বর্তমান সময়ে পিএইচপি ডেভেলপারদের জন্য এবং পিএইচপি ভিত্তিক ফ্রেমওয়ার্ক ও সিএমএস গুলো শেখার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি অত্যাবশ্যক। পিএইচপি এর সিন্টেক্স সমূহ সি, জাভা এবং পার্লের সাথে অনেকটাই মিল আছে। আপনি যদি এই তিনটার যেকোন একটা জানেন তাহলে আপনি অনেক মিল খুঁজে পাবেন, যদি নাও জেনে থাকেন তাহলেও কোন সমস্যা নাই কারন পিএইচপি জানার জন্য আপনার কোন ল্যাংগুয়েজ জানা থাকার দরকার নাই। পিএইচপি এইচটিএমএল এর ভিতর এমবেডেড হতে পারে আবার এটাকে এইচটিএমএল এর সাথে ব্যবহার করা যেতে পারে এবং শেষে পিএইচপি ব্রাউজারে এইচটিএমএল রিটার্ন করে। পিএইচপিকে ডিজাইন করা হয়েছে এইচটিএমএল এর সাথে ব্যবহার উপযোগি করে। পিএইচপি এইচটিএমএল এর ভিতর এমবেডেড হতে পারে আবার এটাকে এইচটিএমএল এর সাথে ব্যবহার করা যেতে পারে এবং শেষে পিএইচপি ব্রাউজারে এইচটিএমএল রিটার্ন করে। পিএইচপি কোড হচ্ছে আমাদের ইনপুট এবং ওয়েব পেজ হচ্ছে তার আউটপুট। আমরা যেসব ফাইল তৈরি করবো তার শেষে .php দিয়ে সার্ভারকে বোঝাবো যে আমারা পিএইচপি নিয়ে কাজ করছি। পিএইচপি কোড হচ্ছে আমাদের ইনপুট এবং ওয়েব পেজ হচ্ছে তার আউটপুট। আমরা যেসব ফাইল তৈরি করবো তার শেষে .php দিয়ে সার্ভারকে বোঝাবো যে আমারা পিএইচপি নিয়ে কাজ করছি। বর্তমান সময়ে পিএইচপি ডেভেলপারদের জন্য এবং পিএইচপি ভিত্তিক ফ্রেমওয়ার্ক ও সিএমএস গুলো শেখার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি অত্যাবশ্যক। যারা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি শিখতে আগ্রহী তাদের জন্য এই সিরিজ। আজ দেখবেন অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে কিভাবে ক্যালকুলেটর বানাবেন।
আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।