****অ্যানাগ্রাম কি? এটিকে কি প্রোগ্রামিং এ কাজে লাগান যায়!!****

আজকের টিউন অনেকটা প্রোগ্রামিং নিয়ে।আমি আসলে প্রোগ্রামিং শিখছি।তাই ভুল হলে মাফ করে দেবেন। তাহলে চলুন শুরু করি।আজকে আমি একটু ক্ষুব্ধ হলাম যে অন্য একটি  ওয়েবসাইট এ আমার লেখা ব্লগ একজন ব্লগার টেক টিউন্স এ পেস্ট করেছে। এদের আর কি বলব............
কয়লা ধুলেও তার ময়লা যায়না

অ্যানাগ্রাম

অ্যানাগ্রাম (গ্রিক anagrammenos যার অর্থ নতুন করে লেখা) এক ধরনের শব্দ খেলা। একটি শব্দ বা বাক্যের বর্ণগুলোকে নতুনভাবে সাজালে অন্য শব্দ বা বাক্য পাওয়া যেতে পারে; পুনর্বিন্যাসের মাধ্যমে প্রাপ্ত নতুন শব্দ বা বাক্যটিকে মূল শব্দ বা বাক্যটির অ্যানাগ্রাম বলে। পুরর্বিন্যাসের সময় একটি বর্ণ কেবলমাত্র একবারই ব্যবহার করা যাবে এবং কোন বর্ণ বাদ দেয়া যাবেনা।গ্রিক ভাষা থেকে শব্দটি এসেছে গ্রিক ভাষায় ana শব্দের অর্থ পুনরায় এবং grapho শব্দের অর্থ লিখা। অ্যানাগ্রামের উদাহরণ দেয়া যেতে পারে: Silver-haired congenial scum বাক্যটিকে পুনর্বিন্যস্ত করে লিখা যায় Louise is clever and charming। আবার Abnormal intellect = Malcontent liberal। যিনি অ্যনাগ্রাম তৈরি করেন তাকে অ্যানাগ্রামবিদ বা অ্যানাগ্রামিস্ট বলা হয়।

উদাহরন
Gregory House   Huge Ego, Sorry
Evangelist           Evil's Agent
To be or not to be: that is the question, whether its nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune.

" "In one of the Bard's best-thought-of tragedies, our insistent hero, Hamlet, queries on two fronts about how life turns rotten."

মুল আলোচনা
আপনি কি এই অ্যানাগ্রাম কোডিং ওয়েবসাইট এ ব্যবহার করতে পারবেন।!!  অবশ্যই আজকে বেসি কঠিন এ যাবনা কিছু সহজ জিনিস দিচ্ছি
 আপনার ওয়েবসাইট এ অ্যানাগ্রাম কোডিং
আপনি সাধারন head body এসব সিম্পল ট্যাগ দিয়ে একটি পেজ বানান আর এই কোড টি জুড়ে দিন আর দেখুন

<script src="http://wordsmith.org/anagram/anagram.js" type="text/javascript">
</script>
 ডিসপ্লে সেটিং পরিবর্তন
এর সাহাজ্জে আপনি html ওয়েবপেজ এর font ,colour,size text পরিবর্তন করতে পারেন
নিচের কোড গুলো জুড়ে দিন
<applet codeBase="http://wordsmith.org/anagram" archive="anagrams.jar"
code="org.wordsmith.anagram.AnagramApplet.class" name="WordsmithAnagram"
width="400">
<param name="sourceString" value="Internet Anagram Server">
<param name="targetString" value="I, Rearrangement Servant">
<param name="font" value="Arial Black Cursiva">
<param name="bold" value="true">
<param name="italic" value="false">
<param name="shadow" value="false">
<param name="symbolFrames" value="100">
<param name="symbolTimeMS" value="1500">
<param name="symbolDelayMS" value="100">
<param name="pauseTimeMS" value="600">
<param name="endless" value="true">
<param name="textColor" value="#222222">
<param name="shadowColor" value="#C00000">
<param name="backgroundColor" value="#EEEEEE">
<param name="roundedCornersRadius" value="40">
<param name="remoteAnagram" value="true">
<param name="verticalGap" value="1.0">
</applet>
 কোডগুলোর অর্থ নিচে দিলাম
  • remoteAnagram: If true, the applet will fetch the daily anagram from Wordsmith.org and ignore sourceString and targetString parameters.
  • sourceString: any text string
  • targetString: a text string that's an anagram of sourceString
  • verticalGap: how much up and down letters should travel while animating
  • roundedCornersRadius: the radius of corners; display square corners if 0
আজ তাহলে এই পর্যন্ত। আমি এরকম অনেক কিছু নিয়ে সাজিয়েছি www.facebook.com/CY133R পেজ টি
আর এগুল আপনি বুঝতে  না পারলে আমি আছি www.facebook.com/techfreak.unknown এ
আল্লাহ হাফেয।

Level 0

আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks MAN!! For this Valuable POST