Playstation 2 এর গেম খেলুন পিসিতে (পর্ব ২) ডেভিল মে ক্রাই 1, 2 এবং 3

বন্ধুরা কেমন আছো............আশা করি ভাল। তোমাদের জন্য আবার নিয়ে এলাম Playstation 2 এর গেম পিসির জন্য। এটা PCSX2 নিয়ে আমার ২য় টিউন। PCSX2 সম্পর্কে আরও জানতে হলে আমার আগের টিউনটি দেখতে ঘুরে আসতে পারো  এই লিঙ্ক থেকে https://www.techtunes.io/playstation/tune-id/167488

আজকের টিউন ডেভিল মে ক্রাই 1, 2 এবং 3 নিয়ে। সবাই ডেভিল মে ক্রাই ৫ খেইলা ফাটাইয়া ফালাইতাস কিন্তু ইচ্ছা করে না ডেভিল মে ক্রাই এর আগের গুলা কেমন ছিল তা জানতে ? ডেভিল মে ক্রাই এর সবগুষ্টি সম্পর্কে জানতে হইলে আগের গুলা খেলতে হবে। কিন্তু ডেভিল মে ক্রাই ১ আর ২  তো পিসি ভার্সন নাই ..................... তাইলে ? সমস্যা নাই পিসি ভার্সন বানাইয়া দিতাসি 😀 ................................................... সাথে ডাউনলোড লিঙ্ক

এখান থেকে PCSX2 এর Bios ফাইলটি ডাউনলোড করঃ  http://www.theisozone.com/downloads/playstation/emulators/playstation-2-bios-pack/

PCSX2 এর Latest ভার্সনটি ডাউনলোড করঃ  http://www.fileprohost.me/b2xyimlmhz0m/EmuCR-Pcsx2-r5539.7z.html

PCSX2 এর Latest ভার্সনটা মিডিয়া ফায়ার এ দিতে পারলাম না 🙁 কারন মিডিয়া ফায়ার এ জিনিষ রাখা আর কচু গাছে পানি রাখা এক কথা। Emulator এর সাথে bios ফাইল কিভাবে সেটিংস্‌ করতে হয় তা আগের টিউনে বলা হয়েছে ........................ না জানলে দ্যাখে নিতে পারো।

ডেভিল মে ক্রাই ১ :

Genre: Hack and slash

Publisher: Capcom
M for Mature: Blood, Violence
IGN Rating: 9.6 Amazing

Settings :
সেটিংস্‌ অবশ্যই উপর'এর দ্যাখানো অনুযায়ী হতে হবে। তানাহলে গেম ঠিক মত রান করবে না।
ডেভিল মে ক্রাই ১ ডাউনলোড লিঙ্ক :
ডেভিল মে ক্রাই ২:

Genre: Hack and slash

Publisher: Capcom
M for Mature: Blood, Violence
IGN Rating: 7.0 good

Settings :
এই গেমটির রেজোলিউশান অনেক হাই করলে ও গেম স্লও হয় না ..................... তবুও যদি আপনার কম্পিউটারে স্লও আসে তাহলে কাস্টম রেজোলিউশান 1024 by 1024 দাও ।
ডেভিল মে ক্রাই ৩ :

Genre: Hack and slash

Publisher: Capcom
M for Mature: Blood, Violence

IGN Rating: 9.6 Amazing

ডেভিল মে ক্রাই ৩ PCSX2 তেও খেলা যায় ........................ কিন্তু এইটার পিসি ভার্সন আছে । তাই পিসি ভার্সনের ডাউনলোড লিঙ্ক দিলাম ।
বন্ধুরা আজ এ পর্যন্তই। ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য । ইনশাআল্লাহ্‌ আবার টিউন করব।

Level 0

আমি Razurocker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন । ভাই PHP MYSQL এর বাংলা ইবুক এর address জানা আছে?

ভাই আপনিত PCSX2 দিয়া দিয়া ফাটাইয়া দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার টিউন করার জন্য ।

Level 0

ভাই আপনি তো কমেন্ট কইরা ফাটাইয়া দিলেন 😛 । আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কমেন্ট করার জন্য ।

Level 0

@nahidchayan ভাই ধন্যবাদ । PHP MYSQL এর বাংলা ইবুক এর address জানা নাই 🙁

Level 0

pc-r configuration kemon hote hobe? Dual core: 2.3, 2GB ram e ki cholbe? Graphics card built-in

Level 0

Built in graphics card e valo asbe na ………………….. কাস্টম রেজোলিউশান 512 by 512 deye dakte paren

Level 0

ভাই, আমার তো গেমের ওয়ালপেপারই সাপোর্ট করে না পিসিতে, কি করি বলেন তো ভাই? 😛

Level 0

খুবই চিন্তার বিষয় @ABS Liton ভাই …………………… যেহুতু আপনার কম্পিউটার এ গেম এর wallpaper সাপোর্ট করে না ……………… আমি নিশ্চিত আপনার কম্পিউটারে toiletpaper ঠিকই সাপোর্ট করবে 😛

    Level 0

    @Razurocker: Dragon Ball Z Budokai Tenkaichi 3 এর setting টা দয়া করে ভাই দিবেন । আমার পিসি কনফিগার টা হল Pentium 4 Prosesor 2.80Ghrz Ram 512 Direct3D 9 suported। Plz any help me…………..