আমাদের দেশের টিনেজাররা পিসি কেনে মূলত গেম খেলার জন্য।তারা নানাবিধ গেম খেলে ও মুভি ও অন্যান্য বিনোদনমূলক আয়োজন করে জীবন অতিবাহিত করে।এভাবে তারা নিজের অজান্তে নিজের সুপ্ত প্রতিভা ধ্বংস করে।
অথচ পাশ্চাত্যের দেশগুলোতে এই বয়সের কিশোররা প্রোগ্রামিং এ হাত পাকায় গেম তৈরী ও সফট তৈরীর মাধ্যমে।অবশ্য আমাদের দেশে সেই পরিবেশ,সুযোগ সুবিধা নেই।কিন্তু কথায় আছে না,"ইচ্ছে থাকলেই উপায় হয়"।
আমি আজ আপনাদের জন্য নিয়ে এলাম গেমিং তৈরীর এক বহুপুরষ্কারপ্রাপ্ত মহান অস্ত্র ভার্জুয়াল মেশিন আনরিয়েল ইন্জিন ৩।
এটা দিয়ে বিভিন্ন জনপ্রিয় গেম যেমন ম্যাস এফেক্ট,বায়োশক ইনফাইনিট,ব্যাটম্যান ইত্যাদি তৈরি করা হয়েছে।তাহলে বুঝতেই পারেন কত হাইগ্রাফিক্স গেম এই অস্ত্র দিয়ে বানানো যায়! 😎
এখানে ক্লিক করুন
আসুন তবে এই মহান অস্ত্র নামাই ও গেম বানিয়ে নিজেকে প্রমাণ করি।
আশা করছি এটা আপনাদের কাছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 😀
প্লিজ ভয় পাবেন না(কারণ ভয় ধরার মত সাইজ)।মাত্র ১.৯জিবি! 😛
ইয়ে মানে এই আর কি? 😀
এখানে যেয়ে সব বুঝুন
তাছাড়া চাইলে এই ভিডিও কোর্স সেরে আসতে পারেনঃ
•UE3 video tutorial(UDK)•
→
প্রাথমিক
→
পরিনত
ভাল কথা,আমরা টিউনাররা বহু কষ্ট করে টিউন করে থাকি।আপনাদের কমেন্টই আমাদের উত্সাহ।সুতরাং কমেন্ট করতে ভুলবেন না।
------------------------------------------------
আর কোন গেম বানালে শেয়ার করবেন প্লিজ।
ওকে,আজ তবে ৮০!টা টা বাই বাই!
ভাল থাকুন,সুস্থ থাকুন ও সর্বোপরি টেকটিউন্সের সঙ্গেই থাকুন।ধন্যবাদ সবাইকে।
আমি রন্জন বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
togel online situs toto slot4d slot gacor kikototo bandar Togel Online bandar toto macau kikototo toto togel slot4d
ভাই , আপনার টিউন টার জন্য ধন্যবাদ । তবে মনে হচ্ছে অনেকের মাথার উপর দিয়া গেছে । আপনি একটু অন্যভাবে টিউন লিখলে সবার উপকার হইত । আগে গেম কিভাবে বানানো যায় , গেম বানাইয়া কি লাভ , গেম ডেভেলপিং করে কি রকম ইনকাম করা যায় , গেম ডেভেলপ করতে আগে কি কি জিনিষ শিখে আসতে হবে , কোন কোন গেম ইঞ্জিন আছে ব্লা ব্লা ব্লা … আমরা দোয়া করি আপনি অনেক বড় ডেভেলপার হবেন ।