পিএইচপি প্রোগ্রামিং(গুরুত্বপূর্ণ অংশ) [পর্ব ৩] :: Switch Case Statement, Die Or Exit Function, Function ও Array সম্পর্কে আলোচনা (ভিডিও সহ)

আজকের পর্বে আমরা যথারীতি পূর্বের পর্বের ন্যায় পিএইচপি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। পিএইচপি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ যেমন Switch Case Statement, Die Or Exit Function, Function, Array ইত্যাদি এর কাজ নিয়ে আজকে আলোচনা করা হবে।

*  Switch Case Statement :

Switch Case Statement এর একটি উদাহরন দেয়া হলঃ


<?php 
 
$number = 5;
 
switch ($number) {
 
 case 1:
 
 echo "This is One";
 
 break;
 
 case 2:
 
 echo "This Is two";
 
 break;
 
 case 3:
 
 echo "This Is three";
 
 break;
 
 case 4:
 
 echo "This Is four";
 
 break;
 
 case 5:
 
 echo "This Is five";
 
 break;
 
 default:
 echo "There is an error";
 break;
}
 
 ?>

Switch Case সম্পর্কিত ভিডিও :

* Die Or Exit Function :

পিএইচপি প্রোগ্রামে die এবং exit খুবই গুরুত্বপূর্ণ ফাংশন। mysql_connect এ নিচে এর একটি উদাহরণ তুলে ধরা হলঃ


<?php 
 
mysql_connect("localhost", "root", "") or die("Could Not connect the database");
 
echo "Connected";
 
 ?>

এখানে localhost এ ভিন্ন নাম বা ভুল নাম টাইপ করলে die ফাংশন এর এরর মেসেজ প্রদর্শন করবে।

* Function:

পিএইচপি তে Function প্রোগ্রাম অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। এর কয়েকটি উদাহরণ দিয়ে দেয়া হলঃ

<?php 
 
// First Example
 
function myName()
 
{
 echo "My Name is Nayeem Hyder Riddhi</br>";
}
 
myName();
 
?>
 
<?php 
 
// Second Example
 
function name($name, $age)
{
 
 echo"My name is $name and age is $age</br>";
 
}
 
name('Nayeem', 22);
 
name('Hyder', 23);
 
name('Riddhi', 24)
 
?>
 
<?php 
 
// Third Example
 
function add($number1, $number2)
{
 
 $result = $number1 + $number2;
 
 return $result;
 
}
 
function divide($num1, $num2)
{
 
 $result = $num1 / $num2;
 
 return $result;
 
}
 
echo "The Result is " .divide(add(150, 150), add(15, 15))."</br>";
 
?>
 
 <?php
 
 // Fourth Example
 
 function retrnValue()
 
 {
 
 $num1= 10; $num2=50;
 
 $sum= $num1+$num2;
 
 return $sum;
 
 }
 
 echo retrnValue();
 
 ?> 

Function সম্পর্কিত ভিডিও :

* Array:

Array হচ্ছে কিছু নামসমূহের Data Collection। নিচে এর একটি উদাহরণ দেয়া হলঃ

<?php
 
$name = array("nayeem", "Hyder", "Riddhi");
 
$name[3]= "MyName";
 
echo "$name[2]</br>";
 
print_r($name);
 
?>

Array সম্পর্কিত ভিডিও :

এই ছিল আজকের Switch Case Statement, Die Or Exit Function, Function ও Array সম্পর্কে টিউন।

আমার youtube channel

Level 0

আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

free internet update, web devlopment, HTML, HTML 5 , CSS, java script, full tutorials পেতে সবসময় আমাদের সাথেই থাকুন।
http://forambd24.blogspot.com