Playstation 2 এর গেম খেলুন পিসিতে (পর্ব ১) God of war 1, 2

টেকটিউনের সাথে যুক্ত হয়েছি অনেকদিন আগে । টিউন করার ইচ্ছা অনেক আগে থাকেই ছিল । কিন্তু সময় এর অভাবে টিউন করা হয়ে ওঠে না । আজ বসে পরলাম একটা টিউন করার জন্য । এইটা আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আজ আমি আলোচনা করব কিভাবে PlayStation 2 এর গেম পিসি তে কিভাবে smoothly খেলা যায় ।  আশা করি যারা PlayStation 2 এর গেম পিসি তে খেলতে চান তাদের কাজে আসবে। কারন আমাদের সবার পক্ষে PlayStation 2 কেনা সম্ভব নয়। আর যদি PlayStation 2 এর ম্যাক্সিমাম গেম  পিসি তে খেলতে পারা যায় তাহলে PlayStation 2 কেনার দরকার কি।

বলে রাখা ভাল এই emulator দেয়ে গেম খেলতে হলে আপনার pc requirements যা লাগবে :

Minimum

* Windows/Linux OS

* CPU that supports SSE2 (Pentium 4 and up, Athlon64 and up)

* GPU that supports Pixel Shaders 2.0

* 512mb RAM

Recommended

* Windows Vista 32bit/64bit

* CPU: Intel Core 2 Duo @ 3.2ghz or better

* GPU: 8600gt or better

* 1gb RAM (2gb if on Vista)

Playstation 2 গেম এর আসল টেস্ট পেতে চাইলে একটা  USB joystick লাগবে। আইডিবিতে ৩০০ থেকে ৩৫০ এর মধ্যে এই usb vibration joystick টি পেয়ে যাবেন।

সরাসরি কাজের কথায় চলে আসি। প্রথমে এই লিঙ্ক থেকে Playstation 2 এর Emulator এবং Bios ডাউনলোড করুন।

http://www.mediafire.com/?1pb43pxc1yezxsq

এরপর pcsx2-0.9.8-r4600 সফটওয়্যারটি ইন্সটল করুন।

Instell করার সময় নিচের সবগুলো অপশনে click করুন।

পুরপুরি install হওয়া পর্যন্ত অপেক্ষা করুন কারন emulator এর সাথে Directx web, visual C++ set up নেয়।

এবার প্রোগ্রামটি ওপেন করুন।  Next বাটন এ ক্লিক করুন।

Next বাটন এ ক্লিক করুন।

এরপর Ps2 Bios পাইয়ে দেতে হবে। Use default setting অপশন এর টিক তুলে দিন।

Emulator এর সাথে bios ফাইল ও upload করা হয়েছে । Browse দিয়ে Bios folder টি পাইয়ে দিন।

এরপর পছন্দের bios অপশনটি ক্লিক করে finish বাটন এ ক্লিক করুন।

এবার ডেক্সটপ থেকে pcsx2 0.9.8 সফটওয়্যারটি ওপেন করুন।

এরপর config বাটন এ ক্লিক করুন।

Plugin/Bios Seletor অপশন এ ক্লিক করুন।

এবার plugins এর 3rd অপশনটিতে ক্লিক করুন।

এবার plugins অপশন এর configure বাটন এ ক্লিক করুন।

এবার plugins configure করতে হবে। যদি আপনার graphics কার্ড directx 10 অথবা 11 হয় তাহলে rendar অপশন থেকে সিলেক্ট করুন।

যদি আপনার graphics কার্ড high range এর হয় তাহলে উপরের দেখানো ছবির মত configure করে নিন।

যদি উপরের সেটিং এ গেম slow চলে  তাহলে native অপশনটি অন করুন।

এবার controllar setting করতে হবে।  PAD এর configure বাটনে ক্লিক করুন। PAD 1 button এ ক্লিক করুন।

এবার আপনার USB Vibration joystick এর মাধ্যমে Controllar setting করে নিন। হয়ত মাথামুণ্ডু কিছু বুঝতে পারসেন না কিভাবে configure করবেন। তাহলে নিচের ছবিটি দেখুন।

আশা করি এখন এর কারো বুজতে অসুবিধা হবে না ।

যদি gamepad এ vibration দিতো তাহলে মন্দ হত না। Vibration পেতে চাইলে  উপরের ছবির মত configure করে নিন। তবে এই জন্য আপনার vibration software তা ইন্সটল থাকতে হবে। Apply দিয়ে OK বাটনে ক্লিক করুন।

এবার Emulation settings এ ক্লিক করুন।

GS Window/Fit to window তে ক্লিক করুন এতে গেমটি fullscreen আসবে।

এরপর স্পীড হ্যাক অপশনটি অন করুন এবং উপরের ছবির মত কনফিগার করুন। অ্যাপ্লাই করে ওকে দিয়ে বেড়িয়ে আসুন।

ব্যাস আপনার এমুলাতরটি গেম চালানোর জন্য তৈরি 😀 । এবার আপনার দরকার ps2 game এর Iso ফাইলটি। CDVD/Iso Selector/ Browse এ ক্লিক করুন।

গেম সিলেক্ট করুন এরপর open করুন। ব্যস গেম চালু  double click করে গেমটি full screen করুন। ব্যস কোপান 😀 ।

কি God of war 1, 2 এর download link দরকার । ওইটা ও দীতাসি ........................ ।

Torrent link:

God of war 1:

http://thepiratebay.se/torrent/4465341/God_of_War

God of war 2:

http://thepiratebay.se/torrent/3643857/God.of.War.2.NTSC.PS2DVD5-Hursty_%5B100__WORKING_%5D

আপনাদের সাড়া পেলে Next পর্বে Playstation 2 এর আরও কিছু Game এর সেটিং নিয়ে আলোচনা করব। তাছাড়া Playstation Portable (PSP) , Nintendo wii, Saga Dreamcast এর গেম কিভাবে কম্পিউটারে খেলা যায় তা নিয়ে আলোচনা করব।

Level 0

আমি Razurocker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে

Level 0

ভাই সব কিছুই ত করলাম কিন্তু গেমস তো রান হয় না আমি আমার পিসিতে G.I.JOE খেলার চেষ্টা করতেছি কিন্তু পারছি না Plz Help me

Level 0

dhonnobad pc clinic bd

Level 0

Sagar_p2 G.I.JOE ar setting ……………. asa kori valo vabe’e cholbay
http://www.mediafire.com/?u8qnlcalh8wwmmv

Level 0

SOFWARE Link ta invalid dekha cche
abar link den pls

Level 2

Invalid or Deleted File.

নতুন কইরা আপলোড করেন পিলিজ। :[

Level New

eta toe 0.9.8 er theke newer version 1.5.0 onek age released hoyese. http://www.pcsx.net/downloads/Pcsx-1.5.zip

Level New

Uporer ta PS1 emulator And PCX2 er new version 1.0.0. http://pcsx2.net/download.html

Level 0

@utshoo & @siafmsi সফটওয়্যারটা আবার upload করছি ……… check করুন ।

Level 0

আনিছুর রহমান ভাই আবার check করুন ।

চালায় যান ভাই , যদিও গেম কম খেলি তার পর আপনার টিউন পরার পর গেম খেলার ইচ্ছে জাগল

Level 0

PS2 এর অনেক গেম বাসায় পড়ে আছে। কন্ত্রলার ভেঙ্গে গেছে বলে কেনা হয় না। সফটওয়্যার টা ট্রায়াল মেরে দেখতে হবে। টিউনটির জন্য ধন্যবাদ 😀

Level 0

@Md Arif Hossain & @iamnayem ভাই আপনাদের কমেন্ট এর জন্য ধন্যবাদ।

Razurocker ভাই চমৎকার হইছে । আপনার বর্ণনা অনেক সহজ এবং সুন্দর ।

Level 0

ধন্যবাদ ভাই @Tasnim Ahmed RiSan

ভাই ps-3 গেম pc তে খেলা যাবে না? আর আমার pc প্রসেসর dual core ,1GB Ram, AGP-256. ps-2 গেম খেলতে পারবো?

আর একটু সাহায্য চাই..আমি আমার নামের সাথে প্রফাইল পিকচার এড্ করতে পারছি না।দেখতেই পারছেন আমার নাম কালু বিল্লা লেখা আছে কিন্তু কোন ছবি নাই। কিভাবে ছবি এড করবো দয়া করে বলবেন প্লিজ?

Level 0

@ কালু বিল্লা আপনার Dashboard তে জান।তারপর “আপনার টিউনার পিকচার পরিবর্তন করুন” এখানে click করেন।gravatar.com web sit আসবে এখানে sin in করে ছবি upload করেন Ok bro.

Level 0

@Razurocker ভাই আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ।আরও অনেক ভাল ভাল গেম চাই।আশা করি তারাতারি আরো গেম এর link দিবেন।

Level 0

কালু বিল্লা ভাই আপনি PS2 এর গেম আপনি খেলতে পারবেন কিন্তু রেজোলিউশান কমিয়ে নিতে হবে। আর ভাই আমি PS3 নিয়ে অনেক ঘাটাঘাটি করসি। কিন্তু সবি fake। PS2 এর গেম চালাইতেই পিসির অবস্থা খারাপ হয়ে যায় আর PS3 এর গেম চালু করতে ত নাসার সুপার কম্পিউটার দরকার 😛

Level 0

@Hit Regan ভাই আপনাকেও ধন্যবাদ । ইনশাআল্লাহ্‌ আর টিউন করার আশা আছে। God of war 1, 2 খেলছেন ? সব অ্যাকশান গেম এর বাপ।

    Level 0

    @Razurocker: ভাই DVD কিনে God of war 1 খেলে ছিলাম। গেম Smoothly চলে না তাই খেলে শেষ করি নাই।আপনার দেয়া God of war 1 এর iso নামাছি।ভাই গেম Smoothly চলবে তো?ভাই 3gb download করার পর গেম Smoothly না চল্লে খুব খারপ লাগবে।আশা করি আপনার দেয়া গেম ভাল ভাবেই চলবে।

Level 0

Thank u for sharing vaia.

