WAMP ইন্সটল ও একটি PHP প্রোগ্রাম রান [পর্ব ২]

প্রোগ্রামিং শেখার শুরুতে কেউ যদি প্রথম একটি প্রোগ্রাম কিভাবে রান করে দেখিয়ে না দেয়, তাহলে নতুন দের জন্য রান করা অনেক কঠিন হয়ে যায়। যদি ও কাজ টি অনেক সহজ।

আমি শুধু একটি প্রোগ্রাম রান করে দেখিয়ে দিব, আপনাদের কারো PHP শিখার ইচ্ছে থাকলে তার পর নিজে নিজেই শিখে নিতে পারবেন। PHP প্রোগ্রামিং রান করার জন্য আপনার কম্পিউটারকে সার্ভার হিসেবে তৈরি করতে হবে । সার্ভার হিসেবে আমাদের পিসি কে ব্যবহার করার জন্য অনেক গুলো ইন্ট্রিগ্রেটেড সফটওয়ার পাওয়া যায়। এটি নির্ভর করে আপনার অপারেটিং সিস্টেমর উপর। উইন্ডোজের জন্য WAMP।

তার আগে একটি পোস্ট দিয়েছি। তা দেখে নিতে পারেন।

PHP শিখুন, নিজেকে তৈরি করুন একজন দক্ষ প্রোগ্রামার হিসেবে

এখানে একটি বই ও WAMP এর ডাউনলোড লিঙ্ক দিয়েছি। WAMP ডাউনলোড করে নিন। তার পর সাধারন নিয়মে তা ইন্সটল করে নিন। এবার Start>> Program file>>WAMP Server>>> Start WAMP Server এ গিয়ে WAMP Server রান করুন। তাহলে সিস্টেম ট্রেতে নতুন একটি আইকন দেখবেন। তার উপ Right Click করে Put Online নির্বাচক করুন।

যদি Put Online থাকে তাহলে আর কিছুই করতে হবে না। এবার আপনার ব্রাউজারে গিয়ে http://localhost/ লিখুন । যদি নিছের মত দেখতে পান তাহলে মনে করবেন আপনার WAMP Server রান করছে।

এবার দেখব কিভাবে একটি প্রোগ্রাম রান করবেন।

আপনার কোড গুলো একটি নোট প্যডে লিখে নিন। যেমন আমি নিছের কোড গুলোর যেকোন একটি লিখলাম।

<?php
echo"Hello, Tuner!!! It's my first PHP script";
?>


<?php
print"Hello, Tuner!!! It's my first PHP script";
?>


<?php
printf("Hello, Tuner!!! It's my first PHP script");
?>

এবার এটির একটি নাম সিলেক্ট করে Extension পরিবর্তন করে .php দিন। যেমন আমি দিলামঃ  hello.php । খেয়াল রাখবেন যেন কোন Space না থাকে।

তার পর আপনার WAMP Server এর Root ডিরেকট্ররিতে রাখুন। রুট ডিরেকট্ররি নির্ভর করে আপনার ইন্সটলেশনের উপর। স্বাভাবিক ভাবে রুট ডিরেকট্ররি হচ্ছে ::::: C:\wamp\www । অর্থাৎ www ফোল্ডার। আপনার ফাইলটি www ফোল্ডারের ভিতর রাখুন। এবার আপনার ব্রাউজারে http://localhost/ফাইলেরনাম.php দিন। দেখবেন আপনার প্রোগ্রাম রান হয়েছে। আমি যেহেতু  hello.php  দিলাম তাই আমার ক্ষেত্রে হবে http://localhost/hello.php এবং নিচের মত রান হবে। এবং লেখা উঠবেঃ Hello, Tuner!!! It's my first PHP script

আসা করি আপনারা এবার PHP শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।

Happy Programming!!!!

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জিটিলসসসস সব টিউন করা আরম্ভ করছেন দেখি। মনে হচ্ছে খুব তাড়াতাড়িই সেঞ্চুরী পুরন করে ফেলবেন।
ধন্যবাদ।

    জটিল হয়েছে নাকি??? তাহলে তো 😛 ভালো…।

জটিল কাজ সোজাসসসসসস করার টিউন করার জন্য আন্তরিক অভিনন্দন। 🙂

    আপনাকে ও ধন্যবাদ। মিট আপে আসছেন??

থ্যাংকু বশ কাজে লাগবে, আশা করি মাঝ রাস্তায় ছেড়ে দেবেন না।

    আপনাকে ও ধন্যবাদ। মরে গেলে???

জাকির ভাই অসাধারন টিউন। প্লিজ থামবেন না, চালিয়ে যান।

পুদিনা পাতা ভাই এর বিভিন্ন টিউটোরিয়াল এবং আপনার এই PHP টিউটোরিয়াল দেখে আমি এগুলো শেখার প্রতি উৎসাহিত হয়েছি। আমি এখন HTML শিখতেছি। PHP শেখার জন্য HTML, CSS এইগুলো আগে শেখা কি জরুরী? আর একটি প্রশ্ন – PHP এর কোডগুলো কি কেস সেনসিটিভ?

ছোট একটা পরামর্শঃ PHP কোডের বিভিন্ন ইলিমেন্টের বিস্তারিত পরিচয় দিলে বুঝতে আরও সুবিধা হতো, আশা করি বিষয়টি বিবেচনা করবেন।

    পরামর্শের জন্য ধন্যবাদ। HTML, CSS এইগুলো আগে শেখা কি জরুরী না হলে ও শিখলে ভালো হয়। হা…

Level 0

bondhu apache server diye kivabe php install korbo? plz ektu bolben………

    WAMP/XAMP ইত্যাদি ইন্ট্রিগেট অবস্থায় ইন্সটল করলে সবই এক সাথে পাওয়া যায়। তাই আমি আলাদা ভাবে চেষ্টা করি নি। তবে আমি চেষ্টা করে আপনাদের জানাবো। ধন্যবাদ

অনেক সুন্দর টিউন। কিন্তু এভাবে করার পর ও আসছে না। Not Found

The requested URL /hello.php was not found on this server. Carry on..আমি পরব

পিএইচপির লেকচার নিয়ে সবচেয়ে বড় সমস্যা হলো- ইন্টারনেটে প্রায় অনেক্বেই বায়বীয় লেকচার দেয়। রিয়েল লাইফ প্রজেক্ট দিয়ে ছোট ছোট উদহারণ খুবই কম। আশা করবো আপনি এটা ভালোভাবে দেখবেন।
আর অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করে লিখছেন। পরবর্তী লিখার আশায় থাকলাম।

    পরামর্শের জন্য অনেক ধন্যবাদ

Level 0

ভাই আমার নাম ইনছানূর রহমান,
আমার একটি সাইট আছে। http://www.khulnaview.com
এখন আমি php ও mysql এর মাধ্যমে বাংলা লিখতে চাই এবং সাইটটি বাংলাতে করতে চাই। একটু help করলে খুবই উপকৃত হতাম।

    Level 0

    by the way,
    i can use avro, unijoy, jatio keyboard also

    এটি আপনি কোন CMS ব্যবহার করেন তার উপর নির্বর করে।

Derite holeo suru korlam. Khub sundor hochche..Kintu next update kobe pabo ?

Level 0

amar pc te WAMP install korlam,green signal o dicche, i mean WAMP online. but local host to asche na …. i mean browser a http://localhost/hello.php lekhar por enter press korle kicchu ase na…page blank dekhacche….akhon ki korbo??

Level 0

amr wamp server green signal dissa na……..plz ki korbo bolan kau

    ভাই আপনি একটা কাজ করে দেখতে পারেন। যদি সেটা না করে থাকেন তাহলে। আপনি Microsoft Visual C++ 2010 x64 Redistributable Setup for 64 bit pc download (৫.৪৫ মেগাবাইট)করে ইন্সটল দিন। আর Skype online এ থাকলে off line রাখুন। এবার pc রিষ্টার্ট করুন।আর তা না হলে আপনার windows নতুন করে সেটআপ দিন। আশাকরি কাজ হতে পারে।

জাকির ভাই আমি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চাই। আমার স্কাইপি ঠিকানা : proshanto22