একদম নতুনদের জন্য পোস্টটি। যারা পোগ্রামিং শব্দটা নতুন শুনেছেন এবং প্রোগ্রামিং শিখতে আগ্রহী তাদের জন্য। আপনি কোন বিষয় পড়ছেন বর্তমানে, কোন শ্রেনীতে পড়ছেন, আপনি সাইন্স ব্যকগ্রাউন্ডে না এসব কিছু প্রোগ্রামিং শেখার জন্য বাধা নয়। আগ্রহ থাকলে আপনি শুরু করুন। নিজে নিজেই অনেক কিছু শিখতে পারবেন। কারো গাইডলাইন লাগবে না, একটা ইন্টারনেট কানেকশন থাকলেই হবে সাথে একটু সময়। এ দুইটি জিনিস আপনার থাকলে আপনার আর কোন বাধা নেই প্রোগ্রামিং শেখার জন্য।
নিজের ভাষা কম্পিউটারকে বুঝানোর জন্যই পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উৎপত্তি। এ পর্যন্ত কয়েক হাজার পোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উৎপত্তি হয়েছে। বিশ্বাস না হলে নিচের লিস্ট গুলো দেখুন। এ লিস্টের বাহিরে অনেক বেশি পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে।
মনে হয় এবার বিশ্বাস করছেন যে কয়েক হাজার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকা সম্ভব। আচ্ছা এত গুলো শেখা কি সম্ভব? একটুও না। তবে প্রায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মূল কাঠামো একই রকম। একটা জানলে আরেকটা সহজেই বুঝা যায়। আর আপনাকে কাজ করার জন্য সব গুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও জানতে হবে না। একটা ভালো করে জানলেই হবে। এখন আপনি কোনটা শিখবেন তা আগে ঠিক করুন। ঠিক করতে না পারলে এ পোস্টটা দেখুন। একটু আইডিয়া পাবেন কোনটা আপনার শেখা উচিত। কোডিং যুদ্ধ – কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন?
পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য একটা অসাধারন ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন প্রোগ্রামিং এ তাহলে পাইথন দিয়ে শুরু করতে পারেন। অনেক সুন্দর ভাবেই শুরু করতে পারবেন। হুকুশ পাকুশেরপ্রোগ্রামিং শিক্ষা নামক প্রোগ্রামিং বই এর সাথে অনেকেই পরিচিত। যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন, কম্পিউটার প্রোগ্রামিং শুরু জন্য অনেক সুন্দর গাইডলাইন। কিভাবে কোড লিখবেন রান করাবেন সবই লেখা রয়েছে।পাইথন বাংলাদেশ নামক ওয়েবসাইট ও দেখে নিতে পারেন।
বাংলা টিউটোরিয়ালঃ
আরো অনেক পাবেন যদি একটু সার্চ করে থাকেন।
ভিডিও টিউটোরিয়ালের জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন। অনেক গুলো টিউটোরিয়াল পাবেনঃ
এ গুলো দেখতে পারেন। একটু ঘাটাঘাটি করলে আরো অনেক গুলো বাংলাটিউটোরিয়াল পাবেন সি এর উপর।
সি প্রোগ্রামিং এর ইংরেজি টিউটোরিয়ালঃ
বাংলার জন্য এ পোস্টটা দেখুঃ
জাভা ইংরেজী টিউটোরিয়ালঃ
জাভা ভিডিও টিউটোরিয়ালের জন্য ইউটিউভে একটু সার্চ করুন। অনেক গুলো ভিডিও পাবেন শুরু করার জন্য।
আপনার প্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে থাকুন। শুভ কামনা আপনার জন্য। ইন্টারনেট থেকে কোন বিষয় সহজে খুজে বের করার উপায় নিয়ে এ লেখাটা পড়ে দেখতে পারেন। কাজে লাগতে পারে।
বিদ্রঃ আপনি যদি ওয়েব প্রোগ্রামিং শুরু করতে চান তাহলে কিছু স্টেপ অনুযায়ী এগুতে হবে। তার জন্য আমি আরেকটা পোস্ট লেখার চেষ্টা করব। জাভা এবং পাইথন দুটা দিয়েই ওয়েব প্রোগ্রামিং করা যায়। বেশি ব্যবহৃত হয় PHP. ASP ইত্যাদি।
প্রোগ্রামিং নিয়ে কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন। পারলে উত্তর দেওয়ার চেষ্টা করব 🙂
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
খুবই ভালো লিখেছেন জাকির ভাই !
সিনিয়র দের এমন দিকনের্দশনা সত্যিই অনুপ্রানিত হবে অনেকেই , অসংখ্য ধন্যবাদ ।।