সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভার্চুয়াল কম্পিউটার ইন্সটিটিউট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাদের কে স্বাগতম। বর্তমান বিশ্বের সাথে তালমিলিয়ে আপনার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কে ডিজিটাল অনলইন ভিত্তিক ডাটাবেজ সিস্টেমের আওতায় নিয়ে আসুন! আর খুব সহজেই আপনি আপনার প্রতিষ্ঠানের দৈনন্দিন হিসেব নিকাশ, ছাত্র ছাত্রী ভর্তি, পেমেন্ট আদায়, ইনভয়েস, রেজিষ্ট্রেশন, শিক্ষক ব্যবস্থাপনা, ব্যাংকিং লেনদেন, রশিদ আদায় সহ সকল প্রকার বিষয়াদি একেত্রে দেখতে এবং জানতে পারবেন।
Login Details Information আমাদের ডাটাবেজে এ আপনি পাবেন বাম পাশের সাইডবার হতে সকল বিষয়াদি ব্যবহারের সূযোগ। সকল প্রকার মেনু সমূহ রেসপন্সিভ এবং সকল ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারে সূযোগ। আমাদের ডাটাবেজ সিস্টেমের ডেমো দেখতে এখানে ক্লি করুনঃ- Click Here to View Demo Site অথবা উক্ত লিক্টটি কপি করে ইন্টারনেট ব্রাউজারে পেষ্ট করুন http://vit-bd.com/demo/signin.php
ডেমো একাউন্টে প্রবেশের জন্য বিস্তারিত তথ্যাদি দেওয়া হল নিচে-
ফিচার সমূহ বিস্তারিতঃ
# আমাদের ডাটাবেজ সিস্টেমে রয়েছে 3 ধরনের ইউজার একান্ট সিস্টেম (Admin, Teacher, Accountant)।
# ভিন্ন ভিন্ন একাউন্টে রয়েয়ে ভিন্ন ভিন্ন প্রকারের সার্ভিস একসেস এবং প্রটেক্টিং সিস্টেম।
# খুব সহজেই একাউন্টে লগিং এবং একাউন্ট ব্যবস্থাপনা করা সম্ভব।
# Admin - একাউন্টে রয়েছে সকল প্রকার একসেস এর ব্যবস্থা এবং সকল প্রকার ক্ষমতা ব্যবহারের সূযোগ।
# Teacher - একাউন্টে রয়েছে শুধুমাত্র শিক্ষার্থী ভর্তি এবং তথ্যাদি প্রেরণের ক্ষমতা।
# Accountant- একাউন্টে রয়েছে পেমেন্ট সংক্রান্ত সকল বিষয়াদি নিয়ে কাজ করার ক্ষমতা।
# উক্ত ডাটাবেজ সিস্টেমটি আমরা দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছি এবং একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সকল বিষয়াদি এখানে রাখার চেষ্ট করা হয়েছে।
# প্রোয়জনে রয়েছে চাহিদা মোতাবেক একাধিক নতুন বিষয়াদি সংযোজনের ব্যবস্থা।
# উক্ত ডাটাবেজ প্রোগ্রামটি PHP, MySQL, Jave Script, Ajax, Bootstrap, Data Table সহ নতুন নতুন ফিচার সমৃদ্ধ।
# সম্পূর্ন প্রোজেক্টটি PHP এবং MySQL বেজ হওয়ায় সুপার ফাষ্ট স্প্রিডে কাজ করবে।
# আমরা সম্পূর্ন ডাটাবেজ সিস্টেমটি আপনার জন্য ডোমেইন এবং হোস্টিং সাভিস সহ কনফিগারেশন করে দেব।
# প্রোয়জন মোতাবেক আমরা সার্ভার একসেস, ব্যবআপ এবং আপগ্রেডিং সিস্টেমটি দেখাশোনা করব।
# আর এই সকল কিছুই রয়েছে আপনার জন্য খুব সহজেই। এবং সাথে রয়েছে একটি ডোমেইন এবং হোস্টিং সহ সম্পূর্ন ইন্সটলেশন। (ডোমেইন এবং হোস্টিং সহ)।
# সত্যিকার অর্থে কম্পিউটর প্রশিক্ষণ ব্যবস্থাপনার জন্য এ ধরনের কোন প্রকার সফটওয়্যার বাজরে পাওয়া যায় না।
# উক্ত ডাটাবেজ প্রোগ্রামটি আমরা সম্পূর্নরুরেপ নিজেদেন জন্যে তৈরি এবং ব্যবহার করে আসিছি।
# কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ব্যবস্থাপনা সিস্টেমটি সম্পূর্ন ডাইনামিক এবং মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহারের সূযোগ।
# কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ব্যবস্থাপনা সিস্টেম এ আপনি চাইলে মাউসের মাত্র কয়েকটি ক্লিক করে দৈনিক, মাসিক, বাৎসরিক হিসেব, পেমেন্ট গ্রহণ, ছাত্র ছাত্রী তথ্য দেখাতে এবং পিডিএফ আকার পেতে পারেন।
# আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ব্যবস্থাপনা সিস্টেমটিতে খুব সহচেই ইনভয়েস প্রিন্ট করার সূযোগ রয়েছে।
আমি Tuton Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 51 টিউনারকে ফলো করি।