শুভেচ্ছা সবাইকে আশা করি ভাল আছেন। আমি আজ স্কুল-কলেজ এর ওয়েব সাইট নিয়ে কিছু কথা বলতে টিউন করেছি। আমরা অনেকে ওয়ার্ডপ্রেস এ সাইট করছি, আমিও করেছি http://pjmp.edu.bd কিন্তু কথা হচ্ছে আমি সাইটি তৈরি করে এর ডিসপ্লেটা সুন্দর দেখাচ্ছে। এই সাইটে কাজকি আপনি/আমি করব? না, কে করবেন স্কুল কলেজের শিক্ষক, যার ওয়েব সাইট সর্ম্পকেই ধারণা খুবই কম তার উপর ওয়ার্ডপ্রেস কাজ বুঝতেই পারছেন (সব শিক্ষক কথা বলছি না যারা পারেন না) বেশির ভাগই। আমি যে প্রতিটা অপশন প্লাগিং দিয়ে তৈরি করলাম উনি কি পারবেন প্রতি কাজ মনে রাখতে? আপনার কি মনে হয়, আমার মনে হয় না। আমি খুবই কম জানি অনেক বড় ভাই আছেন যারা খুব ভাল বুঝেন তারা হয়ত খুবই সহজ ভাবে কাজটা করেছেন কিন্তু আমার মনে হয় ওয়ার্পপ্রেস এডমিন সবারটায় সমান। আমি এই অনুভুতি থেকে চিন্তা করতে থাকি কি করা যায় শেষে এক ভাই-এর সহযোগিতায় পেমেন্ট করে নিলাম পিইচপিতে করা একটি সাইট। নতুন যে কেউ সাইটিতে তার তথ্যাদি সহজে আপলোড করতে পারবেন। এটি টান্সলেট করে ইংরেজী ভার্সন ও করতে পারবেন।
এটা ওয়ার্ডপ্রেসের থীম না।
স্কাইপি- royalnoman
ফোন- ০১৭১৪-৪৬৭৭৮৮ ফোন করার সময়- দুপুর ২.০০টা থেকে রাত ২.০০টা পর্যন্ত।
এটি আমি যে ভাবে সেটাপ করেছি- ভিডিও টিউটরিয়াল দেখতে পারেন- https://youtu.be/lGKz1s6BmLs
স্কুল সাইট তৈরি করেছেন ওয়ার্ডপ্রেসে এমন অনেকে এখন শুধু স্কুল সাইট তৈরির জন্য ওয়ার্ডপ্রেস আর উপযুগি মনে করছেন না। তাই আপনি কি করবেন সিদ্বান্ত আপনার।
আমি প্রযুক্তি প্রেমী-রয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাই রে ওয়ার্ডপ্রেসে সব ই ইজি ভাবে করা যায়। ওয়ার্ডপ্রেসে এ এডমিনের জন্য ফ্রেমওয়ার্ক দিয়ে একটা Theme Option তৈরী করে দিলেই তো হয়। ওয়ার্ডপ্রেসে এ ইউজার রোল অনেক ভাল মেন্টেইন করতে পারবে।