প্রথমেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এতোদিন দেরি করার জন্য। আসলে ব্যাক্তিগত কাজের জন্য খুবই ব্যাস্ত ছিলাম। আজ থেকে আমি ফ্রি। আর তাই সবাইকে Microsoft Small Basic প্রোগ্রামিং এর ৬ষ্ঠ পর্বে স্বাগতম। আজ আমরা Shape Object এর বিভিন্ন অপারেশন শিখবো। তবে তার আগে Subroutine (সাবরুটিন) নামক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে লিখব যা গত পর্বে দিতে ভুলে গিয়েছিলাম।
আমরা আমাদের প্রোগ্রামের যে কোন অংশবিশেষ আলাদা একটি নাম দিয়ে প্রোগ্রামের শেষে বা যে কোন যায়গায় লিখতে পারি। পরবর্তীতে আমরা ঐ কোডের নামকে কল করে আমরা কোডগুলো কাজে লাগাতে পারি। এই কাজটিকে বলা হয় সাবরুটিন। সাবরুটিন লেখার Syntax হলোঃ
Sub label 'some codes here Endsub
যখন আমার সাবরুটিনের কোডটুকু কাজে লাগাতে হবে তখন আমাকে লেবেলকে ঠিক এভাবে কল করতে হবেঃ
label()
যেমন উদাহরনস্বরূপ আপনার একটি প্রোগ্রামে বারবার Please enter a disk. লেখার প্রয়োজন হলো তাহলে বারবার এই লাইনটি লিখতে অনেক সময় লাগবে না ? এক্ষেত্রে আমরা একবার সাবরুটিন লিখে বার বার কল করতে পারি।
যেমনঃ
Sub enterdisk TextWindow.WriteLine(“Please Eneter a disk!”) EndSub
এবার আমার যতোবার প্রয়োজন ততোবার enterdisk() কে কল করলে Please Enter a disk! লেখা পর্দায় প্রদর্শিত হবে।
আরেকটু পরিষ্কার করা যাক নিচের উদাহরনটির সাহায্যে।
TextWindow.WriteLine("Please Enter a number: ") num1 = TextWindow.ReadNumber() TextWindow.WriteLine("Enter another number: ") num2 = TextWindow.ReadNumber() If (num2 = 0) Then Error() Else Divide() TextWindow.WriteLine("The answer of division is: " + ans) EndIf Sub Divide ans = num1 / num2 EndSub Sub Error TextWindow.ForegroundColor = "Red" TextWindow.WriteLine("ERROR: Can Not divide by Zero") EndSub
আশাকরি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে প্লিজ মন্তব্য করবেন।
এবার আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই।
MS Small Programming এ শেপ অবজেক্ট একটি অন্যতম মজার অবজেক্ট। এই অবজেক্ট দিয়ে আপনি কি করতে পারবেন? এই অবজেক্ট দিয়ে আপনি বিভিন্ন প্রকার শেপ আঁকতে পারবেন, রোটেট করতে পারবেন, অ্যানিমেশন করতে পারবেন।
Shape Object এর কিছু অপারেশন হলোঃ
এই অপারেশনগুলোর নামই কাজ বলে দিচ্ছে তাই আর বিস্তারিত ব্যাখ্যায় না যাই। আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে এগুলোর কাজ শিখে ফেলুন চলি।
GraphicsWindow.BrushColor = "green" rectangle = Shapes.AddRectangle(300,300) Shapes.Move(rectangle,150,50) For i = 1 To 10 Shapes.ShowShape(rectangle) Program.Delay(1000) Shapes.HideShape(rectangle) Shapes.SetOpacity(rectangle, 100-i*10) Program.Delay(800) EndFor
এবার প্রোগ্রামটি রান করে ফেলুন। এবার ১৮ সেকেন্ড পর্যন্ত দেখতে থাকুন কি ঘটে। কিছু বূঝলেন কি ??
না বুঝলেও কোন ক্ষতি নেই। আমি এই প্রোগ্রামটিতে কি ঘটলো তা নিচে বোঝানের চেষ্টা করছি।
আগামীকাল Shapes অবজেক্টের বাকি অপারেশনগুলো আমরা জানবো। আর হ্যাঁ আগামীকাল থেকে নিয়মিত এই ধারাবাহিক টিউন পাবেন।
আমি সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রথম সেমিস্টার, প্রথম বর্ষ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
সাকিব ভাই সত্যি কথা বলতে কী আপনার টিউন গুলো অসাধারণ হচ্ছে ।