জাভা প্রোগ্রামিং লেনগুয়েজ হাতেখড়ি – অষ্টম পর্ব

Java JDK5/6 সঠিক ভাবে ইন্সটলেসন হয়েছে কিনা বা Java কাজ করছে কিনা এর স্ক্রীনশট:

ডস প্রমোপটে গিয়ে টাইপ করুন javac অত:পর দেখুন আউটপুট কি আসে..

javac

যদি নিম্নের স্ক্রীনশটটির মত আসে তাহলে বুঝতে হবে জাভা ইন্সটলেসন সঠিক হয়নি। এর কারন হল এখানে   Java JDK এর পাথ সেট করা নাই তাই এই ম্যাসেজটি দেখাচ্ছে। এখন আমরা জাভার পাথ সেট করবো

javac2

নিম্নে লক্ষ্য করুন জাভা কোথায় ইনস্টল হয়েছে C:\Program Files\Java

javac4ক্

এখানে jdk এর ফোলডারটি লক্ষ্য করুন  C:\Program Files\Java\jdk1.6.0_18

javac4

এই jdk1.6.0_18 ফোল্ডারটির অভ্যন্তরের ফাইলগুলো লক্ষ্য করুন

javac5

এখান bin নামের যে ফোল্ডারটি দেখা যাচ্ছে এর অভ্যন্তরের জাভার কম্পাইলিং এর জন্য ব্যবহারকৃত ইএক্সজি ফাইলসমূহ

javac6

Java JDK PATH সেটিং এর জন্য My computer>Property> Advance>  Environment Variables এ ক্লিক করুন

env

javac3

User variables for Administrator এর New তে ক্রিক করুন এবং নিম্নে প্রদশীত স্ক্রীনশটের মত  Variable name: PATH  Variable value: C:\Program Files\Java\jdk1.6.0_18\bin; আপনার পিসির Java JDK এর সোর্স পাথ দেখান।

javac7

উপরোক্ত স্ক্রীন শটে খুব সতর্কতার সহিত লক্ষ্য করুন Variable name: PATH  Variable value: C:\Program Files\Java\jdk1.6.0_18\bin;  এর শেষে ; (সেমিকোলন) দেয়া হয়েছে এটা যেন কোনক্রমে বাদ  না পড়ে যায় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

OK করুন আবার  OK  করুন এবং পিসি রিস্টার্ট করুন

PC অন হয়ার পর ডস প্রমোপটে যান এবং টাইপ করুন javac এবং এন্টার করুন, এন্টার করার পর যদি নিম্নের স্ক্রীনশটটির মত আউটপুট আসে তাহলে বুঝতে হবে ava JDK5/6 সঠিক ভাবে ইন্সটলেসন হয়েছে।

javac8

Java JDK5/6 সঠিক ভাবে ইন্সটলেসন শেষ হয়েছে এবার আমরা একটি java editor সিলেক্ট করবো যা দ্বারা খুব সহজে আমরা java এডিট , কম্পাইল করতে পারবো।

চলবে........


Level 3

আমি মোহাম্মদ ইয়াকুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 16 টিউনারকে ফলো করি।

ICT Specialist & IT Business Entrepreneurship, Course Curriculum expert, eLearning, Education & Industry Partnership expert. Expertise in Cyber Security, Cloud Computing, AI, Big Data, RFID, Technology Project Management, Change management, leadership & the development of comprehensive large scale eHealth programs. Former Asset Professor in University of Kuala Lumpur, Kuala Lumpur,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই প্রথমেই আমি আপনার অনুমতি নিয়েছিলাম লেখা সেভ করতে পারব কিনা?আপনার সম্মতির জন্য ধ্যনবাদ।১এর পর ২ পর্ব আমি দেখতে পাচ্ছি না।

Level New

ধন্যবাদ কিন্তু ৪র্থ পর্ব নেই,ভাই।