ইজি পি এইচ পি পর্ব ৪ এ আপনাদের স্বাগতম।গত পর্বে আমরা Variable এবং php Comment নিয়ে আলোচনা করেছিলাম।আজ আমরা আলোচনা করব Embedding নিয়ে।
HTML এর ভিতর PHP CODE:PHP code এর ভিতর যেমন HTML code ব্যবহার করা যায়।তেমনি HTML এর ভিতর ও php code ব্যবহার করা সম্ভব।তবে এ ক্ষেত্রে HTML file এর extension কে php করে দিতে হবে। extension হচ্ছে . এর পরের অংশ (.html থেকে .php)
উদাহরণ: file name:index.html
<!DOCTYPE HTML> <html lang="en-US"> <head> <meta charset="UTF-8"> <title></title> </head> <body> <b> My name is XYZ.</b> </body> </html>
index.html কে index.php করুন।
<?php $name="xyz"; ?> <!DOCTYPE HTML> <html lang="en-US"> <head> <meta charset="UTF-8"> <title></title> </head> <body> <b> My name is <?php echo $name ?></b> </body> </html>
এখানে $name একটি variable ।এই variable দ্বারা নামটাকে একটি text হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর পিএইচ পি র প্রতিটি কোড শুরু শেষে php tag ব্যবহার করতে হয়।তাই শুরু তে <?php এবং শেষে ?> ব্যবহার করা হয়েছে।
আর <?php echo $name ?> এখানে echo দ্বারা $name variable কে কল করা হয়েছে।তাই $name এর ভিতরে যা পাচ্ছে তা show করছে।
এভাবে একই variable কে আমরা বার বার ব্যবহার করতে পারি।
PHP এর ভিতরHTML CODE: php code এর ভিতর ও আমরা html code ব্যবহার করতে পারি।
উদাহরণ: <h1> My Name Is Goni </h1> html এর এই code টি php code এ করলে হবে।
<?php echo "<h1>"; echo "My Name Is Goni"; echo "</h1>"; ?>
এখানে সম্পূর্ণ কোডটি কে আমরা তিনটি ভাবে ভাগ করলাম। প্রখমে <h1> কে echo দ্বারা call করা হয়েছে। ২য় অংশে text কে echo দ্বারা call করা হয়েছে। ৩য় অংশে আবার echo দ্বারা </h1> শেষ করা হয়েছে।
চাইলে echo দ্বারা একলাইনে লিখতে পারেন..
<?php echo "<h1>"."My Name Is Goni"."</h1>"; ?>
এক এর বেশি echo করার জন্য প্রতিটি echo কে . দিয়ে যোগ করুন। উদা: " ". " " ." "
php basic clear করার জন্য w3schools থেকে ঘুরে আসতে পারেন।
আজ আর বেশি আলোচনা করলাম না ।এক সাথে বেশি হইলে হজম করতে কষ্ট হবে। 😥
ফেইসবুকে আমি : SakilSuva
আমি sakil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চালিয়ে যান ভাই। ধন্যবাদ