হ্যালো জনগন্স!
আপনি যদি পিএইচপি শিখতে চান তাহলে এই টিউন আপনার জন্য।
পিএইচপি কি?
পিএইচপি (PHP:Hypertext Preprocessor) একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ যেটা মূলত ওয়েব ডেভেলপেমেন্টের জন্য ব্যবহৃত হয়। এই প্রোগ্রামিং ল্যাংগুয়েজটির উদ্দেশ্য হল ওয়েব পেজ দ্রুত তৈরী করা।
পিএইচপি শেখার আগে কি জানা থাকা দরকার:
১. এইচটিএমএল .বিশেষ করে এইচটিএমএল ফর্ম
২. C জানা থাকে তাহলে সুবিধা আছে।
কি কি প্রয়োজন ?
যেসব ওয়েব সার্ভার পিএইচপি সাপোর্ট করে সেখানে hosting(জায়গা) নিতে হবে। এ জন্য টাকা গুনতে হবে। এ বিষয়টি নিয়ে হোস্টিং টিউটোরিয়াল বিস্তারিত আলোচনা করা আছে।
আপাতত শেখার জন্য আমরা নিজের কম্পিউটারেই ওয়েব সার্ভার ইনস্টল করে নেব। এ জন্য নিম্নোক্ত সফটওয়ারগুলি ইনস্টল থাকতে হবে আপনার কম্পিউটারে-
সার্ভার সফটওয়ার
১. একটা পিএইচপি-compitable ওয়েব সার্ভার যেমন: এপাচি তবে বর্তমানে nginx (উচ্চারন ইনজিন-এক্স) খুব জনপ্রিয়
২. পিএইচপি (ডাউনলোড)
৩. মাইসিক্যুয়েল ডেটাবেস (শুধু তখনই লাগবে যদি আপনার এপ্লিকেশনে ডেটাবেস এর কাজ থাকে)
ক্লাইন্ট সফটওয়ার
১. ওয়েব ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স (এটাতো সবার ইনস্টল দেয়াই আছে)
২. একটা টেক্সট এডিটর যেমন:নোটপ্যাড। আপনি পিএইচপি এর জন্য Specialized এডিটরও ব্যবহার করতে পারেন। ফ্রি কিন্তু সবচেয়ে সমৃদ্ধ এমন একটি এডিটর (IDE) হচ্ছে নেটবিনস।
আপনি চাইলে অনলাইনে আমাদের স্কুল এ ফ্রী কোর্স করতে পারবেন।
কোর্স রেজিস্ট্রেশন লিঙ্কঃ
http://www.hpsbangladesh.com/phpb-1
রেজিস্ট্রশন এর পরে ফেসবুকে মেসেজ দিনঃ
https://www.facebook.com/hpsbd
প্রোগ্রামিং এর উপর আমাদের ভিডিও টিউটোরিয়াল পাবেনঃ
আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় শফিকুল ইসলাম,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।