টেকটিউনের সাথে যুক্ত হয়েছি অনেকদিন আগে । টিউন করার ইচ্ছা অনেক আগে থাকেই ছিল । কিন্তু সময় এর অভাবে টিউন করা হয়ে ওঠে না । আজ বসে পরলাম একটা টিউন করার জন্য । এইটা আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আজ আমি আলোচনা করব কিভাবে PlayStation 2 এর গেম পিসি তে কিভাবে smoothly খেলা যায় । আশা করি যারা PlayStation 2 এর গেম পিসি তে খেলতে চান তাদের কাজে আসবে। কারন আমাদের সবার পক্ষে PlayStation 2 কেনা সম্ভব নয়। আর যদি PlayStation 2 এর ম্যাক্সিমাম গেম পিসি তে খেলতে পারা যায় তাহলে PlayStation 2 কেনার দরকার কি।
বলে রাখা ভাল এই emulator দেয়ে গেম খেলতে হলে আপনার pc requirements যা লাগবে :
Minimum
* Windows/Linux OS
* CPU that supports SSE2 (Pentium 4 and up, Athlon64 and up)
* GPU that supports Pixel Shaders 2.0
* 512mb RAM
Recommended
* Windows Vista 32bit/64bit
* CPU: Intel Core 2 Duo @ 3.2ghz or better
* GPU: 8600gt or better
* 1gb RAM (2gb if on Vista)
Playstation 2 গেম এর আসল টেস্ট পেতে চাইলে একটা USB joystick লাগবে। আইডিবিতে ৩০০ থেকে ৩৫০ এর মধ্যে এই usb vibration joystick টি পেয়ে যাবেন।
সরাসরি কাজের কথায় চলে আসি। প্রথমে এই লিঙ্ক থেকে Playstation 2 এর Emulator এবং Bios ডাউনলোড করুন।
http://www.mediafire.com/?1pb43pxc1yezxsq
এরপর pcsx2-0.9.8-r4600 সফটওয়্যারটি ইন্সটল করুন।
Instell করার সময় নিচের সবগুলো অপশনে click করুন।
পুরপুরি install হওয়া পর্যন্ত অপেক্ষা করুন কারন emulator এর সাথে Directx web, visual C++ set up নেয়।
এবার প্রোগ্রামটি ওপেন করুন। Next বাটন এ ক্লিক করুন।
Next বাটন এ ক্লিক করুন।
এরপর Ps2 Bios পাইয়ে দেতে হবে। Use default setting অপশন এর টিক তুলে দিন।
Emulator এর সাথে bios ফাইল ও upload করা হয়েছে । Browse দিয়ে Bios folder টি পাইয়ে দিন।
এরপর পছন্দের bios অপশনটি ক্লিক করে finish বাটন এ ক্লিক করুন।
এবার ডেক্সটপ থেকে pcsx2 0.9.8 সফটওয়্যারটি ওপেন করুন।
এরপর config বাটন এ ক্লিক করুন।
Plugin/Bios Seletor অপশন এ ক্লিক করুন।
এবার plugins এর 3rd অপশনটিতে ক্লিক করুন।
এবার plugins অপশন এর configure বাটন এ ক্লিক করুন।
এবার plugins configure করতে হবে। যদি আপনার graphics কার্ড directx 10 অথবা 11 হয় তাহলে rendar অপশন থেকে সিলেক্ট করুন।
যদি আপনার graphics কার্ড high range এর হয় তাহলে উপরের দেখানো ছবির মত configure করে নিন।
যদি উপরের সেটিং এ গেম slow চলে তাহলে native অপশনটি অন করুন।
এবার controllar setting করতে হবে। PAD এর configure বাটনে ক্লিক করুন। PAD 1 button এ ক্লিক করুন।
এবার আপনার USB Vibration joystick এর মাধ্যমে Controllar setting করে নিন। হয়ত মাথামুণ্ডু কিছু বুঝতে পারসেন না কিভাবে configure করবেন। তাহলে নিচের ছবিটি দেখুন।
আশা করি এখন এর কারো বুজতে অসুবিধা হবে না ।
যদি gamepad এ vibration দিতো তাহলে মন্দ হত না। Vibration পেতে চাইলে উপরের ছবির মত configure করে নিন। তবে এই জন্য আপনার vibration software তা ইন্সটল থাকতে হবে। Apply দিয়ে OK বাটনে ক্লিক করুন।
এবার Emulation settings এ ক্লিক করুন।
GS Window/Fit to window তে ক্লিক করুন এতে গেমটি fullscreen আসবে।
এরপর স্পীড হ্যাক অপশনটি অন করুন এবং উপরের ছবির মত কনফিগার করুন। অ্যাপ্লাই করে ওকে দিয়ে বেড়িয়ে আসুন।
ব্যাস আপনার এমুলাতরটি গেম চালানোর জন্য তৈরি 😀 । এবার আপনার দরকার ps2 game এর Iso ফাইলটি। CDVD/Iso Selector/ Browse এ ক্লিক করুন।
গেম সিলেক্ট করুন এরপর open করুন। ব্যস গেম চালু double click করে গেমটি full screen করুন। ব্যস কোপান 😀 ।
কি God of war 1, 2 এর download link দরকার । ওইটা ও দীতাসি ........................ ।
Torrent link:
God of war 1:
http://thepiratebay.se/torrent/4465341/God_of_War
God of war 2:
http://thepiratebay.se/torrent/3643857/God.of.War.2.NTSC.PS2DVD5-Hursty_%5B100__WORKING_%5D
আপনাদের সাড়া পেলে Next পর্বে Playstation 2 এর আরও কিছু Game এর সেটিং নিয়ে আলোচনা করব। তাছাড়া Playstation Portable (PSP) , Nintendo wii, Saga Dreamcast এর গেম কিভাবে কম্পিউটারে খেলা যায় তা নিয়ে আলোচনা করব।
আমি Razurocker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে