ভাই আমি আমার personal experience থেকে বলছি আমাদের education system /university গুলো থেকে আমরা আসলে এমন কিছু শিখিনা যা আমাদের জব সেক্টর গুলো তে কাজে লাগে...
CSE তে পড়ে university থেকে শুধু মাত্র C শিখেছি... যা সব language এর basic হলেও জব সেক্টর/real life experience এ কাজে লাগেনা...
university থেকে পাস করার পর চাকুরির জন্য যে কত interview দিলাম......কম্পক্ষে ১৫-২০ টা ...কোথাও হয়নি...(যদিও আমার cgpa 3.335)
কিন্তু কোন কাজ জানতাম না...(even এরকম ও job এর বিজ্ঞাপন দেখলাম ...
job requirement:
Experience :2-5 years
Education: we don't believe in academic education if you know how to work then you are welcome ....)
তখন বুঝতে পারলাম যে সব কাজ জানতে হবে...নেট ঘাটা শুরু করলাম...w3school (http://www.w3schools.com/)
থেকে একে একে HTML,PHP,CSS,C# শিখে ফেললাম...
BUT সবচেয়ে important subject DATABASE (ORACLE & SQL Server) শিখলাম বই কিনে... আর আমি REALIZE করলাম আমি database a সবচেয়ে বেশি interested...(আসলে ই খুব মজার ১টা জিনিশ)..।।
যাই হোক এই ঘটনা মাত্র ১ বছর আগের...যখন এইগুলা শিখে ফেললাম job পেলাম আল্লাহ এর রহমতে ১,২,এখন ৩ নাম্বার job করছি...(এখন ১টি Global International Firm এ (software engineer) হিসেবে আসছি...
যাই হোক অনেক বক বক করলাম এগুলো বলার ১টা ই কারন...(student ভাই যারা techtunes এ আছেন... তারা এখন থেকে ই serious হোন...না হলে আমার মত হয়ত ১-২ বছর পিছিয়ে যাবেন...)
চলুন শুরু করি আজকের Oracle basic..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. প্রথমে http://download.cnet.com/Oracle-Database-10g-Express-Edition/3000-10254_4-75220235.html অথবা
http://www.oracle.com/technetwork/database/express-edition/downloads/102xewinsoft-090667.html
থেকে oracle 10g xe ডাউনলোড করুন।
২।install করার সময় ১টা জায়গায় আপনাকে পাস্ওয়ার্ড দিতে বলবে...পাস্ওয়্বে...টী মনে রাখবেন...
৩। database কে access করার জন্য আমরা ১টা tool use করব...(ORACLE SQL developer)
ডাউনলোড link- http://www.oracle.com/technetwork/developer-tools/sql-developer/downloads/index.html
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
২য় part নিয়ে INSALLAH খুব তাড়াতাড়ি হাজির হব...
(ভাই আমি OFFICE এ তাই screen shot দিতে পারলাম না...next দিন sure আরও
ভাল ভাবে tune করব) 🙂
thanks all...
আমি rafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 127 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রাফা ভাই অনেক সুন্দর একটা পোস্ট সরু করছেন , Database এর কাজ জানি না বলে অনেক জব apply করতে পারি না । তাই আপনার কাছে অনুরদ পোস্ট টি continue করবেন।