আসুন সি প্রগ্রামিং মজা করে শিখি!!!!!!!!!!!!!!!!!!

সি প্রগ্রামিং হল এমন একটা প্রগ্রামিং যা কিনা সব রকম প্রগ্রামিং এর বেসিক ।আমরা যদি সি প্রগ্রামিং টা ভাল মত রপ্ত করতে পারি তাহলে অনায়াসে আমরা যেকোনো ধরন এর প্রবলেম শলভ করতে সক্ষম হব।তাই কথা না বারিয়া আজকে সি প্রগ্রামি এর কিছু জিনিস পাতি শিখি  ।আর এইটা আমার প্রথম টিউন তাই ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক আশা করি ক্ষমা সুন্দর  দৃষ্টি  তে দেখবেন ।

সি প্রগ্রামিং করার জন্য  প্রথমে একটি comiler  download করে   নিতে হবে।এটি হতে পারে turbo C  অথবা

quiency  অথবা  Microsoft visual c++ । আমি এখানে quiency compilar টি ব্যবহার করেছি ।নিচের লিঙ্ক তা থেকে quiency কম্পাইলার টি  নামিয়া নিবেন ।

http://www.codecutter.net/tools/quincy/

এখন কম্পিলার টা নামান হএ গেলে আমরা কোডিং  লেখা শুরু করতে পারি।এখন আমরা printf  এবং  scanf  সম্পর্কে জানব । printf হল একটা লাইব্রারি ফাংশন যা সবসময়ই output show  করার জন্য    use  করা হয় ।আর scanf   শুধু     input নেয়ার জন্য ব্যবহার করা হয়। এখন আমাদের header file সম্পর্কে জানতে হবে। Header file এ printf  এবং  scanf  লুকান থাকে ।তাই প্রোগ্রাম লেখার সময়ই আমাদের header file গুল দিতে হবে। printf  এবং  scanf  এর header file হল   <stdio.h> ।তাই আমাদের প্রোগ্রাম লেখার সময়ই <stdio.h>  header file টি include করতে হবে ।এবার variable  এর কথা বার্তা নিয়া আসি।variable int, float ,double  হইতে পারে । int  হল পূর্ণ সংখ্যা  float    হল ভগ্নাংশ    আর  double ব্যবহার করব অনেক বড় সংখ্যা এর  জন্য ।প্রগ্রামে must   একটা   main function  থাকবে। main function  এর ভিতরাই সব operation  গুলি ঘটবে।main function শুরু হয় “{”   দিয়া আর শেষ হয়    “}” ।

আরও একটা জিনিস হল %d ।একে modulus %d বলা হয়। এটি int type declear করে  ।%f যেমন  foat type declear করে। এখন ছোট খাটো একটা প্রোগ্রাম লিখা যায় কি বলেন??তাহলে আর দেরি কেন !!

নিচের প্রোগ্রাম টা হবে দুটি সংখ্যা add করার প্রগ্রাম।সি প্রগ্রামিং এর মাধ্যমে কিভাবে দুটি number add  করে তাদের রেজাল্ট টা স্ক্রীন এ দেখাতে হয় তাই আমরা দেখব।

#include<stdio.h>

int  main( )

{

Int a=5,b=10,c;

c=a+b;

printf(“%d”,c) ;

retun 0;

}

এখানে  main function   টা 0 return করতাসে ।তাই  শেষে   return 0 লেখা হয়েছে। এখানে a ,b এর value assign করে দেওয়া হয়সে যথাক্রমে 5 এবং 10  ।   5 এবং  10 value দুইটা aএবং  b তে জমা হয়ে যাবে।পরে এ দুইটা value add হয়ে  c তে রাখবে ।তারপর    printf এ  c দিলে  result show  করবে।variable declear করার পরে  ; দিতে হবে   । printf এবং   scanf লেখার  শেষে   ; দিতে হবে।

এখন স্ক্রীন শট গুলি দেখি। তাইলে ভাল মত বুঝা যাবে।

আজকে এই পর্যন্ত থাক। আরও লেখার ইচ্ছা আছে, আপনারা যদি সাথে থাকেন। এখন আরও লেখা না লেখা  সম্পূর্ণ আপনাদের উপর।

Level 0

আমি রাহাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক সহজ ভাবে দেখালেন ,সুন্দর হয়েছে । টিউন চালিয়ে যাওয়ার কোন প্লান আছে নাকি থাকলে আপনার সাথে আছি । C সম্পর্কে আরও বিস্তারিত যানার আগ্রহ আছে আমার ।

ভাই আপনি চালিয়ে যান ♥

Level 0

অনেক সুন্দর হয়েছে। আশা করি টিউটরিয়ালটা শেষ পর্যন্ত চালিয়ে যাবেন।

আপনাকে টেকটিউনস এর রাজ্যে স্বাগতম।আপনার কাছ হতে এইরকম আরো টিউন সামনে আশা করছি।
ভাল থাকবেন।

খুব সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ

Level 0

good going…… carry on….

Level 0

Kothay cilen Ustad???????????????????? Dhorun, ami apnakai khujchilam……………Pls, r kichu na hok, ontoto amar jonno likhben…..amar shekhar onek agroho…………..Thanks

সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সি প্রগ্রামিং নিয়ে details লেখার ইচ্ছা আছে। আপনারা দোয়া করবেন next টুইন নিয়ে যেন দ্রুত হাজির হতে পারি।

vai ami

vai ami khub durbol programing a so please chalia jan ami apnar sathe ase……
brother sudhu amar jonno bolsena oneker problem ase so pls tune korun contineously

Level 2

সুন্দর উপস্থাপনা…

চমৎকার টিউন, প্রথমে বানান একটু ঠিক করে দিয়েন “COMPILER” হবে ,…
টিউন টি দেখে আমার বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং ক্লাসের কথা মনে পড়ে গেলো ১ম ও ২য় বছরের …
ভালো থাকবেন…

Level 0

আজকে মাত্র C এর ফাইনাল শেষ করলাম 😀 hoping to get an A 🙂

Level 0

Nice

Level 0

hmm thanks carry on

good tune…. Chaliye jan vai…..