কই জান এদিকে আসেন আর মোবাইল দিয়েই JAVA software তৈরি করুন জিসানের সাথে

আসস্লামুআলাইকুম

কেমন আছেন আপনারা?
আশা রাখি অনেক ভাল!
কি চমকে গেছেন টাইটেল দেখে!!
না না চমকানোর কিছুই নাই।আসলেই মোবাইল দিয়েই JAVA সফ্টওয়্যার তৈরি করা সম্বভ!
টেকি তে আমার এটা দ্বিতৃয় পোস্ট গত কালকে একটা টিউন করেছিলাম সেটা হচ্ছে এবার JAVA মোবাইলে পড়ুন আপনার প্রীয় লেখকের JAVA ebookতা ওখানে এক ভাই মন্তব্য করে বলল ভাই এই ভাবে JAVA EBOOK তৈরি করা যায় না।আমি বললাম যায় ।তো সেই ভাইয়ের অনুরোধেই আজকের এই পোস্ট ।আর একটা কথা সেটা হচ্ছে আমার আবার কম্পিউটার নেই ।এ পর্যন্ত যেখানেই পোস্ট লিখছি সব মোবাইল দিয়ে কোন রখম ভুল হলে ক্ষমা করবেন।
তো চলুন তৈরি করি!
কোন কথা বাড়াব না প্রথমেই এখানে যানতাহলে নিচের চিত্রের ন্যায় একটা পেজ আসবে
প্রথমেই রেজিট্রেশন করে নিন প্রয়োজনীয় তথ্য দিয়ে।নিচের চিত্রটি দেখুন
এখন লগইন করুন :7

তারপড় Project বাটনে ক্লিক করুন 7

তাহলে নিচের চিত্রের ন্যায় একটা পেজ আসবে

এখানে creat new project এ ক্লিক করুন তাহলে নিচের চিত্রের ন্যার দেখতে পারবেন

এখন আপনি যে সফ্টওয়্যার টা তৈরি করবেন তার একটা নাম দিন।এবং creat project এ ক্লিক করুন এখন নিচের পেজটা অপেন হবে

এখানে creat page এ ক্লিক করুন নিচের পেজটা দেখতে পাবেন

এখন পেজের নাম দিয়ে creat page এ ক্লিক করুন তার পর creat top item এ ক্লিক করুন যে পেজটা আসবে তা নিচের চিত্রের মত এখন আপনার ইচ্ছা মত পেজে text,imege,link ইত্যাদি যোগ করুন।যখন আপনার পেজ টা সাজানোর কাজ শেষ হবে তখন Build বাটনে ক্লিক করুন তার পড় নিচের পেজটা আসবে এখন build project এ ক্লিক করুন ব্যাস আপনার সফ্টওয়্যার তৈরি করা হয়ে গেল এখন ডাউনলোডের পালা তাইনা!
তাহলে download to divice এ ক্লিক করুন এবং নিচের চিত্রের ন্যায় যে পেজটা আসবে সেখেন get midlet id তে ক্লিক করুন।তাহলে আপনাকে একটা ৮সংখ্যার একটা কোড দিবে ঐ কোড টা কপি করুন এবং http://wap.ownmidlet.com এ যান নিচের পেজটা আসবে এখানে আপনার কপিকরা কোড টা দিয়ে submit করুন ব্যাস আপনার সফ্টওয়্যার ডাউনলোড হয়ে গেল।
যদি ভাল লেগে থাকে তবে আমাকে ফেসবুকে জানাবেন।পোস্ট টি কপি করবেন না।আর এই পোস্ট টি সর্ব প্রথম আমার নিজেস্ব ব্লগেপ্রকাশিত।

সকলকে ধন্যবাদ

Level 0

আমি zbzisan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.