বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমার এই টিউনটি তাদের জন্য যারা আমার মত প্রোগ্রামিং এর কিছুই যানেন না। আর এই কারণেই শিরোনাম দিলাম, ''cmd /batch প্রোগ্রামিং এর ব্যাসিক শিখুন''। যাই হোক আজ আমি আপনাদের ব্যাচ প্রোগ্রামিং এর একেবারেই ব্যসিক কিছু শেখাব ইনশায়াল্লাহ। তবে যারা এ বিষয়ে অনেক জানেন। তাদেরকে বলছি আমার কিছু ভূল হলে সংশোধন করে দেবেন প্লিজ। কারণ আমি এ বিষয়ে খুবই কম জানি।
প্রথমে বলি ব্যাচ প্রোগ্রামি কি, এটার সঠিক সংজ্ঞা আমার জানা নেই। তবে আমি যতটুকু যানি, ব্যাচ প্রোগ্রাম এমন একটি প্রোগ্রাম যেটার দিয়ে আপনি কমান্ড প্রোমট এর সাহায্যে কিছু ছোট/বড় কমান্ড দিতে পারেন। তবে এটার মূল বিষয় হলো এটা তৈরি করার জন্য বিশেষ বিশেষ কিছু ল্যাংঙ্গুয়েজ আছে। প্রথমে আমাদের সেটাই জানতে হবে।
লেখার কাজ শেষ এখন আপনি এটাকে basics of CMD & Batch.bat নামে সেভ করুন। (file থেকে save as এ যান, basics of CMD & Batch টাইপ করুন, save as file অপশনে all files করে দিন)। এখন দেখুন ডেক্সটপে basics of CMD & Batch.bat নামে একটা ব্যাচ ফাইল তৈরি হয়েছে। এটাই আপনার প্রোগ্রাম। বিসমিল্লাহ বলে রান করুন।
সবাইকে ধন্যবাদ, কেমন হলো কমেন্টস করবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে এবিষয়ে আমি আরো কিছু শিখতে পারি এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি।
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
এখন থেকে আমি ও শিখব……………………………………………………।
আপনার কি ইহাহু আইডি আছে
বাংলা ডিকশনারি কি পাইছেন আমার কাছে ভাল ১টা আছে।