ঘরে ঘরে ভাল মানে পিএইচপি ডেভলপার গড়ে উঠার লক্ষেই আমরা কাজ করতেছি...আর প্রোগ্রামিং হয়ে উঠুক সবার বন্ধু...প্রোগ্রামিং হয়ে উঠুক সবার ভাষা...সবাই মনে করে পিএইচপি অনেক কঠিন একটি প্রোগ্রামিং ,আসলে এটি ঠিক কথা নই.[ আসলে মানুষের তৈরি কোন জিনিস ই কঠিন না ]..সঠিক ও ভাল গাইড লাইন পেলেই পিএইচপি শেখা সম্ভব....কোড হয়ে উঠুক আমাদের সবার বন্ধু.......তাই আসুন আমাদের এই মহান উদ্দ্যেগ এ আপনিও আমাদের সাথে যুক্ত হউন...
যেভাবে এই পৃথিবীর প্রথম আনকমন ও বড় মাপের বাংলা পি এই পি ইবুক লিখতে আমাদের সহযোগীতা করবেন .....
Step 1
http://www.w3schools.com/php/default.asp প্রথমে এই সাইট থেকে পিএইচপি শেখা শুরু করেন...
Step 2
https://www.techtunes.io/chain-tunes/lets-learn-php-step-by-step
https://www.techtunes.io/chain-tunes/php-coaching
এই খান থেকে বাংলা টাও পড়ুন...
Step 3
http://www.webcoachbd.com/php-basic
http://www.webcoachbd.com/advanced-php এখান কার লেখা গুলোন ও পড়া শুরু করেন...
Step 4
http://www.techspate.com/series/php-tutorial/ এখান কার লেখা গুলোন ও পড়া শুরু করেন...
Step 5
http://it-ebooks.info/tag/php/ এখান কার ইবুক গুলোও ডাউনলোড করে পড়া শুরু করেন...
Step 6
http://www.mediafire.com/?p0a1ch2zj9hbno6 এই বুকটিও ডাউনলোড করে পড়ুন..
Step 7
http://cdn.gooyait.com/uploads/php.pdf এটা ডাউনলোড করেন.. পড়া শুরু করেন...
==============================
Step 8
প্রতিদিন যে বুক বা সাইট এর বেসিক থেকে পড়বেন,সেখানে যদি কোন প্রশ্ন থাকে...সেটা একটা নোট প্যাড বা এমএসওয়ার্ড এ প্রশ্ন টা নাম্বার দিয়ে সেভ করে রাখুন...১.২.৩ এই ভাবে...
প্রশ্ন টা যে সাইট বা ইবুক থেকে করেছেন,সেটা প্রশ্নের পাশে লিখে রাখবেন..যেমন :
১.ভেরিয়েবল কি..? ভেরিয়েবল কিভাবে কাজ করে...? ভেরিয়েবল কি নিজে নিজে ক্রিয়েট করা যায়...? ( প্রশ্ন ভুল হোক আর সঠিক হোক,প্রশ্ন করতে বাধা নাই....:) )
{ প্রশ্ন করা হয়েছে http://cdn.gooyait.com/uploads/php.pdf এই বই থেকে ) প্রশ্ন এর তারিখ :
Step 9
২.সর্বনিম্ন ৫০০ টা প্রশ্ন করতে হবে আর সর্বোচ্চ যত খুশি করতে পারেন......প্রশ্ন করে এমএসওয়ার্ড এ সেভ করে রাখবেন ১ নং অনুযায়ি....
Step 10
৩.আপনার টোটাল প্রশ্ন করা শেষ হলে গ্রুপ এর মেইল : [email protected] এর ঠিকানায় পাঠাবেন....[ বার বার প্রশ্ন পাঠাতে পারবেন,তবে একটা সময় এর মধ্যে..এই ব্যাপারে যে কোন প্রশ্ন থাকলে আমাদের গ্রুপ এ পশ্ন করতে পারেন.]
বিষয় : পিএইচপি বাংলা ইবুক প্রযেক্ট ( আমার প্রশ্ন )
নাম :
ঠিকানা :
ফেসবুক আইডি :
মোবাইল নাম্বার :
{ এই গুলোন দিয়ে আমাদের কাছে এমএসওয়ার্ড এ আপনার প্রশ্ন এর ফাইল টা পাঠাবেন }
Step ১০ টিই শেষ.....
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
====================================
আসুন এই অবদানে আমরা সবাই একসাথে কাজ করি..বাংলা পিএইচপি উইকিপিডিয়া বানাতে এক সাথে কাজ করি...
[ বি : দ্র : এটা শুধু মাত্র এই wordpress Group এর আইডিয়া । এটিই এই প্রথম আইডিয়া ]
[ ৩০ হাজার প্রশ্ন না পাওয়া পর্যন্ত এটি চলবে....৩০ হাজার প্রশ্ন পেলেই আমরা এই ইবুক লেখার কাজে হাত দিব...]
--------------------------------------------------------
পিএইচপি বাংলা ইবুক প্রযেক্ট
wordpress Group
https://www.facebook.com/groups/Wordpress2Smashing/
A project that make me freedom.....
আমি জামিল হোসেন সিজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসাধারণ একটি উদ্যেগ। তবে সর্বনিম্ন প্রশ্ন ৫০০ টা না হয়ে ১০০ টা হলে বোধ হয় ভালো হতো । কারণ অনেকেরই ধৈর্য থাকবে না আর এত প্রশ্ন একজনের নাও থাকতে পারে ।আপনাদের এই উদ্যেগকে আল্লাহ সফলতা দান করুন এই দোয়া করছি ।
ধন্যবাদ ।