ওয়েব প্রোগ্রামিং শিখিয়েই ছাড়ব…।। ( html part 1 )

নতুনদের (যারা ওয়েব প্রোগ্রামিং এ আগ্রহি) তাদের তো প্রোগ্রামিং শিখিয়েই ছারবো ...............

এটা শুধু শুরুর পোস্ট তাই বেশি কিছু লিখবো না শুধু পরিচিতি টা দিব যে কি কি থাকবে আমার এই চেইন টিউন এ ।

আশা করি সাথে থাকবেন বিশেষ করে নতুনরা ।

আমার এই টিউন এ থাকবে

  • HTML(XHTML)
  • JOOMLA
  • WORDPRESS
  • হালকা পাতলা PHP  :mrgreen:
  • হালকা পাতলা javascript  😆
  • সবশেষে থাকবে domain/hosting (আরে চিন্তা করেন কেন ফ্রী ফ্রী ফ্রী)
=========================  H T M L ===========================
html এর পূর্ণরূপ হল Hyper Text Markup Language. ওয়েব ডিজাইন / প্রোগ্রামিং শিখারা জন্য সবাইকে অবশ্যই html জানতে হবে । আপনি html ছাড়া php তে গেছেন মানে আপনি সুইমিং পুল থেকে কুয়ো তে গেছেন ।
html শুরু হয় এই ট্যাগ টা দিএ
<html>
আর শেষ হয় এইটা দিয়ে
</html>
আর বলে রাখি যে ট্যাগই হোক না কেন শুরু হবে <tag name here>আর শেষ হবে </tag name here>
আর সব কিছু থাকবে
body tag এর মধ্যে ......
সর্ব প্রথম ১৯৯০ সালে টিম বারনার্স লি এই কোড টা ব্যাবহার করেন । এবং পরে ১৯৯১ সালে তিনি ১৮ element এর সাথে এই প্রগ্রামিন ভাষা টি প্রকাশ করেন ।(এখন আবার বইলেন যে ''টিম বারনার্স লি'' কে !!! 😆
এখন চলুন পরিচিত হই এইচটিএমএল এর কিছু গুরুত্বপূর্ণ tag এর সাথে
  • <!DOCTYPE HTML>
  • <html> ending </html>
  • <head> ending </head>
  • <title> ending </title>
  • <body> ending </body>
  • <h1> ending </h1>
  • <h2> ending </h2>
  • <h3> ending </h3>
  • <p> ending </p>
  • <div> ending </div>
  • <a > ending </a<
  • <br> ending </br>
  • <img> ending  </img>
  • <ul> ending </ul>
  • <li> ending </li>
আমার এইচটিএমএল টিউটোরিয়াল এ মুলত আমি এই tag গুলা নিয়েই আলোচনা করব ।
আমার tune করতে মাঝে মাঝে বেশি সময় লাগলে মনে কিছু নিয়েন না ( মনে মনে গালা গালি দিয়েন না আবার 😈  ) স্কুল এ পরি তো তাছারা সামনে jsc পরিক্ষা চাপ একটু বেশি । আমি ২ বছর আগে থেকে (ক্লাস ৬ থেকে ) ওয়েব প্রোগ্রামিং শিখতাছি
আশা করি আমার tune গুলা ভাল লাগবে  ,  এবং সাথে থাকবেন ।
আজকে এই পর্যন্তই । খোদা হাফেজ ......
সমস্যা অথবা মতামতের জন্য TT তে comment box তো আছেই ......।।

Level 0

আমি আমি কে !!!। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই শিখেই ছাড়ব যদি চালিয়ে যান

    @j0k3r: আবশ্যই . . . . . .কেন নয় . . . . .TUNE এ একটু দেরী হলে দয়া করে ধৈর্য ধইরেন . . . . .

Thank You Vi…