আসসালামু আলাইকুম। টেকটিউনের সকল টিউনার, ভিসিটর ও অন্যান্যদের আমার সালাম জানাই। টিউনের টাইটেল দেখে এড়িয়ে যাচ্ছেন? হুম, যাওয়াটাই স্বাভাবিক। কারণ এডফ্লাই নিয়ে কম-বেশি সবাই জানে। তাই আগ্রহ কম। তাছাড়া টেকটিউনের নিতীমালা অনুযায়ী সকল ধরনের Affiliate শর্ট লিঙ্ক শেয়ার করা নিষেধ। ভয় নেই আমি আজকে অন্য কিছু নিয়ে এসেছি।
আমি তৈরি করেছি একটা সিম্পল কিন্তু প্রয়োজনীয় স্ক্রিপ্ট। যেটা এডফ্লাই API ব্যবহার করে এবং যার সাহায্যে আপনি একটি লিঙ্ক শর্টনিং সার্ভিস চালু করতে পারবেন। আর মজার ব্যাপার হল শর্ট করা লিঙ্কগুলাতে ক্লিক পড়লে আপনার এডফ্লাই একাউন্টে টাকা জমা হবে।
যারা এখনও বিষয়টা বুঝে উঠতে পারেননি তারা একবার ডেমোটা দেখে নিন।
কি এবার নিশ্চয় বিষয়টা পরিষ্কার হয়েছে? তাহলে চলুন শুরু করে দিই। 😀
প্রথমে নিচের লিঙ্ক থেকে ZIP ফাইলটি ডাউনলোড করে নিন। মাত্র ২৮৩ কিলোবাইট সাইজ 🙂
ডাউনলোড হয়ে গেলে ফাইলটি আপনার হোস্টিংয়ে আপলোড করুন এবং একটা ডিরেক্টরিতে এক্সট্রাক্ট করুন। আগেই বলেছি এটুকু দক্ষতা আপনার অবশ্যই থাকা লাগবে। যাই হোক, এক্সট্রাক্ট হয়ে গেলে FTP/cPanel File Manager দিয়ে config.php ফাইলটি এডিটরে Open করুন।
ফাইলটি ওপেন করলে নিচের মত কোড দেখতে পাবেনঃ
<?php /* Project: URL Shortener using **** API Project URI: http://mirazmac.info Description: URL Shortner is a simple script which gives opportunity to your visitors for generating short URL from your site. This Script uses *** API. So you will get the money for all the clicks on the generated links. Project Version: 1.0 Author: MiraZ Mac(Unsocial) Author URI: http://mirazmac.info License: Mozilla Public License v3 */ /* Config file */ // Basic $path='http://mirazmac.info/short'; // Full path to script $sitename='MacFly'; // The name of your shortner //SEO & Social $description='MacFly is a free link shortnening service what allows users to short links with just a click'; //Meta description $keywords='mirazmac, link shortner, macfly'; //Meta keywords $fblink='http://fb.me/miraz.mac'; //Link to your fb page/profile $twlink='http://twitter.com/miraz_mac'; //Link to your Twitter page/profile ;?>
ফাইলটিকে নিজের ইনফরমেশন দিয়ে এডিক করে সেভ করে নিন। আমি কোড লেখার সময় টিউমেন্টগুলাকে গুরুত্ব দিই যাতে ইউজার সহজেই সেটা ব্যবহার করতে পারে। প্রতিটা ভ্যারিয়েবল-এর পাশে সেটার কাজের বর্ননা দিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পারবেন। 🙂
এবার api.php ফাইলটি ওপেন করুন। নিচের মত কোড দেখতে পাবেন।
<?php /* Project: URL Shortener using *** API Project URI: http://mirazmac.info Description: URL Shortner is a simple script which gives opportunity to your visitors for generating short URL from your site. This SCript uses ADF*.LY API. So you will get the money for all the clicks on the generated links. Project Version: 1.0 Author: MiraZ Mac(Unsocial) Author URI: http://mirazmac.info License: Mozilla Public License v3 */ //API Integration(Must) $api='d405f92d0dc11d51e1f02fdc0e96e5d9'; // Enter your *** API. If you don't have then create from here https://adf*.ly*/publisher/tools#tools-api $uid='8502389'; //Your ADf.**ly User ID. Find it from ad*f**.ly publisher panel ;?>
এখানে আপনার এডফ্লাই API এবং User ID দিতে হবে। API কি পেতে এডফ্লাই একাউন্টে লগ ইন করে Tools > API এ যান।স্ক্রিনশটে দেখানো হয়েছে কোনটা USER ID এবং কোনটা API key।
এইবার api.php ফাইলটি সেইভ করুন এবং দেখুন আপনার সাইট রানিং!
আমার স্ক্রিপ্টের ফিচারঃ(নিজের ঢোল নিজে পেটাব 8-))
স্ক্রিপ্ট আপনি যেরকম ইচ্ছা সেরকম মডিফাই করতে পারেন কিন্তু নিচে ফুটার ক্রেডিট থাকা আবশ্যক। ইয়ার্কি ভাববেন না। নিজের নামে চালালে Google DCMA তে কমপ্লেইন দিয়ে দিব। তারপর দেইখেন কি হয়। আর এইটা নিয়ে ব্যবসা করতে যাবেন না প্লিজ।
টিউনটি সর্বপ্রথম টেকটিউনেই প্রকাশ করলাম। পরে আমার ব্লগে লিখব। সময় থাকলে আমার ব্লগ ঘুরে আসতে পারেন। আর কিছু খুজতে হলে আমাদেরনেট তো আছেই। Open Source, Open Mind!
আমি মিরাজ ম্যাক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
AFK
ভাইয়া ধন্যবাদ, তবে এটা নিয়ে যদি একটা ভিডিও টিউটরিয়াল করে দিতেন , তাহলে আমারা যারা নতুন তারা উপকৃত হতাম ।