এটাকে আবার ঐ নোটপ্যাডে তৈরি আউল-ফাউল ম্যাট্রিক্স ইফেক্ট ভাববেন না। এটি C++ এ তৈরি। ও হ্যাঁ, ম্যাট্রিক্স কি যদি তা না জানেন (অবশ্য জানার কথা) তাহলে বলি, Matrix মুভি যারা দেখেছেন সেখানে নিশ্চয়ই দেখেছেন সবুজ রঙ্গের চোখ ধাধানো কোড।
আমি এটি তৈরির কৃতিত্ব নিতে পারব না, কারন আমি এটি তৈরি করিনি, এডিট করেছি মাত্র।
আপনারা কেউ হয়ত ইন্টারনেটের কমন একটা ভাইরাসের নাম শুনেছেন, যেটার নাম MATRIX VIRUS। এই ভাইরাসেই ম্যাট্রিক্স এফেক্ট দেয়া থাকে। পাশাপাশি থাকে অনেক ক্ষতিকর কমান্ড।
আমি ক্ষতিকর কমান্ড গুলো তুলে দিয়ে শুধু ইফেক্ট টি নিয়েছি। ভয় পাবেন না, আমি C++ জানি এবং আপনাদের কোন ক্ষতি করব না, আস্থা রাখুন। সবচেয়ে মজার ব্যাপার হলো, অনেক কম্পিউটারে যেমন Windows XP তে এটা ফুলস্ক্রিন মুডে রান হয়, ফলে এককথায় অসাধারন লাগে। (তবে আমার উইন্ডোজ ৭ ফুলস্ক্রিন নেয় না)। মজা নেয়ার জন্য অবশ্যই ফাইলটি ডাউনলোড করে রান করুন। তারপর দেখুন এক মৌলিক ইফেক্ট স্ক্রিন জুড়ে।
আপনারা সোর্স কোডটিও দেখতে পারেন এখান থেকেঃ http://codetidy.com/1642/
আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ ডালো দিলাম । বিশ্বাস করলাম। আমি সেভেন ব্যাবহারকারী । তাই যদি চেষ্টা করে একটু দেখতেন ফুলস্ক্রীন করা যায়কিনা?