শিখুন C# ডট নেট প্রোগ্রামিং [পর্ব-১২] :: এক ফর্ম থেকে অন্য ফর্ম এ Value Transfer পদ্ধতি

শিখুন C# ডট নেট প্রোগ্রামিং

Value transfer খুব important একটি বিষয়। বিশেষ করে database নিয়ে যখন কাজ করবেন তখন value transfer লাগবেই। কিভাবে লাগবে তা আমি যখন database নিয়ে tune লিখা শুরু করব তখন বলব। তো চলুন শুরু করা যাক।

১. নিচের মত ডিজাইন করুন।

২. Project>Add Windows form select করুন।

৩. এরকম একটি window আসবে।

৪. Add button press করুন।

৫. দেখুন সাথে সাথে form2 চলে এসেছে।

৬. এবার form2 এর উপর নিচের মত ডিজাইন করুন।

৭. তারপর textbox গুলোকে একত্রে select করা অবস্থায় properties এ যান এবং modifiers থেকে public set করুন।

৮. এবার আমাদের কাজ হল form1 এ send button click করলে ডাটা গুলো form2 তে চলে আসবে।

Form1.cs [Design] এ ক্লিক করে form1 design view তে যান। তারপর form1 এর send button টি তে double click করে নিচের code গুলো লিখুন।


private void btnSend_Click(object sender, EventArgs e)

{

Form2 f2 = new Form2();//creating object

f2.Show();

f2.textBox1.Text = textBox1.Text;

f2.textBox2.Text = textBox2.Text;

f2.textBox3.Text = textBox3.Text;

}

এখানে f2.textBox1.Text  মানে হল f2 object এর মধ্যে যে textbox টি আছে সেটি।

৯. এবার compile করে দেখুন।

ধন্যবাদ সবাইকে।

Level New

আমি Salman Srabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এর পরের কিছু কি আর দেখাবেননা ??