কেমন আছেন সবাই?
অনেক দিন পর আবার টিটি কে ফিরে পেয়ে খুব আনন্দ লাগছে। আজ আমি আপনাদের একটি সফটওয়্যার উপহার দিব। আশা করি এটি সবার কাজে লাগবে। আমরা অনেকেই অনেক প্রোগ্রাম করি কিন্তু খুব কম লোক ই আছি যারা সফটওয়্যার বানাতে পারি। আমি এখন কয়েকটি সফটওয়্যার বানিয়েছি যা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য খুব জরুরী।
আর কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি।
এটি একটি স্কুল/কলেজ অথবা যে কোন প্রতিষ্ঠানের জন্য ম্যানেজমেন্ট সফটওয়্যার। যারা এই পেশায় নিয়োজিত তারা সকলেই উপকৃত হবেন এই সফটওয়্যার থেকে। অথবা যাদের এই রকমের কোন সফটওয়্যার লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ,আমি চেষ্টা করবো সর্বদা আপনাদের পাশে ত্থাকা।
ডাউনলোড লিঙ্কঃ http://www.2shared.com/file/7jTlxCNf/data_base.html
Download link(2): http://www.mediafire.com/?nzbs0dbl048hffb
ভালো লাগলে আমাকে মেইল/ফোন করে জানাবেন।
ইউসুফ আব্দুল্লাহ হারুন
CCNA Certified
01678126636
আমি জুয়েল 96। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 198 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বোধ হয় একটু ভুল হয়েছে! প্রোগ্রামটি রান করিয়ে দেখলাম যে এটি Visual Basic এর প্লাটফরম Demand করে। সুতরাং এটিকে চালাতে হলে অপারেটিং সিস্টেমে আগে থেকে Visual Basic ইন্সটল করা থাকতে হবে!