প্লেস্টেশন ৫ কিরকম হতে পারে – নতুন খবর

সনির সবচেয়ে বিক্রিত পণ্য তাদের প্লেস্টেশন গামিং ডিভাইস গুলো। কিছু দিন আগে সনি তাদের সবচেয়ে আধুনিক গামিং ডিভাইস প্লেস্টেশন ৪ বাজারে ছাড়বে বলেছে। মার্চ মাস থেকে আমাজন.কম প্লেস্টেশন ৪ এর ব্যাক-অর্ডার নিচ্ছে। অর্থাৎ প্লেস্টেশন ৪ এর তৈরির কাজ শেষ। তাহলে এখন সনির ডিজাইনাররা এখন কি করছে। এই মুহূর্তে তারা প্লেস্টেশন ৪ এর চেয়েও বড় কিছু ডিজাইন করছে - প্লেস্টেশন ৫

প্লেস্টেশন ৫ কিরকম হতে পারে, এর সম্ভব্য স্পেসিফিকেসন কেরকম হতে পারে এই নিয়ে একটা ব্লগে একটা লেখা প্রকাশিত হয়েছিল। অরিজিনাল লেখাটির লিঙ্ক - PlayStation 5  আর্টিকেলটির থেকে তথ্য নিয়ে এই লেখাটি লেখছি।

কিছুদিন আগে এইচডি রেজুলেসন বলতে আমরা বুঝতাম ৭২০পি। অর্থাৎ ১০৮০*৭২০ পিক্সেল। বর্তমানে তা ১০৮০পি  - ১৯২০*১০৮০। বর্তমানে কিছু ল্যাপটপ জামন ক্রোমবুক পিক্সেল এ ২৫৬০*১৭০০ পিক্সেল রেজুলেসন সাপোর্ট করে। সুতরাং ধরা যায় যে ভবিষ্যতের এইচডি রেজুলেসন হবে ১৭০০পি। প্লেস্টেশন ৫ এ সম্ভবত ১৭০০ পি রেজুলেসন গামিং ব্যবহার করা হবে।

প্লেস্টেশন ৩ ও ৪ এ ১-২ লেয়ার ব্লু - রে ডিস্ক ব্যবহার করে গেম স্টোর করার জন্য। তাই প্লেস্টেশন ৫  সম্ভবত  ৪ লেয়ার ব্লু - রে ডিস্ক ব্যবহার করবে। এইটা চলাতে ব্যবহার হতে পারে সনির ডুয়ালসক ৫ কন্ট্রোলার। এবং প্লেস্টেশন ৫ এ  সম্ভবত থ্রী পিন এর বদলে এইচডিএমআই ব্যবহার করা হবে। আশা করা যাচ্ছে ২০১৬-২০১৭ নাগাদ প্লেস্টেশন ৫  বাজারে আসবে।

ভাষান্তরের স্বার্থে আরও অনেক তথ্য লেখতে পারলাম না। অরিজিনাল লেখাটি আপনি পড়তে পারেন এখান থেকে - http://www.tipsoftech.com/2013/04/playstation-5-new-rumor.html । লেখাটি আপনাদের খুশি করতে পারলে আমি খুশি হব।

Level 0

আমি wasee941। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটি টিউনে মোট শব্দের চেয়ে আপনার ওয়েবসাইট এর লিঙ্ক বেশি 🙁 খুবই দুঃখ জনক । আপনাদের কিছু বলার নেই, শুধু অনুরোধ করতে পারিঃ টেকটিউনস কোন বিজ্ঞাপন প্রতিষ্ঠান নয় । এটি একটি টেকনোলজি ব্লগ । এখানে আমারা কিছু শিখতে, কিছু শিখাতে আসি । বিজ্ঞাপন পড়তে বা বিজ্ঞাপন দিতে নয় 🙁