে।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজঃ
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই প্রোগ্রাম কিভাবে তৈরি হয়?
এসব প্রোগ্রাম যেই প্রোগ্রাম দিয়ে তৈরি করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোন সফটওয়্যার (প্রোগ্রাম) তৈরি করা যায়। বলা বাহুল্য, আমরা যে সমস্ত প্রোগ্রাম ব্যবহার করি তা কোন না কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি। বর্তমানে অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেমনঃ
ক) Assembly Programming Language
খ) C Programming Language
গ) C++ Programming Language
ঘ) Basic Programming Language
ঙ) Java Programming Language
চ) Phyton Programming Language
etc.....
এসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি সফটওয়্যার (প্রোগ্রাম) তৈরি করতে পারবেন। এখানে আমরা Basic Programming Language দিয়ে প্রোগ্রাম তৈরি শিখব।
BASIC এর পূর্ণ রূপ হলঃ Beginner Allpurpose Symbolic Instruction Code
BASIC হল সহজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর দ্বারা সহজে প্রোগ্রাম তৈরি করা যায়। এখানে আমরা Microsoft Visual Basic 6 দিয়ে প্রোগ্রাম তৈরি করব।
আজ এখানেই সমাপ্তি, ২য় পর্বে আমরা ভিজুয়্যাল বেসিক ইন্সটেলেশন নিয়ে আলোচনা করব।
................................................
এখানে আমি আমার কাজ, জ্ঞান ও অভিজ্ঞতা ধারাবাহিক ভাবে শেয়ার করব। যাতে সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ব্যপারে অন্তত কিছুটা ধারনা জানুক।
(পোস্ট টিতে যদি কোন ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন)
আমি রহিম উদ্দিন বাবু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
It’s totaly unnecessary to learn visual basic 6 for begineer at present time.