প্রজেক্ট ভিত্তিক বাংলা পি এইচ পি (PHP) প্রোগ্রামিং টিউটোরিয়াল – পর্ব:০১

আপনারা অনেকেই জানেন, পিএইচপি দিয়ে অনেক বড় বড় ও শক্তিশালী ডাইনামিক ওয়েব সাইট অথবা ওয়েব আপ্লিকেশন তৈরি করা যায়। পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে অনেক বড় বড় ওয়েব সাইট এবং আপনারা প্রতিদিনই ব্যবহার করছেন অথচ (অনেকেই) বুঝতে পারে না যে আসলে এই ওয়েব সাইট গুলো কি দিয়ে তৈরি করা।
পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে পরিচিত কিছু ওয়েব সাইটের লিস্ট:-
  • ফেসবুক
  • টেকটিউনস
  • সামহোয়্যারইন ব্লগ
এছাড়াও আরও অনেক বড় বড় ওয়েব সাইট আছে যা পিএইচপির সাহায্যেই তৈরি করা হয়েছে।
উপরের ওয়েব সাইট লিস্ট দেখে আপনার নিশ্চয় জেনে গেছেন যে আসলেই পিএইচপি'র কাজ কি?  বর্তমানে পিএইচপি'র ব্যবহার অনেক বেড়েই চলেছে কারন পিএইচপি একটি মুক্ত সফটওয়্যার। এবং এই পিএইচপি দিয়ে নিজের ইচ্ছা মত গতিশীল ওয়েব সাইট বা ওয়েব আপ্লিকেশন তৈরি করা যায়। এবং পিএইচপি শিখেই আপনি হতে পারেন একজন ওয়েব ডেভেলপার এবং একজন ওয়েব ডেভেলপার এর দাম অনেক যা ফ্রিলান্সিং মার্কেটপ্লেস এ বুঝতে পারা যায়।
পিএইচপি শেখার জন্য অনেক ইবুক, ভিডিও টিউটোরিয়াল সহ অনেক ব্লগ এ ইংরেজি ব্লগে দেখা টিউটোরিয়াল পাওয়া যায়। তাই অনেকেই পিএইচপি শিখতে পারছেন না বিশেষ করে যারা একটু ইংরেজিতে দুর্বল। তাই এই প্রথম আপনাদের জন্যই এলো প্রজেক্ট ভিত্তিক বাংলা পি এইচ পি (PHP) প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজ  যা আপনাকে নিয়ে যাবে পিএইচপি'র এক নতুন ভুবনে।

দেখুন কোথায় এবং কিভাবে পি এইচ পি কোড লিখবেন - ভিডিওতে 

প্রজেক্ট ভিত্তিক বাংলা পি এইচ পি (PHP) প্রোগ্রামিং টিউটোরিয়াল - সব এক সাথে ইউটিউবে

Level 0

আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস