ঙ্কিছু দিন আগে LG এর একটি মোবাইল কিনলাম। আজকে গ্রামীনফনের P6 নিলাম। কম্পিউটারে ইন্টারনেট চালাতে পারি কিন্তু মোবাইল থেকে পারছি না। ওদের অফিসে অনেকবার ফোন দিয়েছি তারা বলল আপনার মোবাইল তিনটা ম্যসেজ পাটানো হবে। আপনি শুধু ১২৩৪ দিয়ে save করে নিবেন। কিন্তু আমি মোবাইল কোন ম্যসেজ পাই না। আবার ফোন দিলে তারা বলে আপনার ফোনে manually ইন্টারনেট সেট করতে হবে।
এখন আমি কিভাবে manually ইন্টারনেট সেট করব? কি কি সেটিং করতে হবে? APN ,Proxy কি দিবো?
আমি তাপস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার মোবাইল ফোনের মডেল নাম্বার জানা থাকলে Internet(space)LG(space) Model Name লিখে ৮০৮০ তে পাঠিয়ে দেখতে পারেন।
তার পরেও না আসলে, পিসি থেকে গ্রামীনফোনের অনলাইন কাষ্টমার কেয়ারে ফ্রিতে যোগাযোগ (চ্যাটিং) করে সমস্যার কথা বলে সমাধান নেন।
http://www.grameenphone.com/customer-service/online-customer-service