কোন রকম প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েডের জন্য এপলিকেশন তৈরি করুন।

প্রথমে আমার কাছেও অবাক লাগছে যে কিভাবে সম্ভব। পরে কিছুক্ষন ঘেটে দেখি সব কিছু ই তৈরি করা আছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে। এখন শুধু ব্যবহার করে এপলিকেশন তৈরি বাকি।

AppInventor নামক সফটওয়ার ব্যবহার করে আপনি কোন রকম প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই এন্ড্রয়েডের জন্য এপলিকেশন তৈরি করতে পারবেন। একটুও কোডিং করা লাগবে না। আর আপনার এপলিকেশন টেস্ট করার জন্য রয়েছে ইমিউলেটর। তাই তৈরি করার সাথে সাথে কি তৈরি করছেন তা দেখতে পারবেন। 

আর সফটটা আপনার ব্রাউজারেই ব্যবহার করতে পারবেন। মানে ওয়েব ভিত্তিক সফটওয়ার। যদিও পিসি/ম্যাক এর জন্যও রয়েছে। পিসির জন্য AppInventor ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ডাউনলোড শেষে অন্যান্য সফটয়ারের মত ইন্সটল করে ব্যবহার করুন। অনলাইনে রয়েছে http://beta.appinventor.mit.edu এখানে। এখানে গিয়ে আপনার গুগল একাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। তারপর শুরু করুন এক্সপেরিমেন্ট।

আপনি যদি এপলিকেশন তৈরি করতে পারেন তাহলে তা আবার বিক্রি করে আয় ও করতে পারবেন। যদি আমাকে জিজ্ঞেস করেন আরো বিস্তারিত লিখতে আমি পারব না, কারন আমি জানি না  ভালো এখনো। 🙁
udemy তে এক ঘন্টার একটা কোর্স আছে।  নামঃ

অনেক গুলো ভিডিও রয়েছে ঐখানে। গিয়ে রেজিস্ট্রেশন করে ফ্রীতে দেখতে থাকুন আর শিখতে থাকুন। বেশিক্ষন লাগবে না শিখতে। 

টুইটটা করতে ইচ্ছে করছে সবাইকে জানানোর জন্য। তাই করেছি। বেশি কোন তথ্য দিতে না পাওয়ার জন্য অনেক দুঃক্ষিত। ইউডেমি আর http://beta.appinventor.mit.edu  এখানেই সব তথ্য পাবেন। কোন সমস্যায় পড়লে যেকোন সময় এ টুইটে মন্তব্য করে জানাতে পারেন আমাকে মেসেজ দিতে পারেন। সমস্যা সমাধানের চেষ্টা করব।

বিষয়টা মজার, একটু মজা পেলে অনেক কিছুই করতে পারবেন। আর যদি মনে করেন যে প্রোগ্রামিং ছাড়া এপলিকেশন! হাহ!! ফাইজলামি। তাহলে মনে হয় ভুল হবে। MIT এটা ডেভলপ করছে, কিছু না কিছু তো আছেই 🙂 ।

অন্যান্য লিঙ্ক গুলোঃ

কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।

এ ধরনের আমার আরো কিছু লেখাঃ

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

http://www.youtube.com/playlist?list=PL34F010EEF9D45FB8
free 200 videos for android apps development and please try to download all the 200 videos before the videos withdrawn.

Level 0

linux suppoted?

many many thanks!
apnar deoa video link a gia dekhlam video ta free na….taka lagbe….olpo kisu free o ase…but ashol gulote taka lagbe…. 🙁

full api pawa jabe na, valo soft er jonno must programming lagbe nd sdk tool tai best

দারুন ! এটাই তো খুজছিলাম ভাই, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই ।

চেষ্টা করে দেখি, শেয়ার করার জন্য ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ।