ভিজুয়্যাল বেসিক কি ও কেন শিখবেন ভিজুয়্যাল বেসিক (ভিজুয়্যাল বেসিক টিউটরিয়াল ১)

আমি আজ যে বিষয় টা নিয়ে টিউন করবো তা হল ভিজুয়াল বেসিক । প্রোগ্রামিং নিয়ে টেকটিউন্স এ তেমন বেশি টিউন হয় নি । তাই আমি সাহস করে ভিজুয়াল বেসিক নিয়ে পর্ব (১৫ পর্ব)আকারে টিউন করার চিন্তা করলাম ও ইতি মধ্যে প্রায় ৫ পর্বের মত লিখে ফেলেছি। তবে আমি বলে রাখতে চাই যে ভিজুয়াল বেসিক নিয়ে আমার কোন প্রাষ্ঠানিক শিক্ষা নেই , আমি বিভিন্ন ওয়েব সাইট ঘেটে ও ভিডিও টিউটরিয়াল দেখে ভিজুয়াল বেসিক শিখেছি , তাই কোন প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ভিজুয়াল বেসিক

ভিজুয়াল বেসিক কি :

Visual অর্থ দৃশ্যমান এবং Basic অর্থ মৌ্লিক । অর্থ্যাৎ প্রোগ্রামের কোডের ধরন । ভিজুয়াল বেসিক (যাকে আমরা সংক্ষেপে ভিবি বা vb বলে থাকি ) একটি তৃতীয় প্রজন্মের ঘটনা চালিত  প্রোগ্রামিং ভাষা এবং মাইক্রোসফটের "কম" বা কম্পোনেন্ট অবজেক্ট মডেল  এর আইডিই (IDE - integrated development environment)। মাইক্রোসফট এই ভাষাকে বাজারে আনে পুরাতন বেসিক ভাষার উন্নত সংষ্করন হিসেবে। দৃশ্যমান বা গ্রাফিকাল বৈশিষ্ট্য এবং বেসিক ভাষার উত্তরাধিকার ভিবিকে তুলনামূলকভাবে সহজ়ে আয়ত্ত এবং ব্যবহার করার সুবিধা প্রদান করেছে । বর্তমানে এই ভাষাটি ভিজুয়াল বেসিক ডট নেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আর জানতে ভিজিট দিস লিঙ্ক

বেসিক ভিবি জিইউআই - গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (G UI-graphical user interface) বা ব্যবহারকারীর জন্য দৃশ্যমান ব্যবহার ব্যবস্থার র‌্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা র‌্যাড অ্যাপ্লিকেশন চালু করেছে। আর এই গ্রাফিকাল ইউজার ইন্টারফেসই হল ভিজুয়াল বেসিক ।

Visual Basic Bd

Visual Basic 2008 Express Edition

কেন ভিজুয়াল বেসিক শিখবেন :

ভিজুয়াল বেসিক কেন শিখবেন এটা একটা প্রশ্ন । আপনাদের যাদের প্রাগ্রামিং এর নেশা আছে তাদের জন্য ভিজুয়াল বেসিক ।

  • ভিজুয়াল বেসিক খুবেই সহজ ।
  • ভিজুয়াল বেসিক এ আছে কিওয়ার্ড , ফাংশন এবং এস্টেট্মেন্ট যা অধিংশই গ্রাফিকাল ইউজার ইন্টারফেস (GUI-graphical user interface)
  • মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশ্ন সহজেই তৈরি করা যায়।
  • অ্যাকটিভ এক্স কোন্ট্রল তৈরি সহজ ।
  • বিভিন্ন গ্রাফিক্স ফাইল নিয়ে কাজ করা যায় ।
  • .exe (অর্থ্যাৎ Executable file ) file এ অ্যাপ্লিকেশন সংরক্ষন করা সম্ভব ।
  • এ সবচেয়ে বড় যে গুন এটার সাহায্যে Front End হিসাবে পরিচিত MS Acce8s x MS SQL ডাটা বেস এ্যাক্সেস করা যায় ।

এছাড়াও ডেটা অ্যাকসেস অবজেক্ট, রিমোট ডেটা অবজেক্ট ইত্যাদির মাধ্যমে ডেটাবেজে কাজ করার এবং অ্যাকটিভএক্স (ActiveX) নিয়ন্ত্রক ও অবজেক্ট তৈরী করার সুবিধা দিয়েছে।

আজ এ পযন্ত , আর  ভিজুয়াল বেসিক সম্পর্কে আপনাদের শেখার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবে  , তাহলে আমি আমার পরের লেখা গুলো নিয়ে ও ভিডিও টিউটরিয়াল সহ টিউন করব।

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শিখার ইচ্ছা আছে। আপনি চালিয়ে যান।

Thanks for This tune.
Kindly amaka ki Software ta diben?

ধন্যবাদ, সুন্দর একটা টেঊন্স করার জন্য। আশা করি ধারাবাহিক ভাবে চালিয়ে যাবেন।

Level 0

আরো জানতে চাই। আপত্তি না থাকলে আমার ব্যক্তিগত ব্লগ এ আপনার টিউন হিসেবে সংরক্ষণ করে রাখতে চাই।

    অবশ্যি আর জানাবো । সংরক্ষণ এর ব্যপারে আমার কোন আপত্তি নেই , তবে সুত্র হিসাবে অবশ্যই techtunes এর লিঙ্ক টা দিবেন । আপনাকে ধন্যবাদ ।

Level 0

ধন্যবাদ।

ধন্যবাদ TechPark ভাই আপনার মুল্যবান মন্তব্যেরজন্য ।

ধারাবাহিক ভাবে চালিয়ে যান।
১৫ পর্বেই কি ভিজুয়্যাল বেসিক শেখা সম্ভব?

    ধন্যবাদ এম ইয়াকুব ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য ,কোন জিনিস ত আর এত সহজে শিখা যায় না , আমি ১৫ পর্বে শুধু ভিজুয়্যাল বেসিক পরিচিতি (ভিডিও টিউটরিয়াল সহ সংগে কয় এক টি প্রজেক্ট ও আছে) তুলে ধরার চেস্টা করেছি ।

ওয়েল ডান।

ধন্যবাদ ভিজুয়্যাল বেসিক নিয়ে নিয়মিত লেখার ইচ্ছা পোষনের জন্য। চালিয়ে যান আশাকরছি নতুন কিছু শিখতে পারবো।

Level 0

ধন্যবাদ…….চালিয়ে জান……..

আমিও শিখতে চাই। চালিয়ে যান। নিয়মিত সাথে আছি।

ভাই আজ কিছু দিবেন না? ধন্যবাদ

Level New

প্রশংসনিয় উদ্যেগ

Level 0

Plz Continue this tune.
I am very much interested.
and mail me for online help.

[email protected]

Level 0

আমি অনেকদিন থেকে এটা জনতে চেয়েছিলাম । আজ জনতে পেরে ভাল লাগছে ভাই। ধন্যবাদ ফাহিম ভাই

ভিজুয়্যাল বেসিক সম্পর্কে জানার শুরু হল…