আসসালামুআলাইকুম এটা আমার প্রথম টিউন আসা করি ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবন।
প্রোগ্রামিং
বলতে আমরা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কে বুঝি । এবং এই প্রোগ্রামিং এর মাদ্ধমে আমরা অনেক কিছু করতে পারি প্রোগ্রামিং দ্বারা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করা যায়। যেমন জাভাস্ত্রিপ্ট এটাকে ব্রাউজার স্ক্রিপ্টিং ও বলা হয় অর্থ্যাৎ এই ল্যাংগুয়েজ দিয়ে লেখা কোড শুধু কোন ব্রাউজারে (যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, অপেরা, গুগল ক্রোম ইত্যাদি) কাজ করবে। আবার পিএইচপি (PHP:Hypertext Preprocessor ) এটাও একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। কিন্তু যে কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখার আগে যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আপনাকে শিখতে হবে তা হলো সি । সি এটাকে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর বস বলা হয়। এই সি শেখার বাংলা বই আপনি পাচ্ছেন এক দম ফ্রী । কিন্তু এটা সত্য যে এই বই দিয়ে আপনি সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর ভালো ধারনা পাবেন কিন্তু ভালো সি প্রোগ্রামার হতে হলে আপনাকে আরো জ্ঞান অজন করতে হবে।
টিউটোলিয়াল গুলো ডাউনলোড করুন download link
আমি দুরবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিটি তে স্বাগতম । ধন্যবাদ আপনার টিউন এর জন্য। কিন্তু ভাই, এভাবে পার্ট পার্ট না করে দিয়ে একে বারে দিতে পারতেন? আমার কাছে আছে……যাদের লাগবে তাদের দিতে পারি…..পুরু বইটা একসাথে ….আর একটা কথা বলতে হচ্ছে, একটু ভালো মানের টিউন করবেন……ভালো মানের বলতে কিছু তথ্য সমৃদ্ধ টিউন যাকে বলে আর কি………