সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং বছরের শুরুতে আপনার লুকানো ফাইলগুলিকে খুঁজে বের করার এক অভিনব উপায়।

ডাউনলোড লিংক

সবাইকে হ্যাপি নিউ ইয়ার।বছর শেষ হতে না হতেই নতুন বছরের শুরুতে আমি একজন নতুন টিউনার হিসাবে আমার প্রথম সাফল্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক সময় বিভিন্ন কারনে আমাদের মূল্যবান ফাইলগুলি লুকিয়ে যায়। যার কারনে ফাইলগুলি আর খুঁজে পাওয়া যায় না। তাই আমার তৈরি করা সফটওয়্যারটি আপনাদের লুকিয়ে থাকা ফাইলগুলিকে আশাকরি আগের অবস্থায় ফিরিয়ে দিতে সক্ষম হবে।

এই সফটওয়্যারটি ব্যবহারের ক্ষেত্রে আপনাদের সুবিধা-অসুবিধাগুলো আমাকে লিখুন। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

Level 0

আমি Rashed Rabbi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য । ডাউনলোড করে রাখলাম। কাজে আসলে ব্যবহার করে টিউনের সার্থক করে দিব।

সাফল্যে অভিনন্দন আপনাকে। ডালো করলাম। সফটি সেভেন সমর্থন করে কিনা যদি কষ্ট করে টিউনে লিখে দিতেন আমরা নিশ্চিন্তে ডালো দিতে পারতাম। আগামীতে আরো বড় সাফল্য আসুক একই শুভ কামনায়।

ধন্যবাদ Rashed Rabbi ভাই শেয়ার করার জন্য…খালিদ ভাইয়ের কথাটা মথায় রাখবেন আশা করি…তাহলে একটু সুবিধা হবে…….আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

dhonnobad

আপনার দেয়া software win-7/8 এ কোন কাজ করে না , আপনার help line অকাজের , আপনি যা Tune করেন বা দেন একটু ভাল ভাবে চেক করে দিবেন

আমি আন্তরিক ভাবে দুঃ আমার এই software টি win7 এ কাজ করবেনা। Next version এ কাজ করবে।