প্রোগ্রামিং জোনঃ C প্রোগ্রামিং [পর্ব-০১]

অনেক দিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম।কেমন আছেন সবাই? আমাকে অনেকেই অনুরোধ করেছেন প্রোগ্রামিং নিয়ে পোষ্ট করতে।কিন্ত ব্যস্ততার কারনে ইচ্ছা থাকা সত্তেও তা আর হয়ে উঠেনি। ভাবলাম এবার কষ্ট হলেও পোষ্ট করতে থাকি যতটুকু সময় পাই।

আমি আপনাদের কে প্রথমেই শিখাবো সি প্রোগ্রামিং।এরপর সময় পেলে অন্য প্রোগ্রামিং নিয়ে টিউন করা যাবে। বং সফটওয়্যার ডেভেলপিং+ ওয়েব ডেভেলপিং নিয়েও পোষ্ট করবো একে একে।

আসুন জেনে নেই C programing এর সাথে related অন্য কি প্রোগ্রামিং & এটি শিখে কি কাজে লাগবে?
=>C programming কে প্রগ্রামিং এর mother language বলা হয় . এটি শিখে সফটওয়্যার বানানোর যে কোন প্লাটফর্মে কাজ করা যাবে যেমনঃ Oracle, VB,ASP.Net
what is header file?why is it used ?
header ফাইল হ্ল ,C এর ফাংশন এবং কন্সট্যান্ট এর জন্য ব্যবহার করা হয়. এটি ব্যবহার করা হয় এই কারনে যাতে COMPILER আমাদের প্রোগ্রামিং এর syntax বুঝতে পারে।
example :

 <stdio.h>
 <conio.h>etc.
 syntax of Basic C programming:
 #include<stdio.h>
 #include<conio.h>

void main( )
 {
 printf(" here you can write anything to show on output");
 getch( );
 }

এখানে void main ( ) এর পরে আমাদের মূলতঃ কাজ শুরু হয়েছে। "{" থেকে "}" এর মাঝ আমরা প্রোগ্রামিং এর কাজ গুলি সাধারনত করি।

এখন আসা যাক , printf ( ) ও scanf( ) এর ব্যাবহারঃ

printf( ) ব্যবহার করা হয় কোন লিখা আউটপুট এ show করতে

scanf( ) ব্যবহার করা হয় ইউজার এর কাছ থেকে কোন input নিতে

যেমন ঃ আমি যদি programmer ROMEL কথা টা আউটপুট এ show করতে চাই তবে আমাকে লিখতে হবে ,
printf(" programmer ROMEL");

C programming এ লাইন শেষ করতে ; ব্যবহার করা হয়।

আপনি যদি কোন ইনপুট নিতে চান তবে এর জন্য আপনাকে লিখতে হবে,

scanf("%d",&i);

এখানে %d ব্যবহার করা হয়েছে variable declaration এর জন্য। Variable এর ক্লাশ আগামী দিন নিব। আপাতত ক্লাশ এখানেই সমাপ্তি ঘোযনা করছি.

কেউ সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে এই পেজ এ ক্লিক করুন

Level 3

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাকী পর্ব কবে পাবো?

আর সি প্রোগ্রামিং কোন সফটওয়্যার লোড করতে হবে? লিংক দিবেন প্লিজ…..

ভাই সি প্রোগ্রামিং শিখে কি করব?? । এখন তো দেখি সব কি জানি OOP এর কথা বলে বুঝিনা যত্তসব… এট্টু বুঝায়া বলবেন। 🙂
আমার প্রোগ্রামিং শেখার ইচ্ছা কিন্তু কিভাবে আগাব বুঝতে পারছি না… কোন পরামর্শ দিতে পারবেন।

Level 0

সি-প্রোগ্রাম এ আমরা খুব সহজে তৈরী করতে পারি বাস্তব প্রয়োজনীয় অনেক প্রোগ্রাম। আজ আমরা শিখবো কিভাবে বয়স,রেজাল্ট,বিল, পাস-ওয়ার্ড, ডিকশনারি তৈরী করা যায় তার কোড।
আসা করি ভালো লাগবে…………………………………………..এই software টি download করার link http://byfo.co.cc/28131

Level 0

vi, ARRAY-bujty onk prob hoy.tai,jdi array nye sohoz vaby 1tu discuss kortn dn upokreto hotm.