Level 0

ভাই এইবার smoothly চলবে । আপনার কম্পিউটার এর কনফিগটা বলবেন।

    Level 0

    @Razurocker: আমার pc এর কনফিগটা হল Cpu: core 2 duo.
    Ram 4gb. এবং PCI Express: Nvidia gtx 550 ti 1gb.
    কি ভাই smoothly চলবে তো???????????

Level 0

Thanks @Jiya.Uddin vaia

Level 0

Kono Vaijan ki amake ai games tir Dragon Ball Z Budokai 3 PS2 (HIGHLY COMPRESSED) sothik download link dite parben amake link ti dile onek upokrito mone korbo

Level 0

@Regan vai aibar khali cholbe na dourabe……….
Apnar PCI Express: Nvidia gtx 550 ti ta jinish akta 😀

Level 0

vay devil may cry 1&2 er link den. plsssssssss

Level 0

@Razurocker:ভাই পুরাই মাথা নষ্ট গেম তো জটিল চলতেছে।ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।ভাই গেম কিভাবে সেভ করে খেলব আর সেভ গেম কিভাবে রান করাব plz একটু তারাতারি বলেন ভাই।

Level 0

@Regan vai apni game’e normal vabe’e save korte parben …………… 2 ta memory card dawya ase 1 & 2 ……………. jeta’te khushi save koren…………… achara game ta start koren tarpor emulator option System e jan………. tarpor save state e jan ………. jekhane khushi save korun (slot 1, slot 2, slot 3,4,5 onek gulo ase)…….. ar load korte chailay Load state jan ….. je slot e apni save koresen …….. (example slot 1) oita click korun ……… aibar aktu hasun 😀

Level 0

@HITSss next tune e Devil may cry , metal gear solid , god hand, etc neye tune korbo

Level 0

HA HA HA HA HA HA 🙂 🙂 🙂 চরম আর জটিল।Razu ভাই next টিউন এ অবশ্যই Devil may cry 1& 2 দিবেন।আপনার সুন্দর tune এর জন্য অপেক্ষায় রইলাম।

ভাইয়া আমার পিসি কনফিগঃ1.intel pentium dual cpu 2.20ghz
2.2gb ram
3.agp- windows 7 e 782mb
আমারটাতে কেমন চলবে?

খুব সুন্দর টিউন। আপনাকে ধন্যবাদ। ভাইয়া পিএসপি এমুলাতর নিয়ে পোস্ট করিয়েন।

Level 0

@SIFATchowdhury………… Built in grapics এ কিছুটা স্লও চলতে পারে ……………… যদি স্লও চলে তাহলে plugings setting এ গিয়ে 1024 * 1024 এর জায়গায় 512 * 512 দিয়ে দাখতে পারেন

Level 0

ভাই, আমার তো গেমের ওয়ালপেপারই সাপোর্ট করে না পিসিতে, কি করি বলেন তো ভাই? 😛

Level 0

খুবই চিন্তার বিষয় @ABS Liton ভাই …………………… যেহুতু আপনার কম্পিউটার এ গেম এর wallpaper সাপোর্ট করে না ……………… আমি নিশ্চিত আপনার কম্পিউটারে toiletpaper ঠিকই সাপোর্ট করবে 😛

    Level 0

    @Razurocker: lolzzzz…….. Razu, mia……tumio ki toiletpaper tomar pc te use koro naki? 😛

Level 2

ভাই একটা অনুরোধ পিলিজ মিডিয়াফায়ারে আপলোড কইরেন না। মিডিয়াফায়ার পুরাই ফাউল একটা সাইট হয়ে গেছে। সবকিছু ডিলিট করে দেয়। soft & bios আবার ডিলিট হয়েছে। পারলে অন্য সাইটে আপলোড করেন। ধন্যবাদ।

Level 0

Dragon Ball Z Budokai Tenkaichi 3 এর setting টা দয়া করে কোন ভাই দিবেন । আমার পিসি কনফিগার টা হল Pentium 4 Prosesor 2.80Ghrz Ram 512 Direct3D 9 suported। Plz any help me…………..

Level 0

vai. controller diye khela jay na kno? gow…..

Level 0

link update kore deyesi ………………. check korun
torrent: http://thepiratebay.se/torrent/7041785/

Level 0

controller deye khala jay post er suru te dawya ase @hasan vai