আবারো স্বাগতম আমার ধারাবাহিক টিউনে। আজ ৩য় পার্ট... গত দু'টি পর্বে ১০ টি করে মোট ২০ টি সফটয়্যার দিয়েছি আপনাদের। আজ আরো ১০ টি সফটয়্যার দিয়ে সাজিয়েছি...আশা রাখি এবারের সফটয়্যারগুলো আরো ভালো লাগবে। আর ভালো লাগলেই আমার সার্থকতা।এবারও চেষ্টা করেছি লিঙ্কাগুলো mediafire এ দিতে ভুমিকাতে আর কিছু বলার নেই এবার চলুন কাজের কথায় ....
Yogen Vocal Remover দিয়ে আপনি গান থেকে শুধু মিউজিক রেখে ভয়েস রিমুভ করতে পারবেন তারপর হচ্ছে মত আপনার ভয়েস বসিয়ে নিজেই সিঙ্গার হয়ে যান 🙂 1.5 মেগাবাইটের সফটয়্যারটি এক্ষুনি ডাউনলোড করে নিন....
IDM এর লেটেষ্ট ভার্সন এটি। খুবই জনপ্রিয় সফটয়্যারের একটি হলো এই IDM। পোর্টেবল সফটয়্যারটি সহজেই ডাউনলোড করতে পারবেন আর সিরিয়াল কী'র কোন প্রয়োজন হবেনা....
এবার আর আপনার কম্পিউটারের জন্য স্ক্রীনসেভার খুজতে হবে না !!! নিজের ছবি দিয়ে বা ইচ্ছেমত স্ক্রীনসেভার বানান সহজেই। এবং তা দিয়ে আরো আকর্ষনীয় করে তুলতে পারেন আপনার কম্পিউটারকে....
এই সফটয়্যারটির কাজ হলো আপনার ভিডিও ফাইলকে HD তে কনর্ভাট করা। সাধারন ভিডিওতে আপনি এফেক্ট দিয়ে ভিডিওকে আরো দৃষ্টিনন্দন করতে পারেন... সিরিয়াল কি ডাউনলোড লিঙ্কের সাথেই দেয়া আছে...
ACDSee Photo Editor দিয়ে আপনি নিজের ছবিগুলো এডিট করতে পারবেন সুন্দর ভাবে।
নাম শুনেই হয়তো বুঝতে পারছেন সফটয়্যারটির কাজ। এটি দিয়ে টেক্সট, ছবিতে সহজেই থ্রিডি এফেক্ট দিতে পারবেন। আবার ইচ্ছে করলে আপরি gif ফরমেটে এনিমেটেড ছবি বানাতে পারবের...
Mixmeister fusion সুন্দর একটি সফটয়্যার সাউন্ড এডিটিং এর জন্য... লাইভ শো -তে অনেক সময় এই সফটয়্যারটি ব্যবহার করা হয়। আপনি নিজও ব্যবহার করে দেখতে পারেন... ডিজে দের জন্যও সফটয়্যারটি কার্যকরী ...
সফটয়্যারটি দিয়ে সহজেই আপনি আপনার কম্পিউটারের ড্রাইভকে আপডেট করতে পারবেন। এটি ইন্সটল করার পর দেখাবে আপনার কম্পিউটারের কোন সফটয়্যারগুলোর আপডেট প্রয়োজন... এছাড়া আপনি ড্রাইভার রিমুভ, ব্যাকআপ, রি-স্টোপ করতে পারবেন সফটয়্যারটি দিয়ে।
ফটো এডিটিং করার আরো একটি দারুন সফটয়্যার.... DreamLight Photo Editor এ মোট ১০টি ফিল্টার রয়েছে এবং আপনি ৯৮ টি স্পেশাল এফেক্ট প্রয়োগ করতে পারবেন আপনার ছবিতে...
আপনার হার্ডডিস্ক থেকে ভুলে ফাইল বা ড্রাইভ ডিলিট হয়ে গেলে তা সহজেই পুনরুদ্ধার করতে পারবেন এই সফটয়্যারটি দিয়ে... এটা ম্যাজিকের মতই কাজ করে....
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
আশা করি টিউনটি আপনাদের কাজে আসবে, ৪র্থ টিউনটি কছুদিন পরেই প্রকাশ হবে এবং চেষ্টা করব আরো কিছু কাজের সফটয়্যার দিতে। যদি আগের টিউনগুলো মিস করে থাকেন তবে এক্ষুনি দেখে নিন..............
সবাই ভালো থাকবেন সেই কামনা রইল।
শুভ কামনায়
নাবিল
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কঠিন কিছু সফটওয়ার পাইলাম
বিশেষ করে মিউজিকের গুলো আমার অনেক প্রোয়োজন ছিলো।
ধন্যবাদ