অনেক ছোট একটা পোস্ট, কিন্তু আপনার পড়ালেখা, ভবিশ্যতের জন্য বর্তমান চিন্তা পালটে দিতে পারে একটু ভালো করে পোস্টটি এনালাইসিস করলে। আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান তাহলে আপনি কোন প্রোগ্রামিং শিখবেন, কোনটা শিখলে আপনি ভালো টাকা রুজি করতে পারবেন [এটা কিন্তু প্রোগ্রামার দের লক্ষ্য নয়] তা জানতে পারবেন। আর জেনে কাজে লাগাতে পারলে তো ভালো।
পৃথিবীতে মানুষের ভাষার যেমন অভাব নেই তেমনি অভাব নেই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ও। এত বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি কোনটাকে বেছে নিবেন? কোনটার মূল্য বেশি? কোনটা শিখলে আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন? কোন ল্যাঙ্গুয়েজটি একটু বেশি সহজ? কাজ বেশি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর?
এত গুলো প্রশ্ন উকি দেয় মনে কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে। তবে বাস্তবতা হচ্ছে একজন ভালো প্রোগ্রামারকে অনেক গুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ধারনা রাখতে হয়। এক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে এক একটি যাগায় কাজ করার কথা চিন্তা করে। তাই আগে সমস্যা জেনে এলগরিদম তৈরি করে তার পর সমস্যাটা সমাধান করার জন্য মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেচে নেওয়া উচিত। কিন্তু সাধারন একজন ছাত্র, যে প্রোগ্রামিং সম্পর্কে জানতে চায় সে কোনটা বেচে নিবে?
আমরা এ পর্যন্ত বাংলাদেশে প্রায় সবাই প্রাতিষ্ঠানিক ভাবে সি দিয়েই শুরু করছি। সি কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মা বলা হয়। তাই বলে কি আপনি ও সি দিয়ে শুরু করবেন? নাহ! একটু ভেবে নিন এবার। কোনটা দিয়ে আপনি শুরু করবেন। বা কোনটা শিখলে আপনার লক্ষ্যে যেতে পারবেন। যারা কম্পিউটার সাইন্সে, ভবিশতে কম্পিউটার বিজ্ঞানি হবেন তাদের জন্য সি শেখা হয়তো জরুরি।। কিন্তু আমার মত একজন সাধারন ছাত্র তাকে বেচে নিতে হবে ভালো একটা লাঙ্গুয়েজ। সি এর মত কঠিন ল্যাঙ্গুয়েজ এর ধরকার নেই।
আমি পাইথন এখনও ভালো করে পারি না, তব অনলাইনে ঘাটাঘাটি করে যা জানলাম তা হচ্ছে পাইথন অনেক সহজ। যারা প্রোগ্রামিং শিখতে চায় তারা নিজে নিজেই কোন প্রাতিষ্ঠানিক গাইড লাইন ছাড়া পাইথন শিখতে পারে। এটা হিউম্যান ল্যাগুয়েজ এর কাছা কাছি। তাই আপনি যদি কম্পিউটার সাইন্স ব্যাকগ্রাউন্ডের না হয়ে থাকেন আজই পাইথন শেখা শুরু করতে পারেন। বাংলা টিউটোরিয়াল পেতে এখানে একটু ক্লিক করুন। আপনি বড় এক জন প্রোগ্রামার না হতে পারলে বলতে পারবেন আমি প্রোগ্রামিং পারি বা আমি পাইথন পারি। আর ঐখানে গেলেই শিখার জন্য অন্যান্য লিঙ্ক গুলো পেয়ে যাবেন। এখানে পাবেন পাইথন নিয়ে আরেকটা বাংলা সাইট। শুরু করার জন্য যথেষ্ট।
আমি প্রথমেই পাথন বলার কারন পরিষ্কার হবে নিচের ইমেজটা দেখলে। ইমেজের উপর ক্লিক করলে বড় করে দেখতে পারবেন। তার পর একটু সময় নিয়ে ভালো করে ইমেজটা লখ্য করুন। অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
পাইথন শিখার আগ্রহ আরো বেড়ে গেল
ধন্যবাদ এই দিকনির্দেশনামূলক টিউনটি দেওয়ার জন্য