“বিসমিল্লাহির রহমানির রাহিম”
সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের কাছে কিছু ডস্, শর্টকাটস এবং রান কমেন্টের কালেকসন শেয়ার করব। আমাদের কম্পিউটার জীবন ধীরে ধীরে ব্যস্ত থেকে ব্যস্ততর হয়ে যাচ্ছে। তাই আমরা সবসময়ই চেষ্টা করি কিভাবে কম্পিউটারের কাজ দ্রুত করে এবং একটু খানি সময় বাঁচানো যায়। তাই বিজি লাইফকে ইজি করতে ডস্, শর্টকাটস এবং রান কমেন্টের জুড়ি নেই। এছাড়া সিমটেমের লুকানো বা বেড় করা কঠিন অথবা গোপনীয় সফটওয়্যার গুলো ডস্, শর্টকাটস এবং রান কমেন্টের মাধ্যমে বেড় করা যায়। বিভিন্ন প্রকার প্রোগ্রামিং কাজ করতেও মাঝে মাঝে এগুলোর প্রয়োজন পড়ে।
সময় সল্পতার কারনে টিউনটি সংক্ষিপ্ত করলাম।
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর কাজে লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের
--- মাইক্রোহ্যাকার আলমাস
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
বিদ্রঃ টিউনটিতে কোন সমস্যা থাকলে তা আগামী কাল হালনাগাত করা হবে।