দেখুন আসল MATRIX EFFECT!

এটাকে আবার ঐ নোটপ্যাডে তৈরি আউল-ফাউল ম্যাট্রিক্স ইফেক্ট ভাববেন না। এটি C++ এ তৈরি। ও হ্যাঁ, ম্যাট্রিক্স কি যদি তা না জানেন (অবশ্য জানার কথা) তাহলে বলি, Matrix মুভি যারা দেখেছেন সেখানে নিশ্চয়ই দেখেছেন সবুজ রঙ্গের চোখ ধাধানো কোড।

আমি এটি তৈরির কৃতিত্ব নিতে পারব না, কারন আমি এটি তৈরি করিনি, এডিট করেছি মাত্র।

আপনারা কেউ হয়ত ইন্টারনেটের কমন একটা ভাইরাসের নাম শুনেছেন, যেটার নাম MATRIX VIRUS। এই ভাইরাসেই ম্যাট্রিক্স এফেক্ট দেয়া থাকে। পাশাপাশি থাকে অনেক ক্ষতিকর কমান্ড।

আমি ক্ষতিকর কমান্ড গুলো তুলে দিয়ে শুধু ইফেক্ট টি নিয়েছি। ভয় পাবেন না, আমি C++ জানি এবং আপনাদের কোন ক্ষতি করব না, আস্থা রাখুন। সবচেয়ে মজার ব্যাপার হলো, অনেক কম্পিউটারে যেমন Windows XP তে এটা ফুলস্ক্রিন মুডে রান হয়, ফলে এককথায় অসাধারন লাগে। (তবে আমার উইন্ডোজ ৭ ফুলস্ক্রিন নেয় না)। মজা নেয়ার জন্য অবশ্যই ফাইলটি ডাউনলোড করে রান করুন। তারপর দেখুন এক মৌলিক ইফেক্ট স্ক্রিন জুড়ে।

ডাউনলোড করুন

আপনারা সোর্স কোডটিও দেখতে পারেন এখান থেকেঃ http://codetidy.com/1642/

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ডালো দিলাম । বিশ্বাস করলাম। আমি সেভেন ব্যাবহারকারী । তাই যদি চেষ্টা করে একটু দেখতেন ফুলস্ক্রীন করা যায়কিনা?

    @mohammad khalid hosain: আমার উইন্ডোজ ৭ এ ফুলস্ক্রিন হয় না। আর ভাই, আমি প্রোগ্রামিং এ নতুন। বয়সও কম। তাই এখনই একটা প্রোগ্রাম ফুলস্ক্রিন বানিয়ে দেয়ার মত এক্সপার্ট আমি হইনি, তবে দ্রুত চেষ্টা করব।

Sleep() এর জন্য windows.h ব্যবহার করবেননা। এমনিতেই stdlib এ sleep() থাকে। যারা লিনাক্স ইউজার তারা windows.h কোথায় পাবে!

আমি শুধু লুপ আর র‍্যান্ডম নাম্বারটুকু করে দেখলাম। চরম!

টিউন প্রিয়তে নিলাম 🙂

চমৎকার হইছে!! সবচেয়ে ভালো হইছে কোডের পরিষ্কার পরিচ্ছন্ন ভাব টা!
তবে ব্যাবহারের সময় শওন ভাইয়ের কথা টা মাথায় রাইখেন!

Level 0

goto….use korben na…..goto use korake bad programming hisebe consider kora hoi….

    @coder_ami: আমি এটা জানি। কিন্তু আমি নিশ্চয়ই বলেছি যে এটা আমি তৈরি করিনি, এডিট করেছি মাত্র। আমি করলে while বা for লুপ ইউজ করতাম। আমার C++ এ তৈরি একটা Result Generator আছে, সেখানে আমি while লুপ ব্যবহার করেছি। আপনি গিয়ে দেখতে পারেন।

@ronimmi2: আমি বুঝতেছি না, এই একই জিনিস আপনি আমার আরেক পোস্টেও দিয়েছেন, আমি তো কোন ব্লগই খুলিনি ঐ মানিবুক না কি জানিতে। আমি টিটি তে নতুন, হয়তবা বুঝতে পারছি না।

Level 0

go on bro

Level 0

কিন্তু ভাই, আমি ডাউনলোড করার সাথে সাথে আমার নরটন তো ওটারে ভাইরাস কইয়া ডিলিট দিলো।

    @Shafiqul: ভয় পাওয়ার কিছু নেই। কিছু কিছু এন্টিভাইরাস ভুলে এ ধরনের ফাইলকে ভাইরাস হিসেবে চিহ্নিত করে (False Positive)। নরটন ডিসেবল করে দিয়ে তারপর রান করুন।

Level 0

বিপ শব্দ টা বন্দ করা যাবে না ?

Invalid or Deleted File.

visual c++ kora jabena ata?????
try koresilam, error thake onek gulo!!!!!!