প্রথমে টেকটিউনস ইউজারদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভাল আছি। এটি আমার ২য় পোষ্ট। পোষ্টটির টাইটেল দেখে আংশিক বুঝতে পারছেন যে, কি রকম পোষ্ট হবে? বিস্তারিত আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যে সফটওয়্যার সম্পর্কে আপনারা পরিচিত হতে যাচ্ছেন সে সফটওয়্যারের নাম হচ্ছে, “স্মার্ট ইনস্টাল মেকার (Smart Install Maker)” সংক্ষেপে একে বলে “সিম (SIM)”। সফটওয়্যারটি তেমন বড় না একদম ছোট। এটি দিয়ে আপনি যে কোন জিনিস, যেমন ভিডিও, কোন সফটওয়্যার, অডিও ইত্যাদি ইত্যাদি সব জিনিস এর সেটআপ ফাইল তৈরী করতে পারবেন। সফটওয়্যারটি ব্যবহার খুব সহজ। টিউটোরিয়াল লাগবে না এমনি আপনি বুঝে যাবেন। তবে যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে এটার পূর্ণ টিউটোরিয়াল ৫ ঘন্টা পরেই ইনশাহআল্লাহ পোষ্ট করে দিব। তবে আগে অবশ্যই নিজে নিজে চেষ্টা করে দেখবেন। কেননা কারও কাছ থেকে শিখে নেওয়ার চেয়ে নিজে নিজে কোন জিনিস করলে সেটা আর কখনোই ভূলবেন না। তারপরও কোন না কোন মাধ্যম লাগে। আর সেজন্য তো আমি আছি।
“Smart Install Maker” দিয়ে তৈরী করা ফাইল কি রকম হবে? তা দেখার জন্য নিচে ডেমো হিসাবেও একটি গুরুত্বপূর্ণ জিনিসের ডাউনলোড লিঙ্ক দিচ্ছি এটি ডাউনলোড করে নিন। অবশ্যই এটি ডাউনলোড করেন তাছাড়া “Smart Install Maker” প্রোগ্রাম তৈরী করার সময় বুঝতে সমস্যা হবে।
ভাইরাসের সোর্স কোড বা “Smart Install Maker” এর ডেমো ফাইল ডাউনলোড করতে এই লেখাতে একটি ক্লিক দেন। ডাউনলোড লিঙ্ক ১। মিডিয়াফায়ার
ভাইরাসের সোর্স কোড বা “Smart Install Maker” এর ডেমো ফাইল ডাউনলোড করতে এই লেখাতে একটি ক্লিক দেন। ডাউনলোড লিঙ্ক 2। ঢ্রববক্স
ও হ্যাঁ, আমি আপনাদের যা ডেমো হিসাবে দিলাম সেটাতে আপনি কি পাবেন? এটাতো বলিনি। এটি বিভিন্ন ওয়েব সাইট থেকে কালেক্ট করা কিছু ভাইরাস এর সোর্স কোড। এটি “Smart Install Maker” দিয়ে তৈরী করা হয়েছে। এটি নামানোর পর সেটআপ দেওয়ার সময় আপনি অনেক কিছু বুঝতে পারবেন। চোখের সামনে কত সফটওয়্যারের নাম ভাসবে। তখন মনে হবে “Smart Install Maker” দিয়েই এগুলো তৈরী করা হয়। আসলেই তাই “Smart Install Maker” দিয়ে সহজে খুব সুন্দর করে ইন্সটাল প্রোগ্রাম তৈরী করা যায়। যাহোক যে সোর্স কোড গুলো দেয়া হয়েছে এগুলো অনেক শক্তিশালী। কিছু হয়তো আপনাদের কাছে আগে থেকেই আছে আবার কিছু নতুন মনে হবে।
আরো একটি কথা, এই ভাইরাসের সোর্স কোড দিয়ে কখনো কারও ক্ষতি করা বা করার চেষ্টা করবেন না। এগুলো আমি দিলাম শেখার জন্য। আমি একটি লেখা অনেক আগে পড়েছিলাম, কোথায় পড়েছিলাম সেটা আমার মনে নাই। কথাটি হল “কেউ যদি বিনা অপরাধে কারও ক্ষতি করে তাহলে সে নিশ্চিত থাকুক এই ভেবে তার সমপরিমান ক্ষতি করার জন্য সয়ং আল্লাহ তায়ালা অন্যকে সেট করে রেখেছে”। ভাই আমি নিজেই পরিক্ষীত। তারপরও যদি কেউ করেন তাহলে নিজ দায়িত্বে করবেন। এই জন্য আমাকে বা টেকটিউনস -কে কোন ভাবেই দায়ী করা যাবে না।
এতক্ষণ মনে হয় ডাউনলোড হয়ে গেছে। কারণ ১ MB এর প্রোগ্রাম আর কতক্ষণ লাগবে ডাউনলোড করতে। ডাউনলোড যদি না করেন, তাহলে আর নিচে যাবেন না। আগে ডাউনলোড শেষ করে ইন্সটাল দেন। ইন্সটাল পাসওয়ার্ড ভিতরেই দেয়া আছে।
আমি এখন ধরে নিচ্ছি আপনার ইন্সটাল দেওয়া শেষ। এখন আপনি মনে হয় ভালো ভাবেই বুঝতে পারছেন যে “Smart Install Maker” এর কাজ কত দামী। নিজেরও এই রকম করার ইচ্ছা আপনার অবশ্যই হয়ছে। তো চিন্তার কোন কারণ নাই। আমি “Smart Install Maker” এর ডাউনলোড লিঙ্ক এবং সিরিয়ালের লিঙ্ক নিচে দিলাম ডাউনলোড করে নেন।
“Smart Install Maker” ডাউন লোড করতে ক্লিক করুন এই লেখার উপরে। সাইজ: ১.৫৩ এম.বি
“Smart Install Maker” এর সিরিয়াল ডাউনলোড করতে এই খানে।
ডাউনলোড শেষ হলে সফটওয়্যারটি রান করে উইস করুন। আজকের মত এখানে শেষ করছি। কোন সমস্যা হলে বলেন। তেমন ভাল লিখতেও পারি না। কি যে করি? আসলে আমি ভাল করেই টিউন করেছিলাম কিন্তু লোডশেডিং হওয়াতে মাথায় বাঁশ। পরে আবার মাইক্রোসফট অফিসে লেখলাম কিন্তু টেকটিউনে পেষ্ট করে সাজাই তো হয় আবার এলোমেলো হয়ে যাচ্ছে। শেষমেষ একদম টিউটোরিয়াল কেটে পোষ্ট করলাম। যদি আপনাদের দরকার মনে হয় তাহলে, প্রথমেই বলে দিয়েছি। তারপরও কেমন হলো, কোন সমস্যা হলো কিনা বলেন।
আমি Black Panther। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Vai please ekta purnango tutorial lekhen. pls pls