প্রোগ্রামিং ইন সি লার্নিং কনটেস্ট এর উদ্বোধনী পর্বে আমি অসীম কুমার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বকে আমরা প্রস্তুতি পর্ব হিসেবে আমরা বিবেচনা করতে পারি, যেখানে আমরা প্রোগ্রামিং ইন সি লার্নিং কনটেস্টের পদক্ষেপ সমূহ এবং প্রোগ্রামিং ইন সি শেখার এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার হিসেবে CodeBlocks সংগ্রহের পদ্ধতি সম্পর্কে জেনেছি। আজকে আমরা সফটওয়্যারটি ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখার মাধ্যমে প্রোগ্রামিং ইন সি লার্নিং কনটেস্ট এর শুভ উদ্বোধন করব। তাহলে আসেন শুভকাজে আর কালবিলম্ব না করে কাজটা শুরু করা যাক।
CodeBlocks ইন্সটলেশন
CodeBlocks ইন্সটল পদ্ধতি অন্যান্য সাধারণ সফটওয়ার সমূহের মতই। এবং ওপেন সোর্স হওয়াতে লাইসেন্স নিয়ে চিন্তা করারও কোন কারণ নেই। আমার বিশ্বাস সবাই খুব সহজেই CodeBlocks ইন্সটল করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে CodeBlocks সফটওয়্যারটি সংগ্রহ করার লিংটি আরো একবার দিয়ে দিলাম। আর সমস্যা হলে মন্তব্যের মাধ্যমে জানাবেন।
প্রোগ্রাম লেখার পদ্ধতি
আপনারা যদি সঠিকভাবে CodeBlocks ইন্সটল করে থাকেন তাহলে নিচের ছবির মত একটা সুন্দরওয়ার্কস্পেস পাবেন।
এখন আমাদের কাজ হচ্ছে আমরা সি দিয়ে যে সকল প্রোগ্রাম রচনা করব তার জন্য আমাদের কম্পিউটারের কোন একটি ড্রাইভে নির্দিষ্ট একটা ফোল্ডার তৈরি করা। আমরা এ জন্য D ড্রাইভের মধ্যে c_program নামে একটা ফোল্ডার তৈরি করে নেই। অন্য কোন ড্রাইভেও করা যেতে পারে। c ড্রাইভে করলে যখন অপারেটিং সিস্টেম পরিবর্তন করা হবে তখন অবশ্যই c_program ফাইলটি অন্যকোন ড্রাইফে সরিয়ে নিতে হবে না হলে সকল প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে।
এখন CodeBlocks প্রোগ্রাম লেখার সহজ পদ্ধতি হচ্ছে
File মেনু থেকে New এবং এখান থেকে Empty file এ ক্লিক করা, তাহলে একটা কোড এডিটর আসবে।
এখন ফাইলটিকে save করতে হবে। এজন্য File মেনু থেকে Save file as… এ ক্লিক করতে হবে, তাহলে নিচের ছবির মত একটা উইন্ডো আসবে।
এখানে File name ফিল্ডে first.c এর অনুরূপ কোন একটা নাম দিতে হবে।অবশ্যই এক্সটেনশন .c দিতে হবে।
এখন কোড এডিটরে নিচের কোডটুকু লেখতে হবে।
#include <stdio.h>
int main()
{
printf("Welcome to opening ceremony of programming in C learning contest!");
return 0;
}
এর পর Build মেনু থেকে Build এ ক্লিক করে প্রোগ্রাম বিল্ড করার পর Build মেনু থেকে Run এ ক্লিক করলে নিচের স্ক্রিনের মত Welcome to opening ceremony of programming in C learning contest!"); লেখাটি প্রদর্শিত হবে।
………………………………………………………………………………..
জ্ঞন বিজ্ঞানের সংস্পর্শে আলোকিত একটা সুন্দর সমৃদ্ধ পৃথিবীর প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল ।
পোস্টটির মূল লেখক টিউটোহোস্ট টিম সদস্য অসিম কুমার
পোস্টটি ইতোপূর্বে এখানে প্রকাশিত
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
nice post many thanks vai
ami aponar shata contact korta chay.
amar skype id:abdurrahman1010