ফারেনহাইট স্কেলে তাপমাত্রা গ্রহন করে সেন্টিগ্রেড স্কেলে রুপান্তর

টার্বো সি/সি++ ব্যাপকভাবে জনপ্রিয় একটি সি কম্পাইলার। সাধারনত C ড্রাইভ Turbo C লোড করা হয়।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে C++ব্যাবহার করে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা গ্রহন করে সেন্টিগ্রেড স্কেলে রুপান্তর করতে হয়।

প্রথমে Turbo C++ ওপেন করুন। তারপর নিচে দেওয়া লেখাগুলু সেখানে লেখুন বা Copy করে Paste করুন।
#include <stdio.h>
void main () {
float C, F;
printf ("Enter temparature in farenheit :");
scanf ("%f", &F);
C= 5*(F-32) /9;
printf ("The temparature in Celcius is : %.2f", C);
}

এবার run করার জন্য CTRLওF9 একসাথে চাপুন।

Output:

Enter temparature in Farenheit : 104

The temparature in Celcius is : 40.00

ব্যাখ্যাঃ

* প্রোগ্রামে কীবোর্ড থেখে সংখ্যামান ইনপুট করার জন্য scanf() ফাংশন ব্যবহৃত হয়েছে।

* এখানে সূত্র ব্যবহার করা হয়েছে, C=5*(F-32)/9, যা ফারেনহাইট তাপমাত্রাকে সেন্ট্রিগ্রেড তাপমাত্রায়                        রুপান্তর করে।

* ফলাফল প্রদর্শনের জন্য printf() ফাংশন ব্যবহৃত হয়েছে।

* যেহেতু সেন্ট্রিগ্রেড স্কেলে রুপান্তরিত ফলাফল ফ্লোয়েট ( দশমিক পর দুই ঘর পর্যন্ত সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ)
হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %.2f  ব্যবহৃত হয়েছে।

Level 0

আমি Mutaher Ahmed Shakil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস