টাইটেল পড়ে অনেকে ভাবতে পারেন এটা আবার কি ! হ্যাঁ এটাকে Media player customize বলা যায় কিন্তু কোন ভাবে বানানো বলা যাবে না । কেননা এটি Media player এর plug in হিসাবে চলে ! ।song চালানোর দুটি প্রক্রিয়া বলবো । তাহলে দেরি না করে শুরু করুন ।
প্রথমে New project নিব । এবং একটি Window ওপেন হবে । যেখান থেকে Standard Exe নিলেও চলবে ।
এবার বামপাশে Toolbar এ Mouse রেখে ডান বাটন ক্লিক করে Components হতে চিত্রানুসারে করে ফেলুন ।
এবার চিত্রানুসারে interface ডিজাইন করে ফেলুন ।
এরপর মিডিয়া প্লেয়ার উপর একটি ক্লিক করে ডানপাশের properties হতে URL এর পাশে আপনার audio file এর লিঙ্ক দিয়ে দিন । এক্ষেত্রে আপনি Desktop
এ একটি Folder করে তার ভিতর এর music লিঙ্ক দিন । নিচে নমুনা দেওয়া হল
C:\Users\Xtended\Desktop\mp3 Akcent\passion (www.gmornob.tk).mp3
উপরে Xtended হচ্ছে user account এর নাম mp3 Akcent হচ্ছে Folder এবং পরে song এর লিঙ্ক ।
সর্বশেষ F5 চেপে রান করুন । অতঃপর প্লে করুন !
==========================================
চিত্রানুসারে interface ডিজাইন করে ফেলুন ।
অর্থাৎ একটি Windows media Player , একটি textbox , একটি Command button নিতে হবে । নেওয়া হলে command button এর উপর ডাবল ক্লিক করে নিচের কোড লিখতে হবে ।
WindowsMediaPlayer1.URL = Text1.Text
সর্বশেষ F5 চেপে Text box এ আপনার music এর লিঙ্ক দিন এবং Command button চাপুন ।
Note : Windows media player আনতে mouse ডানপাশে ক্লিক করে আনতে হবে নিচে চিত্রঅনুসারে করুন
আশা করি সবাই বুঝতে পেরেছেন । কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ।
Password : jpiblog.tk
পূর্বে প্রকাশিত : http://jpiblog.tk
আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...
সুন্দর ও কাজের টিউন,ধন্যবাদ শেয়ার করার জন্য।